ETV Bharat / sports

রবিবারের ফাইনালের প্রথম একাদশে ফিরছেন মহেশ-লালচুংনুঙ্গা ? সাসপেন্স বজায় রাখলেন কুয়াদ্রাত

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 8:21 PM IST

Updated : Jan 27, 2024, 8:46 PM IST

East Bengal vs Odish FC in Super Cup Final: মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ফিরবেন কিনা তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তবে, ম্যাচে যে দুই প্রতিপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হবে ৷ তাতে কোনও সাসপেন্স নেই ৷ আর এই দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT

সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে কার্লেস কুয়াদ্রাত

কলকাতা, 27 জানুয়ারি: 2018 সালের পর এবার আবার সুপার কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল ৷ সেবার বেঙ্গালুরু এফসির কাছে হেরেছিল খালেদ জামিল এবং সুভাষ ভৌমিকের কোচিংয়ে খেলা ইস্টবেঙ্গল ৷ রবিবার আবারও সুপার কাপের ফাইনালে লাল-হলুদ শিবির ৷ এবার প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ তাদের ঘরের মাঠেই মুখোমুখি হবে দুই দল। ফাইনালে কি দলে ফিরবেন এশিয়ান কাপ খেলে ফেরা মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ? তা নিয়ে সাসপেন্স জিইয়ে রাখলেন কার্লেস কুয়াদ্রাত ৷

গত তিনবছরে আইএসএলের মঞ্চে দুই দলের লড়াই মানেই ছিল গোলের বন্যা ৷ এবার ছবিটা আলাদা ৷ আইএসএলে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের লড়াই গোলশূন্য ভাবেই শেষ হয়েছিল ৷ এই মরশুমে সের্জেই লোবেরার ওড়িশা এফসি যথেষ্ট শক্তিশালী দল ৷ মুম্বই সিটি এফসির থেকে আসা একাধিক ফুটবলার এখানে খেলছেন ৷ মুর্তাদা, আহমেদ জাহুরা রয়েছেন দলে ৷ তাছাড়া গতবছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওড়িশা এফসি ৷ ফলে এবছর ঘরের মাঠে কাপ দখলে রাখার চ্যালেঞ্জ তাঁদের সামনে ৷

অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি আইএসএলের শেষ পাঁচটি ম্যাচ থেকে সুপার কাপ সেমিফাইনাল পর্যন্ত মোট ন’টি ম্যাচে অপরাজিত ৷ সুপার কাপে লাল-হলুদ ব্রিগেড যে ছন্দে রয়েছে, তা প্রমাণিত হয়েছে একাধিক দাপুটে জয়ে থেকেই ৷ ডার্বিতে মোহনবাগান এফসিকে 3-1 গোলে হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল ৷ চলতি মরসুমে ডুরান্ড কাপের পর, সুপার কাপের ফাইনালে ক্লেইটন সিলভারা ৷ তবে, ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল ৷ সুপার কাপে সেই ভুলের পুনরাবৃত্তিতে নারাজ কুয়াদ্রাত ৷

সাউল ক্রেসপোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, তাঁর দল যেমন ছন্দে রয়েছে প্রতিপক্ষ ওড়িশা এফসিও তেমনই যথেষ্ট ফর্মে আছে ৷ তাই কঠিন লড়াই অপেক্ষা করছে ৷ তা সামলাতে ইস্টবেঙ্গল যে তৈরি সেটাও জানিয়েছেন ৷ কার্ড সমস্যা কাটিয়ে বোরহা হেরেরা দলে ফিরছেন ৷ একই সঙ্গে জাতীয় দল থেকে অনুশীলনে যোগ দিয়েছেন মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ৷ তাঁদের যোগদানে ইস্টবেঙ্গলের শক্তি বেড়েছে নিঃসন্দেহে ৷

কিন্তু, জাতীয় দল ফেরত দুই ফুটবলারকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা খোলসা করেননি কার্লেস কুয়াদ্রাত ৷ চলতি সুপার কাপে ইস্টবেঙ্গল রক্ষণ এবং আক্রমণভাগের দুরন্ত বোঝাপড়া প্রতিপক্ষকে ধাধায় ফেলেছে ৷ হিজাজি মাহের রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠে গোলও করছেন ৷ গোলের মধ্যে রয়েছেন ক্লেইটন সিলভা এবং নন্দকুমারও ৷ স্কোরিং বুট খুঁজে পেয়েছেন সিভেরিও ৷ সম্ভবত, লাল-হলুদ জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ৷ শেষ ম্যাচে নিজেকে আরও একবার প্রমাণের চেষ্টা করবেন তিনি ৷

কুয়াদ্রাত বলছেন, 6 বিদেশির ব্যবহারে তাঁর দলের আক্রমণে বৈচিত্র্য বেড়েছে ৷ তবে, দল ছন্দে রয়েছে বলেই প্রতিপক্ষকে নিয়ে চিন্তা নেই বিষয়টি তেমন নয় তাঁর কাছে ৷ কুয়াদ্রাত প্রতিপক্ষকে মেপে নিয়ে ছক সাজাচ্ছেন ৷ শুধু দলের প্রতিষ্ঠিত তারকারাই নন, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়রা স্বল্প সুযোগে প্রমাণ করেছেন নিজেদের ৷ যা কুয়াদ্রাতকে ভরসা যোগাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপ কি লালহলুদে সিভেরিওর ভবিষ্যত বদলে দেবে ? বেঙ্গালুরুতে চিঙ্গালসানা সিং
  2. দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
Last Updated : Jan 27, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.