ETV Bharat / politics

পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সন্দেশখালির অভিযুক্তদের বিরুদ্ধেও পদক্ষেপ, আশ্বাস মন্ত্রী পার্থর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 6:07 PM IST

Updated : Feb 24, 2024, 9:58 PM IST

Partha Bhowmick: পার্থ চট্টোপাধ্যায়ের যখন ব্যবস্থা নেওয়া হয়েছে, সন্দেশখালির অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷ শনিবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে এই আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ অন্যদিকে এ দিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথার বলার পর দমকল মন্ত্রী সুজিত বসু জানান, কেড়ে নেওয়া জমি ফেরত দেওয়া হবে ৷

Sk Shahjahan
Sk Shahjahan

সন্দেশখালুিতে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী

সন্দেশখালি, 24 ফেব্রুয়ারি: চলতি বছরের জানুয়ারির শুরুতে ইডি-র উপর হামলার পর থেকে ‘বেপাত্তা’ সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ৷ তাঁর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল উত্তর 24 পরগনার ওই এলাকা ৷ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ এই পরিস্থিতিতে সন্দেশখালির অভিযুক্তদের নিয়ে বড় বয়ান দিলেন রাজ্য সরকারের সেচমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা পার্থ ভৌমিক ৷

শনিবার তিনি জানান, সন্দেশখালির অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস ৷ যাঁদের জন্য সন্দেশখালির এই পরিস্থিতি, যাঁদের জন্য সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম ৷ তিনি জানিয়েছেন, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্য়ায়কে যদি তৃণমূল তাড়িয়ে দিতে পারে, তাহলে যাঁদের জন্য সন্দেশখালির মানুষ অত্যাচারিত, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

Sujit Basu
সন্দেশখালিতে মন্ত্রী সুজিত বসু৷ শনিবার৷

এ দিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় যান পার্থ ভৌমিক ৷ তাঁর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তাঁরা মানুষের সঙ্গে কথা বলেন ৷ মানুষের অভাব-অভিযোগ শোনেন ৷ পরে সুজিত বসু জানান, এ দিন সকাল থেকে তাঁরা সন্দেশখালির লোকের কথা শুনেছেন ৷ আগামিকাল, রবিবার পার্থ ভৌমিকের সঙ্গে তিনি আবার আসবেন ৷ যাঁদের যাঁদের জমি জোর করে নিয়ে নেওয়া হয়েছে, তাঁদের জমি ফেরতের ব্য়বস্থা করা হচ্ছে ৷ সরকারি আধিকারিকরা তাঁদের সঙ্গে থেকে সব অভিযোগ শুনেছেন ৷ রাজ্যের তরফে শিবিরও করা হবে ৷ সেখানে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন ৷

উল্লেখ্য, জানুয়ারির গোড়ার দিকে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যায় ইডি ৷ সেখানে শাহাজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷ তার পর থেকে শাহজাহানকে আর প্রকাশ্যে দেখা যায়নি ৷ ফেব্রুয়ারির শুরুর দিকে স্থানীয় মহিলারা শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁরা অভিযোগ করেন যে শাহজাহানরা তাঁদের জমি দখল করেছে ৷ নারী নির্যাতনের অভিযোগও উঠেছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ৷

ফলে সন্দেশখালি এখন অগ্নিগর্ভ ৷ শুরুর দিকে 144 ধারা জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ ৷ কিন্তু এখন 144 ধারা জারির পরও কাজ হচ্ছে না বলে অভিযোগ ৷ সম্প্রতি দু-তিনদিন ওই এলাকায় বিভিন্ন গ্রামে বিক্ষোভ হয়েছে ৷ কোথাও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে ৷ কোথাও আবার স্থানীয় তৃণমূল নেতাদের মারধর করা হয়েছে ৷ এ দিন পার্থ-সুজিতদের কাছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা ৷

এদিকে শিবু হাজরা ও উত্তম সরদার গ্রেফতার হয়েছে ৷ শিবু হাজরার দু’টি গণধর্ষণের মামলা হয়েছে ৷ কিন্তু এখনও অধরা শেখ শাহজাহান ৷ কবে তাঁকে গ্রেফতার করা হবে ? সেই প্রশ্নেই আপাতত সরব সন্দেশখালি ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তার দূর্গে সন্দেশখালি, মন্ত্রীদের প্রবেশেও কড়াকড়ি
  2. অগ্নিগর্ভ সন্দেশখালিতে জারি 144 ধারা, চলছে রাজ্য পুলিশের রুটমার্চ
  3. তপ্ত সন্দেশখালি, শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতার পরিবারকে তাড়া ক্ষুদ্ধ গ্রামবাসীদের
Last Updated : Feb 24, 2024, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.