ETV Bharat / politics

প্রধানমন্ত্রী ঠিক করবেন কে যেতে পারবেন ? শংকরদেব মন্দিরে প্রবেশে বাধা পেয়ে প্রশ্ন রাহুলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 1:15 PM IST

Rahul Gandhi Stages Dharna After Stopped from Sankaradeva Temple Visit: অসমের নাগাওঁতে সন্ত শ্রীমন্ত শংকরদেব মন্দিরে যেতে বাধা দেওয়া হল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ প্রতিবাদে রাস্তায় ধরনায় বসলেন তিনি ৷ তাঁর অভিযোগ, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক করবেন, কে মন্দিরে যেতে পারবে ৷

ETV BHARAT
ETV BHARAT

নাগাওঁ (অসম), 22 জানুয়ারি: অসমের নাগাওঁয়ে সন্ত শ্রীমন্ত শংকরদেব মন্দিরে যাওয়া পথে বাধা দেওয়া হল রাহুল গান্ধিকে ৷ প্রতিবাদে ধরনায় বসে পড়লেন রাহুল এবং তাঁর সঙ্গে থাকা কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ সেখান থেকে তাঁর কটাক্ষ, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার থেকে সিদ্ধান্ত নেবেন, কে মন্দিরে যেতে পারবেন ৷"

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলছে ৷ সেই সময় মণিপুর থেকে শুরু হওয়া রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' আজ অসমের নাগাওঁতে পৌঁছেছে ৷ সেখানে আজ সকালে অসমের বিখ্যাত সন্ত শ্রীমন্ত শংকরদেবের মন্দির দর্শনে রওনা দেন রাহুল ৷ কিন্তু, রাস্তাতেই রাহুল গান্ধিকে বাধা দেয় অসম পুলিশ ৷ তবে, কেন তাঁকে মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে ? সে নিয়ে কোনও উত্তর প্রশাসনের তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ ৷

  • आज राहुल गांधी जी श्री श्री शंकरदेव सत्र में दर्शन के लिए जाने वाले थे।

    लेकिन, डरी और घबराई हुई हिमंता सरकार ने उन्हें दर्शन करने से रोक दिया।

    देखिए, असम से पूरी ग्राउंड रिपोर्ट 👇🏼 pic.twitter.com/s9f3iuZ9vx

    — Congress (@INCIndia) January 22, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে মন্দিরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে রাহুলকে কথাও বলতে শোনা যায় ৷ তিনি প্রশ্ন করেন, "কী সমস্যা ভাই ? আমি কি এগিয়ে গিয়ে ব্যারিকেডগুলি দেখতে পারি ? আমি কী ভুল করলাম, যে আমাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ?" উল্লেখ্য, অসমের বটদ্রাভা থান হল সন্ত শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান ৷ সেখানেই দর্শনে গিয়েছিলেন রাহুল ৷

তাঁকে বাধা দেওয়ার বিষয়ে রাহুল বলেন, "আমরা মন্দিরে যাওয়ার চেষ্টা করেছিলাম ৷ আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু, এখন বলা হচ্ছে, আমরা দর্শন করতে পারব না ৷ তবে, আমরা জোর করে কিছু করব না ৷ আমরা আমাদের যাত্রা চালু রাখব ৷ আমরা তাদের কারণ জিজ্ঞেস করেছি ৷ আমরা কারও কোনও সমস্যা করতে আসিনি ৷ আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷"

আমন্ত্রণ জানানোর পরেও, মন্দিরে প্রবেশ করতে না দেওয়ায় প্রতিবাদে রাস্তায় বসে ধরনা শুরু করেন রাহুল গান্ধি ৷ 8টা 15 মিনিট থেকে মন্দিরের কিছু দূরে হাইবোরগাওঁ অঞ্চলে রাস্তায় ধরনায় বসেছেন রাহুল ৷ এ নিয়ে কংগ্রেসের তরফে তাদের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োতে বলা হয়েছে, রাহুল গান্ধিকে বটদ্রাভা থানে যেতে দেওয়া হয়নি ৷ কিন্তু, তিনি সেখানেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন মন্দিরে প্রবেশ করার অনুমতির জন্য ৷ কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, রবিবার রাতেই খবর পাওয়া গিয়েছিল যে, রাহুল গান্ধিকে অসমের কোনও পবিত্র স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ তবে, এর কোনও কারণ জানায়নি অসম প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি
  2. রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের
  3. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি

