ETV Bharat / sports

ডাবল সেঞ্চুরি অভিমন্যুর, কঠিন চ্যালেঞ্জের সামনে বিহার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 10:29 AM IST

Ranji Trophy 2023-24: 316 রানের লক্ষণরেখা পার করতে নেমে বিহার ইতিমধ্যে এক উইকেটে 32 । প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা যদি দ্বিতীয় ইনিংসে অব্যাহত থাকে তাহলে রবিবার পুরো দিন খেলা না গড়ানোর কথা ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 18 ফেব্রুয়ারি: অভিমন্যু ঈশ্বরনের অপরাজিত দ্বিশতরান শনিবারের ইডেনে বাংলা বনাম বিহার ম্যাচের দ্বিতীয় দিনের চুম্বক । গুরুত্বহীন রঞ্জি ম্যাচটিতে ব্যক্তিগত নৈপুণ্যই আলো ছড়াচ্ছে । প্রথম দিন মুকেশকুমার এবং সুরজ সিন্ধু জয়সওয়ালের চারটি করে শিকার বিহারকে 95 রানে শেষ করে দিয়েছিল । সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলার ব্যাটাররা প্রথম দিনেই দুই উইকেটে 111 রান তুলে ফেলেছিল । দ্বিতীয় দিন সেই অগ্রগমন কতটা দীর্ঘ হয় সেটাই দেখার ।

শনিবার ইনিংস পরিসমাপ্তি ঘোষণার সময় বাংলার রান পাঁচ উইকেটে 411 । প্রতিপক্ষের থেকে 316 রানে এগিয়ে যাওয়ার কারিগরি লুকিয়ে অভিমন্যু ঈশ্বরনের ব্যাটে । 291 বলে 23টি বাউন্ডারিতে সাজানো তার 200 রানের ইনিংস বাংলার ওপেনারের । প্রথম শ্রেণির ক্রিকেটে 23তম শতরান । নো বলের কারণে একবার জীবন পাওয়া ছাড়া অভিমন্যুর ইনিংস নিখুঁত । তার অনুপস্থিতিতে কেন বাংলার থিঙ্ক ট্যাঙ্ক ওপেনার সমস্যায় পড়েছিল তার উত্তর এই দ্বিশতরানে ।

একইসঙ্গে তার ইনিংস বাংলার বাকি ওপেনারদের অবশ্য শিক্ষণীয় । প্রতিপক্ষের ক্লাবস্তরের বোলিং পেয়েও ঝুঁকি নেননি । বরং যে বলের যা প্রাপ্য তা দিয়ে বড় ইনিংস গড়ায় মনোযোগী হয়েছেন । দুই উইকেটে 111 রান নিয়ে খেলা শুরু করে শনিবার অপরাজিত অভিমন্যুর পাশে বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারলেন না । অনুস্টুপ মজুমদার 39 রানে ফিরে যান । আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার অধিনায়ক মনোজ তিওয়ারি । জীবনের শেষ রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন । 70 বলে চারটে বাউন্ডারিতে সাজানো 30 রান অন্তত অর্ধশতরানে শেষ হলে মধুর সমাপ্তি হত । কিন্তু রেফারির ভুল তা হতে দিল না । অনুকূল পরিস্থিতিতে অভিষেক পোড়েল মারকুটে মেজাজে হাফ সেঞ্চুরি করে গেলেন । রান আউট হওয়ার আগে তাঁর 54 বলে 56 রানের ইনিংস সাজানো নয়টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় ।

রানের উৎসবে সামিল হয়ে স্বল্প পরিসরে শাহবাজ আহমেদের ব্যাট থেকে এল পাঁচ বাউন্ডারিতে সাজানো 29 বলে 29 রান । সাত পয়েন্ট এই ম্যাচ থেকে তুলতে চাইছে বাংলা । 316 রানের লক্ষণরেখা পার করতে নেমে বিহার ইতিমধ্যে এক উইকেটে 32 । প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা যদি দ্বিতীয় ইনিংসে অব্যাহত থাকে তাহলে রবিবার পুরো দিন খেলা না গড়ানোর কথা । রবিবার বিকেলে সিএবি মনোজ তিওয়ারিকে সোনার ব্যাটে বিদায় সংবর্ধনা দেবে । সেভাবে অনুষ্ঠান পরিকল্পনা সাজানো হয়েছে । উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় । উপহার তুলে দেওয়া হবে বাংলা দলের থেকেও । বিদায় বেলায় দাপুটে জয়ে মনোজ সান্তনা খুঁজতে পারেন ।

আরও পড়ুন :

  1. শেষ ম্যাচে আবেগতাড়িত হতে নারাজ মনোজ, অধিনায়কের জন্য বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি সিএবি-তে
  2. লড়লেন শুধু শাহবাজ, জলজের ঘূর্ণিতে বাংলার ভরাডুবি; রঞ্জি শেষ মনোজদের
  3. রঞ্জিতে বেকায়দায় বাংলা, আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মনোজ তিওয়ারি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.