ETV Bharat / state

রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 10:14 AM IST

Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সরগরম রাজ্য ৷ এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সহনশীল থাকার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Etv Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 22 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে ৷ এইদিন রাজ্যের মানুষকে সহনশীল হওয়ার আবেদন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবার রাজভবনের তরফে এক বিবৃতি দিয়ে রাজ্যপালের এই আবেদনের বিষয়ে জানানো হয়েছে । একই সঙ্গে বঙ্গবাসীকে ভুল তথ্য থেকে দূরে থাকার আহ্বানও জানানো হয়েছে ।

রবিবার রাজভবন থেকে পাঠানো বার্তায় রাজ্যপাল বলেছেন, "পশ্চিমবঙ্গের ভাই ও বোনদের কাছে আবেদন 22 জানুয়ারি, 2024-এ দেশ স্মরণীয় ঘটনার সাক্ষী থাকবে । যা তার নীতির সঙ্গে জটিলভাবে যুক্ত । বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটবে । এই বিশেষ দিনে যখন আমরা আমাদের জাতিসত্ত্বার সারমর্মকে এর মহান ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ় সংযোগের মাধ্যমে পুনরায় সংজ্ঞায়িত করি, তখন আসুন আমরা আবারও আমাদের মাতৃভূমির গৌরব ও মহিমা ভাগ করে নেওয়ার সংকল্প করি । আমি আমার বাংলার ভাই-বোনদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটিকে মাধুর্য ও আলোকময় করে তোলার আহ্বান জানাই । বন্ধুরা, আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি এবং ভুল তথ্যের শিকার হবেন না । আইন আপনার পক্ষে আছে । সামাজিক সংহতিকে উন্নীত করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে ।"

এই গোটা সংবাদ বিবৃতিতে একবারও রাম মন্দির বা রাম মন্দির উদ্বোধনের কথা বলা হয়নি । তবে, রাম মন্দির উদ্বোধনের দিনটি স্মরণ করে রাখতেই এই উদ্যোগ বলে অভিজ্ঞমহল মনে করছে । এদিকে রবিবার এক অনুষ্ঠানে রাজ্যপাল রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গ টানেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন । তিনি বলেন, "নরেন্দ্র মোদির আমলে শ্রী রামের স্থাপনা হচ্ছে । নয়া ভারত দুর্নীতিগ্রস্ত, দেশ বিরোধীদের এবং জঙ্গিদের থেকে মুক্ত করা হচ্ছে । ভারতে নরেন্দ্র মোদি নেতৃত্বে এক বড় পরিবর্তন এসেছে । তিনি মানব সেবার জন্য কাজ করে চলেছেন ।"

আরও পড়ুন :

  1. রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের
  2. রাম মন্দির উদ্বোধনে ছুটি, নেতাজির জন্মদিনে পরীক্ষা; আক্ষেপ বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যাপকদের
  3. রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.