ETV Bharat / sports

অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 3:26 PM IST

Image Courtesy: Jasprit Bumrah X
Image Courtesy: Jasprit Bumrah X

Jasprit Bumrah: প্রথমবার টেস্টে আইসিসির বোলিং ব়্যাংকিংয়েএক নম্বর স্থান অর্জন করলেন জসপ্রীত বুমরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে 9 উইকেট নিয়ে চার নম্বর থেকে সোজা একে উঠে এসেছেন বুমরা ৷ সঙ্গে ভারতীয় পেসার হিসেবেও গড়লেন ইতিহাস ৷

দুবাই, 7 ফেব্রুয়ারি: গতবছর বিশ্বকাপ শুরুর দু’মাস আগে চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন ৷ তখন থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ বুধবার তার পুরস্কার পেলেন ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন তিনি ৷ সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের থেকে এক নম্বরের সিংহাসন ছিনিয়ে নিলেন বুমরা ৷ সঙ্গে পিছনে ফেললেন প্যাট কামিন্স, কাগিসো রাবাদাদের ৷

এর আগে ভারতীয় বোলারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে একনম্বর জায়গা পেয়েছিলেন তিনজন বোলার ৷ তবে তিনজনই স্পিনার ৷ সেই তালিকায় সবার আগে রয়েছেন প্রয়াত কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী ৷ এরপর রবীন্দ্র জাদেজা এবং সবশেষে প্রায় একবছরের উপর সেই জায়গাটি ধরে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ মাঝে এক-দু’বার রাবাদা বা অন্য কোনও বোলার সাময়িকভাবে এলেও, তা ফের নিজের নামে করে নিয়েছিলেন অ্যাশ ৷

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে দুরন্ত পারফর্ম্যান্সে লম্বা লাফ দিয়ে আইসিসির টেস্ট বোলিং ব়্যাংকিংয়ে চার নম্বরে উঠে এসেছিলেন জসপ্রীত বুমরা ৷ এবার বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 6 ও দ্বিতীয় ইনিংসে 3, অর্থাৎ মোট 9 উইকেট নিয়ে সরাসরি একনম্বরে পৌঁছে গেলেন বুমরা ৷ বুমরার এই মুহূর্তে আইসিসি বোলিং ব়্যাংকিংয়ে 881 পয়েন্ট রয়েছে ৷ তাঁর থেকে 30 পয়েন্ট কম নিয়ে দু’নম্বরে রয়েছেন কাগিসো রাবাদা ৷

তবে, রবিচন্দ্রন অশ্বিন একনম্বর থেকে সোজা তিনে নেমে এসেছেন ৷ অনেকটাই পয়েন্ট কাটা গিয়েছে তাঁর ৷ অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সদ্যসমাপ্ত দু’ম্যাচের টেস্ট সিরিজে প্যাট কামিন্সও তেমন প্রভাব ফেলতে পারেননি ৷ ফলে তাঁরও ব়্যাংকিং পয়েন্ট কাটা গিয়েছে ৷ উল্লেখ্য, বুমরা বিশাখাপত্তনম টেস্টে কেরিয়ারের 150 তম উইকেট পেয়েছেন ৷ এই মুহূর্তে জসপ্রীত বুমরার টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান, 20.19 গড়ে 34 ম্যাচ খেলে 155 উইকেট ৷

আরও পড়ুন:

  1. একটা পার্টনারশিপ ম্যাচে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাসী ছিলেন দেশকে ফাইনালে তোলা অধিনায়ক
  2. ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া
  3. নিরঞ্জন শাহের নামে নামাঙ্কিত হচ্ছে রাজকোট স্টেডিয়াম, 14 ফেব্রুয়ারি উদ্বোধনে থাকছেন গাভাসকর-শাস্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.