ETV Bharat / sports

নিরঞ্জন শাহের নামে নামাঙ্কিত হচ্ছে রাজকোট স্টেডিয়াম, 14 ফেব্রুয়ারি উদ্বোধনে থাকছেন গাভাসকর-শাস্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 5:53 PM IST

Updated : Feb 6, 2024, 9:42 PM IST

Inauguration of Niranjan Shah Stadium in Rajkot: বিসিসিআই-এর প্রাক্তন বোর্ড কর্তা নিরঞ্জন শাহর নামে এবার স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে ৷ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম তাঁর নামে নতুন করে উদ্বোধন হতে চলেছে আগামী 14 ফেব্রুয়ারি ৷ অর্থাৎ, ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগেরদিন ৷ কেমন এই অভিজ্ঞতা ? ইটিভি ভারতের সঞ্জীব গুহকে জানালেন নিরঞ্জন শাহ ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে রাজকোটের এই স্টেডিয়াম একাধিক আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী ৷ একাধিক রেকর্ডেরও সাক্ষী থেকেছে এই মাঠে ৷ আগামী 14 ফেব্রুয়ারি থেকে যার পরিচয় বদলাতে চলেছে ৷ আর যাঁর নামে নামাঙ্কিত হতে চলেছে এই স্টেডিয়াম, তাঁর নামেও রয়েছে আভিজাত্য ৷ বিসিসিআই-এর প্রাক্তন সচিব নিরঞ্জন শাহর নামে নামকরণ হতে চলেছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই আন্তর্জাতিক স্টেডিয়ামের ৷ যা ঐতিহাসিকও বটে ৷ কারণ, বিসিসিআই-এর ইতিহাসে জীবদ্দশায় কোনও ক্রীড়া প্রশাসকের নামে স্টেডিয়ামের নামকরণ হয়নি ৷

কেমন এই দীর্ঘসময়ের ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা ? কেমন অনুভূতি আজকে ? যেখানে তাঁর ক্রিকেট প্রশাসক হিসেবে সাধনা শুরু হয়েছিল ৷ সেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম তাঁরই নামে নামঙ্কিত হচ্ছে ৷ ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে নিরঞ্জন শাহ বললেন, "ক্রিকেটের প্রতি আমার দীর্ঘ সময়ের সেবার পর এটা আমার জন্য অনেক সম্মানের ৷ বিসিসিআই সচিব জয় শাহ 14 ফেব্রুয়ারি সন্ধে সাড়ে 6টার সময় 30 হাজার দর্শকাসনের স্টেডিয়ামটির উদ্বোধন করবেন ৷ যেখানে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷"

শাহের দাবি অনুযায়ী, 15 ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট উপলক্ষ্যে আগের দিন সন্ধেয় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজকোটে ৷ কারা আসছেন নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে ? শাহ জানালেন, "সুনীল (গাভাসকর) অনুষ্ঠানের আমন্ত্রণে সম্মতি দিয়েছেন ৷ পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী 14 ফেব্রুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ সঙ্গে স্থানীয় কয়েকজন অতিথিরা থাকবেন ৷"

তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক স্তরে অবদান রাখার জন্য যে সম্মান তাঁকে দেওয়া হচ্ছে; তার জন্য তিনি গর্বিত ৷ নিরঞ্জন শাহ বলেন, "আবেগটা এখনও কমে যায়নি ৷ আমি খুব খুশি যে, সদস্যরা আমার অবদানকে সম্মান জানাচ্ছেন এবং সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন আমার নামে স্টেডিয়ামের নামকরণ করার ৷" 14 ফেব্রুয়ারি রাতের অনুষ্ঠানে বিসিসিআইয়ের সকল কর্তারা উপস্থিত থাকবেন ৷ 15 ফেব্রুয়ারি সকালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হতে চলা টেস্ট ক্রিকেটেও উপস্থিত থাকবেন তাঁরা ৷

