ETV Bharat / politics

দেশকে লুটতে দেব না! ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়ে পালটা হুঁশিয়ারি মোদির, এল বাংলার কথাও

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 8:03 PM IST

Updated : Feb 5, 2024, 9:20 PM IST

PM Narendra Modi
PM Narendra Modi

PM Narendra Modi: বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বলতে গিয়ে বিরোধীদের চড়া সুরে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিরোধীরা যেখানে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে অভিযোগ করেন, সেই নিয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, বিরোধীরা যতই অভিযোগ করুক দেশকে লুটতে দেব না ৷

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি, এই অভিযোগ প্রায় শোনা যায় বিজেপি বিরোধী দলগুলিতের নেতা-নেত্রীদের মুখে ৷ এই নিয়ে সোমবার পালটা তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘যে যত অভিযোগ করছে করুক, দেশকে লুটতে দেব না ৷ যা লুটে নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে ৷’’

লোকসভায় এখন বাজেট অধিবেশন চলছে ৷ গত বৃহস্পতিবার পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট ৷ তার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল ৷ প্রথা মেনে সবশেষে এ দিন আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে একাধিক ইস্যুতে তিনি বিরোধীদের সমালোচনা করেন ৷ সেখানেই দুর্নীতির প্রসঙ্গ তুলে সরাসরি তোপ দাগেন বিরোধীদের বিরুদ্ধে ৷

প্রধানমন্ত্রীর কথায়, ‘‘ওঁদের সময় এজেন্সি শুধু রাজনৈতিক কারণে ব্যবহার করা হত ৷ এছাড়া তাদের কোনও কাজ করতে দেওয়া হত না ৷’’ এর পর তিনি ইউপিএ ও এনডিএ সরকারের আমলের একটা তুল্যমূল্য বিচার তুলে ধরেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখন দেখুন ওদের সময় কী হয়েছিল ? পিএমএলএ আইনের অধীনে আমরা আগের তুলনায় দ্বিগুন বেশি মামলা দায়ের করেছি ৷ কংগ্রেসের সময় ইডি 5 হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ৷ আমাদের সময় ইডি 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷ দেশের লুট করা সম্পত্তি ফেরত দিতেই হবে ৷’’

তিনি বিভিন্ন নেতার বাড়ি থেকে অর্থ উদ্ধারের প্রসঙ্গ তোলেন ৷ সেই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘অধীরবাবু তো বাংলার, উনি তো নোটের পাহাড় দেখেছেন... ৷’’ এর পর এই নিয়ে সমবেতভাবে বিরোধীদের আক্রমণ করেন ৷ মোদি বলেন, ‘‘...কার কার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, কোন কোন রাজ্যে পাওয়া গিয়েছে ৷ দেশ এই নোটের পাহাড় দেখে দেখে চমকে গিয়েছে ৷ কিন্তু জনতাকে আপনি বোকা বানাতে পারবেন না ৷ জনতা দেখছে ৷’’

এ দিন লোকসভায় প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, ‘‘ইউপিএ আমলে দুর্নীতির যা চর্চা হত, তার মোট পরিমাণ 10- 15 লক্ষ কোটি টাকা ৷ আমরা লক্ষ-কোটি টাকার দুর্নীতি আটকেছি ৷ কিন্তু সব টাকা গরিবদের কল্যাণে ব্যবহার করা হয়েছে ৷’’ পাশাপাশি নাম না করে লালু প্রসাদ যাদবকে নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, একজন অভিযুক্তকে বিরোধীরা সঙ্গে রাখছে, এটা না হয় বোঝা গেল ৷ কিন্তু দোষীপ্রাপ্ত সঙ্গে নিয়ে কেন ঘুরছে বিরোধীরা ?

এই প্রসঙ্গেই বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ ভেস্তে যাওয়া নিয়ে তিনি কটাক্ষ করেছেন ৷ আর আবারও তুলেছেন পরিবারতন্ত্রের প্রসঙ্গ৷ কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল পরিবারতন্ত্রের জন্য শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ৷ অন্যদিকে একই পরিবার থেকে একাধিক যোগ্য যদি রাজনীতিতে আসে, তাতে যে তাঁর কোনও আপত্তি নেই, সেই কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. 370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি
  2. কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর
  3. স্বাধীনতার পর দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি তীর্থস্থানগুলির গুরুত্ব বোঝেনি, কংগ্রেসকে আক্রমণ মোদির
Last Updated :Feb 5, 2024, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.