ETV Bharat / sports

জোড়া ইলিশের সঙ্গে মিষ্টির হাঁড়ি, সুপার কাপ ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে লাল-হলুদ কর্তারা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 10:42 PM IST

East Bengal Officials Meets Mamata Banerjee: ক্লাবের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ট্রফি দেখাতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ৷ সেই মতো বৃহস্পতিবার জোড়া ইলিশ ও মিষ্টির হাঁড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হলেন লাল-হলুদ কর্তারা ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রীর বাড়িতে ট্রফি দেখাতে ইস্টবেঙ্গল কর্তারা

কলকাতা, 1 ফেব্রুয়ারি: কলিঙ্গ সুপার কাপ জয়ের পর ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ-সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে যান ।

গত রবিবার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসিকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড। 12 বছর পরে সর্বভারতীয় খেতাব জয়ের আনন্দে লাল-হলুদ সমর্থকরা আত্মহারা। ট্রফি জয়ের রাত এবং তার 24 ঘণ্টা পরেও তিলোত্তমার রং ছিল লাল-হলুদ । এখনও উৎসবের রেশ অব্যাহত । ক্লাবে রাখা সুপার কাপ প্রতিদিনই সমর্থকরা দেখে যাচ্ছেন । চ্যাম্পিয়ন হওয়ার পরেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল ট্রফি দেখাতে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেইমতো বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে সময় দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রফি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া ছাড়াও ক্লাবের পক্ষ থেকে দুই হাঁড়ি রসগোল্লা, জোড়া ইলিশ নিয়ে যাওয়া হয়েছিল । মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের এই সাফল্যে খুশি । কর্তাদের বলেছেন দীর্ঘদিন পরে সাফল্য আসায় অন্য সকলের মতো তিনিও খুশি । তবে আরও বড় সাফল্যের জন্য চেষ্টা করার বার্তা দিয়েছেন।

মোহনবাগান সুপার জায়ান্ট গতবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল । এবার ইস্টবেঙ্গল সর্বভারতীয় ট্রফি পেল । আই লিগে মহমেডান স্পোর্টিং ভালো করছে । তিন প্রধানের ধারাবাহিক সাফল্য বাংলার ফুটবলের উন্নতির ছবি তুলে ধরে । আগামিদিনে ইস্টবেঙ্গল ক্লাবের পরিকল্পনা নিয়েও এদিন মুখ্যমন্ত্রী কথা বলেন কর্তাদের সঙ্গে। আইএসএলে খেলার সুযোগ পাওয়ার পরে আর্থিক সমস্যায় থাকা ইস্টবেঙ্গলকে লগ্নিকারী পেতে 2 বার সাহায্য করেছিলেন মুখ্যমন্ত্রী ।

প্রথমে শ্রী সিমেন্ট । তাদের সঙ্গে ক্লাবের মতভেদ হওয়ায় গাঁটছড়া ভেঙে যায়। এরপর বর্তমান লগ্নিকারী ইমামি গ্রুপ আসে মুখ্যমন্ত্রীর সহায়তাতেই। শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, "মুখ্যমন্ত্রী তাদের পাশে সবসময় থেকেছেন । সুপার কাপ জয়ের পর আমরা সাক্ষাতের সময় চেয়েছিলাম । সেইমতো বাসভবনে গিয়েছিলাম । তিনি আরও বড় সাফল্যের জন্য তৈরি হতে বলেছেন । ইস্টবেঙ্গল গত দুই বছরের তুলনায় ভালো পারফরম্যান্স করে চলেছে । ডুরান্ড কাপে রানার্স হওয়ার পরে সুপার কাপে চ্যাম্পিয়ন । আইএসএলে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে।"

আগামী 3 ফেব্রুয়ারি আইএসএলের প্রথম ডার্বি । ইতিমধ্যে চলতি মরশুমে তারা মোহনবাগান সুপারজায়ান্টকে দু'বার হারিয়েছে । দলবদলের বাজারে চমক দেখাচ্ছে । সেই সার্বিক উন্নয়নের ছবি কর্তাদের নিরন্তর চেষ্টার ফসল মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. কলিঙ্গে সুর্যোদয়, একযুগের খরা কাটিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
  2. 12 বছরের 'বনবাস' শেষ, কুয়াদ্রাতের জাদুকাঠিতেই 'বল্গাহীন' ইস্টবেঙ্গল
  3. সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে শহরে ইস্টবেঙ্গল, বিমানবন্দরে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.