নাগাওঁ (অসম), 22 জানুয়ারি: অসমের নাগাওঁয়ে সন্ত শ্রীমন্ত শংকরদেব মন্দিরে যাওয়া পথে বাধা দেওয়া হল রাহুল গান্ধিকে ৷ প্রতিবাদে ধরনায় বসে পড়লেন রাহুল এবং তাঁর সঙ্গে থাকা কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ সেখান থেকে তাঁর কটাক্ষ, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার থেকে সিদ্ধান্ত নেবেন, কে মন্দিরে যেতে পারবেন ৷"

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলছে ৷ সেই সময় মণিপুর থেকে শুরু হওয়া রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' আজ অসমের নাগাওঁতে পৌঁছেছে ৷ সেখানে আজ সকালে অসমের বিখ্যাত সন্ত শ্রীমন্ত শংকরদেবের মন্দির দর্শনে রওনা দেন রাহুল ৷ কিন্তু, রাস্তাতেই রাহুল গান্ধিকে বাধা দেয় অসম পুলিশ ৷ তবে, কেন তাঁকে মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে ? সে নিয়ে কোনও উত্তর প্রশাসনের তরফে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ ৷

  • आज राहुल गांधी जी श्री श्री शंकरदेव सत्र में दर्शन के लिए जाने वाले थे।

    लेकिन, डरी और घबराई हुई हिमंता सरकार ने उन्हें दर्शन करने से रोक दिया।

    देखिए, असम से पूरी ग्राउंड रिपोर्ट 👇🏼 pic.twitter.com/s9f3iuZ9vx

    — Congress (@INCIndia) January 22, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ নিয়ে মন্দিরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে রাহুলকে কথাও বলতে শোনা যায় ৷ তিনি প্রশ্ন করেন, "কী সমস্যা ভাই ? আমি কি এগিয়ে গিয়ে ব্যারিকেডগুলি দেখতে পারি ? আমি কী ভুল করলাম, যে আমাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ?" উল্লেখ্য, অসমের বটদ্রাভা থান হল সন্ত শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান ৷ সেখানেই দর্শনে গিয়েছিলেন রাহুল ৷

তাঁকে বাধা দেওয়ার বিষয়ে রাহুল বলেন, "আমরা মন্দিরে যাওয়ার চেষ্টা করেছিলাম ৷ আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু, এখন বলা হচ্ছে, আমরা দর্শন করতে পারব না ৷ তবে, আমরা জোর করে কিছু করব না ৷ আমরা আমাদের যাত্রা চালু রাখব ৷ আমরা তাদের কারণ জিজ্ঞেস করেছি ৷ আমরা কারও কোনও সমস্যা করতে আসিনি ৷ আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷"

আমন্ত্রণ জানানোর পরেও, মন্দিরে প্রবেশ করতে না দেওয়ায় প্রতিবাদে রাস্তায় বসে ধরনা শুরু করেন রাহুল গান্ধি ৷ 8টা 15 মিনিট থেকে মন্দিরের কিছু দূরে হাইবোরগাওঁ অঞ্চলে রাস্তায় ধরনায় বসেছেন রাহুল ৷ এ নিয়ে কংগ্রেসের তরফে তাদের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োতে বলা হয়েছে, রাহুল গান্ধিকে বটদ্রাভা থানে যেতে দেওয়া হয়নি ৷ কিন্তু, তিনি সেখানেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন মন্দিরে প্রবেশ করার অনুমতির জন্য ৷ কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, রবিবার রাতেই খবর পাওয়া গিয়েছিল যে, রাহুল গান্ধিকে অসমের কোনও পবিত্র স্থানে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ তবে, এর কোনও কারণ জানায়নি অসম প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি
  2. রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের
  3. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.