1965-66 থেকে 1974-75 সাল পর্যন্ত 12টি প্রথম-শ্রেণির ম্যাচে সৌরাষ্ট্রের জার্সি পরেছেন নিরঞ্জন শাহ ৷ 79 বছর বয়সী শাহ চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনে একটি উজ্জ্বল নাম ৷ একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবে 40 বছর ধরে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হিসেবে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন ৷ গতবছর 7 অক্টোবর সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. একশো ওভারের খেল খতম মাত্র একত্রিশেই, 8 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' অজিদের
  2. ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন
  3. ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে রাজকোটের এই স্টেডিয়াম একাধিক আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী ৷ একাধিক রেকর্ডেরও সাক্ষী থেকেছে এই মাঠে ৷ আগামী 14 ফেব্রুয়ারি থেকে যার পরিচয় বদলাতে চলেছে ৷ আর যাঁর নামে নামাঙ্কিত হতে চলেছে এই স্টেডিয়াম, তাঁর নামেও রয়েছে আভিজাত্য ৷ বিসিসিআই-এর প্রাক্তন সচিব নিরঞ্জন শাহর নামে নামকরণ হতে চলেছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই আন্তর্জাতিক স্টেডিয়ামের ৷ যা ঐতিহাসিকও বটে ৷ কারণ, বিসিসিআই-এর ইতিহাসে জীবদ্দশায় কোনও ক্রীড়া প্রশাসকের নামে স্টেডিয়ামের নামকরণ হয়নি ৷

কেমন এই দীর্ঘসময়ের ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা ? কেমন অনুভূতি আজকে ? যেখানে তাঁর ক্রিকেট প্রশাসক হিসেবে সাধনা শুরু হয়েছিল ৷ সেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম তাঁরই নামে নামঙ্কিত হচ্ছে ৷ ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে নিরঞ্জন শাহ বললেন, "ক্রিকেটের প্রতি আমার দীর্ঘ সময়ের সেবার পর এটা আমার জন্য অনেক সম্মানের ৷ বিসিসিআই সচিব জয় শাহ 14 ফেব্রুয়ারি সন্ধে সাড়ে 6টার সময় 30 হাজার দর্শকাসনের স্টেডিয়ামটির উদ্বোধন করবেন ৷ যেখানে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷"

শাহের দাবি অনুযায়ী, 15 ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট উপলক্ষ্যে আগের দিন সন্ধেয় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজকোটে ৷ কারা আসছেন নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনে ? শাহ জানালেন, "সুনীল (গাভাসকর) অনুষ্ঠানের আমন্ত্রণে সম্মতি দিয়েছেন ৷ পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী 14 ফেব্রুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ সঙ্গে স্থানীয় কয়েকজন অতিথিরা থাকবেন ৷"

তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক স্তরে অবদান রাখার জন্য যে সম্মান তাঁকে দেওয়া হচ্ছে; তার জন্য তিনি গর্বিত ৷ নিরঞ্জন শাহ বলেন, "আবেগটা এখনও কমে যায়নি ৷ আমি খুব খুশি যে, সদস্যরা আমার অবদানকে সম্মান জানাচ্ছেন এবং সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন আমার নামে স্টেডিয়ামের নামকরণ করার ৷" 14 ফেব্রুয়ারি রাতের অনুষ্ঠানে বিসিসিআইয়ের সকল কর্তারা উপস্থিত থাকবেন ৷ 15 ফেব্রুয়ারি সকালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হতে চলা টেস্ট ক্রিকেটেও উপস্থিত থাকবেন তাঁরা ৷

1965-66 থেকে 1974-75 সাল পর্যন্ত 12টি প্রথম-শ্রেণির ম্যাচে সৌরাষ্ট্রের জার্সি পরেছেন নিরঞ্জন শাহ ৷ 79 বছর বয়সী শাহ চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনে একটি উজ্জ্বল নাম ৷ একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবে 40 বছর ধরে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হিসেবে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন ৷ গতবছর 7 অক্টোবর সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. একশো ওভারের খেল খতম মাত্র একত্রিশেই, 8 উইকেটে ক্যারিবিয়ান 'বধ' অজিদের
  2. ভাইজ্যাগে নজির গড়ে রাজকোটে মাইলস্টোনের অপেক্ষায় অশ্বিন
  3. ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া
Last Updated : Feb 6, 2024, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.