ETV Bharat / politics

ইংরেজবাজারে নেতাজি জয়ন্তীতে একমঞ্চে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম-তৃণমূল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 3:59 PM IST

Updated : Jan 23, 2024, 5:09 PM IST

TMC-CPIM Share Stage
TMC-CPIM Share Stage

TMC-CPIM Share Stage: মঙ্গলবার ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে ইংরেজবাজার পৌরসভার তরফে মালদা শহরের নেতাজি মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দেখা গেল তৃণমূলের কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সিপিএমের সুজন চক্রবর্তীকে ৷

ইংরেজবাজারে নেতাজি জয়ন্তীতে একমঞ্চে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম-তৃণমূল

মালদা, 23 জানুয়ারি: রাজনৈতিক বিভেদ ভুলে একমঞ্চ থেকে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল-সিপিএমের । তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার মঞ্চ থেকেই দেশপ্রেম দিবস নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সুজন চক্রবর্তীর । এ নিয়ে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলে দু’পক্ষের তরফে দাবি করা হলেও লোকসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’র সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে ।

ইংরেজবাজার পৌরসভার তরফে মালদা শহরের নেতাজি মোড়ে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়েছিল । প্রতি বছরের মতো এবছরও সকালে পড়ুয়াদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে । অন্যদিকে, বামফ্রন্টের তরফেও অন্যান্য বছরের মতো দেশপ্রেম দিবস হিসেবে একটি মিছিল বের করা হয় । পৌরসভার তরফে আয়োজিত মিছিল নেতাজি মোড়ে পৌঁছনোর পরপরই বামফ্রন্টের মিছিলও সেখানে পৌঁছয় ।

বামফ্রন্টের তরফেও সেখানে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল । মিছিলে পা মেলাতে দেখে সুজন চক্রবর্তীকে নেতাজির মূর্তিতে মাল্যদান করতে আবেদন করেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী । পরে পৌরসভার মঞ্চ থেকে বক্তব্য রাখেন সুজন । বক্তব্য রাখতে গিয়ে দেশপ্রেম দিবস নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি ।

পরে সুজন চক্রবর্তী বলেন, “আমরা সকলেই নেতাজির ভক্ত । যেভাবে ইংরেজবাজার পৌরসভার সঙ্গে বামফ্রন্ট ও জেলাবাসী নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানান, তা দেখে খুবই ভালো লাগছে । যেহেতু এই অনুষ্ঠান পৌরসভার তরফে আয়োজন করা হয়, সেখানে বামফ্রন্টের পক্ষ থেকেও নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় । আমিও এখানে এসেছি নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে । এই মঞ্চে আমাকে নেতাজি সম্পর্কে বলার জন্য আমন্ত্রণ জানানো হয় । এখানে রাজনৈতিক দলের কোনও বিষয় নেই ।’’

কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, ‘‘তবে 23 জানুয়ারি দেশপ্রেম দিবস যারা ঘোষণা করতে পারে না, তারা 22 জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে । আমাদের রাজ্যে 23 জানুয়ারি ছুটি রয়েছে । তবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে থেকেই ছুটি চলে আসছে । ইন্ডিয়া জোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে । এখানে বিএসএফ, স্কুল, কলেজ, ক্লাব সকলে রয়েছে । এরসঙ্গে ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই ।”

অন্যদিকে ইংরেজবাজারের পৌরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না । তবে প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন । আমাদের অনুষ্ঠান সেই সময় চলছিল । ওঁকে নেতাজির মূর্তিকে মাল্যদান করতে আমন্ত্রণ জানানো আমাদের কর্তব্য । উনি পৌরসভার মঞ্চ থেকেই নেতাজি সম্পর্কে পড়ুয়াদের সামনে কিছু কথা তুলে ধরেছেন ।”

আরও পড়ুন:

  1. নেতাজি-রহস্য উদঘাটন থেকে জাতীয় ছুটি, কেন্দ্রকে আক্রমণ মমতার
  2. 127তম জন্ম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর
  3. বাবরি ধ্বংসের পর জ্যোতি বসুর সরকারকে সহযোগিতার বার্তা দেওয়া নিয়ে মমতার দাবি খারিজ সেলিমের
Last Updated :Jan 23, 2024, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.