ETV Bharat / politics

যুবরাজকে স্টার্ট-আপ হিসেবে তুলে ধরা হয়েছে, তিনি তো নন-স্টার্টার; রাহুলকে বিঁধলেন মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 4:12 PM IST

PM Modi mocks Rahul: রাহুল গান্ধিকে যুবরাজ বলে ফের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, রাহুলকে স্টার্ট-আপ হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু তিনি নন-স্টার্টার৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: রাজ্যসভার ভাষণে কংগ্রেসকে বিঁধতে গিয়ে রাহুল গান্ধিকে নিয়ে রসিকতায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরাসরি নাম না-করলেও সনিয়া-পুত্রকে যুবরাজ বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস সাংসদ একজন নন-স্টার্টার ৷ বারবার তাঁকে লঞ্চ করতে গিয়ে কংগ্রেসই শেষ হয়ে যাচ্ছে ৷

বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপন ভাষণে গত দশ বছরে ইউপিএ সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ তবে মোদির বক্তৃতায় ফের তাচ্ছিল্যের সুর শোনা গিয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির জন্য ৷

এ দিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসের কথা তুলে বলেন, "...তারা তাদের 'যুবরাজ'-এর জন্য একটি স্টার্ট-আপ করেছে । কিন্তু তিনি নন-স্টার্টার, তিনি লিফটও করেন না বা লঞ্চ হন না...৷" এখানেই না থেমে প্রধানমন্ত্রী রসিকতার সুরে বলেন, "একই জিনিস বারবার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা পড়ার পরিস্থিতি এসে গিয়েছে ৷"

খাড়গের দীর্ঘ বক্তৃতা নিয়েও এ দিন তাঁকে কটাক্ষ করেন নমো ৷ কংগ্রেস সভাপতি কীভাবে এতক্ষণ বলার স্বাধীনতা পেলেন, তা ভেবে তিনি আশ্চর্য হয়েছেন বলে জানান মোদি ৷ তিনি বলেন, "মল্লিকার্জুন খাড়গেজি অনেকক্ষণ ধরে রাজ্যসভায় বক্তৃতা করলেন এবং আমি ভাবছিলাম যে তিনি কীভাবে দীর্ঘ সময় ধরে কথা বলার সুযোগ পেলেন ৷ পরে আমি বুঝতে পারি যে সেখানে দুজন বিশেষ কমান্ডো ছিলেন না, তাই তিনি তার সুযোগ নেন । আম্পায়ার বা কমান্ডো নেই বুঝতে পেরে, 4 এবং 6 মারতে থাকেন ৷ খাড়গেজি নিশ্চয়ই 'অ্যাইসা মওকা ফির কাহা মিলেগা' গানটি শুনেছেন...৷"

আরও পড়ুন:

  1. 'পশ্চিমবঙ্গও চ্যালেঞ্জ করেছে, 40 আসন সুরক্ষিত রাখুন'; মমতার সুরেই খাড়গেকে তোপ মোদির
  2. বেদব্যাস মন্দিরে পুজো দিয়ে ওড়িশায় দ্বিতীয় দিনের ন্যায় যাত্রা শুরু রাহুলের
  3. দেশকে লুটতে দেব না! ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়ে পালটা হুঁশিয়ারি মোদির, এল বাংলার কথাও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.