ETV Bharat / sports

লড়লেন শুধু শাহবাজ, জলজের ঘূর্ণিতে বাংলার ভরাডুবি; রঞ্জি শেষ মনোজদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 10:50 PM IST

Updated : Feb 13, 2024, 7:10 AM IST

Ranji Trophy 2023-24: কেরলের বিরুদ্ধে 449 রান করতে পারলে জয় পাওয়া সম্ভব হবে এমন পরিস্থিতিতে বাংলা থামল 339 রানে । সাড়ে 400 রানের পাহাড় টপকে জয়ের চ্যালেঞ্জ হাসিল করা মোটেই সহজ ছিল না । কার্যত অসম্ভব এবং সেটাই হয়েছে ।

Etv Bharat
Etv Bharat

তিরুঅনন্তপুরম, 12 ফেব্রুয়ারি: জলজ সাক্সেনার ঘূর্ণিতে বাংলার ভরাডুবি । তিরুঅনন্তপুরমে কেরলের বিরুদ্ধে 109 রানে পরাজিত মনোজ তিওয়ারির দল । যার ফলে শেষ আটে যাওয়ার আশা এক ম্যাচ বাকি থাকতেই শেষ । কেরলের বিরুদ্ধে 449 রান করতে পারলে জয় পাওয়া সম্ভব হবে এই পরিস্থিতিতে বাংলা থামল 339 রানে । সাড়ে চারশো রানের পাহাড় টপকে জয়ের চ্যালেঞ্জ হাসিল করা মোটেই সহজ নয় । কার্যত অসম্ভব এবং সেটাই হয়েছে । চোট সারিয়ে ফিরে এসে অলরাউন্ডার শাহবাজ আহমেদ লড়লেন । এছাড়াও লড়লেন অভিমন্যু ঈশ্বরন (65), করনলাল (40), মনোজ তিওয়ারি (35)।

কিন্তু এই চার জন ব্যাটারের ব্যাট জয়ের জন্য পর্যাপ্ত ছিল না । শাহবাজ আহমেদ 100 বলে 80 রান করলেন । প্রথম ইনিংসে কেরলের 363 রানের জবাবে বাংলা শেষ হয়েছিল মাত্র 180 রানে । জলজ সাক্সেনা একাই 68 রানে 9 উইকেট নিয়ে বাংলার প্রত্যাঘাতের আশায় বড় ধাক্কা দিয়েছিলেন । দ্বিতীয় ইনিংসে কেরল 6 উইকেটে 256 রান তুলে ডিক্লেয়ার্ড দেয় । ফলে বাংলার সামনে 449 রানের পাহাড় প্রমাণ লক্ষ্য দাঁড়ায় জয়ের জন্য । কিন্তু অভিমন্যু ঈশ্বরন আশা জাগিয়ে শুরু করলেও বাকিরা ব্যর্থ ।

বিশেষ করে অনুষ্টুপ মজুমদারের ব্যর্থতা বাংলার জয়ের অভিযানে বড় খামতির সৃষ্টি করেছিল । যা অভিমন্যু, মনোজ, শাহবাজ, করনলালদের চেষ্টাতেও সামলানো যায়নি । কেরলের জলজ সাক্সেনা প্রথম ইনিংসে 68 রানে 9 উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে 104 রানে 4 উইকেট নেন । দুই ইনিংসে মোট 13 উইকেট নিয়ে ম্যাচের সেরা । চলতি রঞ্জি ট্রফিতে আবহাওয়া যদি সাফল্যের পথে অন্তরায় হয় তাহলে আরও বড় বাধা হয়ে দাড়িয়ে ছিল সুদীপ ঘরামি ৷ বাংলার দুই ওপেনারের ধারাবাহিক ব্যর্থতা ।

একই সঙ্গে বোলিং বিভাগে জ্বলে উঠতে না পারা । বাংলার তরুণ পেসাররা মুকেশ কুমারের অভাব পূরণ করতে পারেননি । এই মুহূর্তে ভারতীয় টেস্ট দল রয়েছেন মুকেশ কুমার ৷ ফলে বাংলার হয়ে এই ম্যাচ খেলতে পারেননি তিনি ৷ অলরাউন্ডার শাহবাজ আহমেদের চোট আরও বড় ধাক্কা । লোয়ার মিডল-অর্ডারে তাঁর ব্যাটিং বিক্রমে লুকিয়ে থাকত জয়ের রহস্য । তিরুঅনন্তপুরমেও কেরলের বিরুদ্ধে তাঁর 80 রান বাংলার দ্বিতীয় ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ।

অসম ম্যাচ ছাড়া কোনও দলের বিরুদ্ধেই সরাসরি জয় আসেনি বাংলার । উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়কে বেকায়দায় পেয়েও তিন পয়েন্ট নিশ্চিত করা যায়নি । বদলে আবহাওয়ার প্রতিকূলতার সামনে পড়ে ড্র করতে হয়েছে । এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মনোজদের । কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, তিনি দলের সঙ্গেই রয়েছেন । পুরো দল গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে । তবে মুম্বই ম্যাচের পরে কেরলের বিরুদ্ধে জ্বলে উঠতে ব্যর্থ । ফলে শেষ ম্যাচে জয় তুলে অন্তত সন্তুষ্ট থাকার চেষ্টা করব । ছয় ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বাংলা শুক্রবার থেকে ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে নামবে ।

আরও পড়ুন :

  1. বিধ্বংসী শতরানে দলকে জিতিয়ে অ্যাডিলেডের 'অভিশপ্ত' রাত নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েল
  2. 'বাজে শট খেলার পরিণতি!' বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশ ভারত অধিনায়ক
  3. ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
Last Updated : Feb 13, 2024, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.