ETV Bharat / sports

প্রথম খেতাব পল্টনদের, হরিয়ানাকে হারিয়ে প্রো-কবাডির নয়া চ্যাম্পিয়ন পুনে

author img

By PTI

Published : Mar 2, 2024, 7:03 AM IST

PKL 10: গতবার সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্স হয়ে ৷ ভুল শুধরে দশম সংস্করণে এসে সেরার শিরোপা জিতে নিল পুনেরি পল্টন ৷ রুদ্ধশ্বাস ফাইনালে হরিয়ানা স্টিলার্সকে হারিয়ে প্রথমবার প্রো-কবাডি লিগ চ্যাম্পিয়ন হল তারা ৷

Curtsy: PKL Twitter
প্রো কবাডির নয়া চ্যাম্পিয়ন পুনেরি পল্টন

হায়দরাবাদ, 2 মার্চ: গত মরশুমে তীরে এসে ডুবেছিল তরী ৷ ফাইনালে পৌঁছেও কাপ আর ঠোঁটের দূরত্বটা রয়েই গিয়েছিল ৷ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রো-কবাডি লিগ চ্যাম্পিয়ন হল পুনেরি পল্টন ৷ গতবছর ফাইনালে জয়পুরের কাছে হেরে যাওয়া পুনে শুক্রবার দশম সংস্করণের মেগা ফাইনালে হারাল হরিয়ানা স্টিলার্সকে ৷ হায়দরাবাদের গাচিবৌলি ইন্ডোর স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে পল্টনদের পক্ষে স্কোর 28-25 ৷

অর্থাৎ দশম সংস্করণে এসে নয়া চ্যাম্পিয়ন পেল প্রো-কবাডি ৷ সপ্তম দল হিসেবে শুক্রবার লিগ জিতল পুনেরি পল্টন ৷ ডিফেন্ডারদের দৌলতে এদিন শুরুটা দারুণ হয় চ্যাম্পিয়নদের ৷ সঙ্গে পঙ্কজ মোহিতের সুপার রেডের সৌজন্যে প্রথমার্ধের শেষে গুরুত্বপূর্ণ লিড নেয় পুনে ৷ প্রথমার্ধের শেষে স্কোরলাইন ছিল 13-10 ৷ দ্বিতীয়ার্ধের শুরুটাও একইভাবে করে পুনে ৷

মোহিত গয়াতের সফল 'অল-আউট' দ্বিতীয়ার্দের প্রারম্ভে লিডটা আরেকটু বাড়িয়ে নিয়ে যায় পল্টনদের জন্য ৷ তবে হরিয়ানার তরুণ তুর্কিরা ম্যাচ কখনোই একপেশে হওয়ার সুযোগ দেননি ৷ রেডার এবং তাঁদের বোনাস পয়েন্টের সৌজন্যে মেগা ফাইনাল হাড্ডাহাড্ডি মোড় নেয় ৷ কিন্তু ব্যবধান ঘুচিয়ে পল্টনদের ছাপিয়ে যেতে পারেনি স্টিলার্স ৷ 'গেম-চেঞ্জার' মোহিতের পারফরম্যান্সে ভর করে শেষমেশ প্রথম খেতাবের স্বাদ পেয়ে যায় পুনেরি পল্টন ৷

পুনের এই সাফল্যের পিছনে কোচ বিসি রমেশের অবদান অনস্বীকার্য ৷ প্রো-কবাডি লিগে কোচ হিসেবের তাঁর সাফল্যের গ্রাফটা আরেকটু বাড়িয়ে নিলেন তিনি ৷ এর আগে সহকারী কোচ হিসেবে বেঙ্গালুরু বুলস এবং হেড কোচ হিসেবে বেঙ্গল ওয়ারিয়র্সকে খেতাব এনে দিয়েছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন এই কবাডি প্লেয়ার ৷ গত মরশুমে জয়পুরের কাছে হেরে রানার্স হতে হলেও বিসি রমেশকে কোচ হিসেবে ধরে রেখেছিল পুনের ফ্র্যাঞ্চাইজি ৷ ফলস্বরূপ এবার চ্যাম্পিয়নের তাজ তাঁদের মাথায় ৷

আরও পড়ুন:

  1. শুক্রে প্রো-কবাডির মহারণ, প্রথমবার খেতাবজয়ের লক্ষ্যে নামছে হরিয়ানা-পুনে
  2. ডার্বি আয়োজনে জটিলতা কাটার পথে, বিকল্প পথ নিয়ে মরিয়া চেষ্টা
  3. কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন বাংলার ছেলে, অনুভূতি কেমন ইটিভি ভারতকে জানালেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.