ETV Bharat / politics

‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-র পথে নীতীশ, রবিবারই শপথের সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 3:30 PM IST

Updated : Jan 27, 2024, 3:41 PM IST

Bihar Political Crisis: শনিবারও বিহারে রাজনৈতিক তৎপরতা অব্যাহত ৷ সবপক্ষই দফায় দফায় নিজেদের বৈঠক সারছেন ৷ ইতিমধ্যে সূত্র মারফত জানা গিয়েছে যে রবিবার মহাজোটের সরকার থেকে ইস্তফা দেবেন নীতীশ কুমার ৷ কয়েকঘণ্টা পর আবার তিনি বিজেপির জোটসঙ্গী হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ৷

Nitish Kumar
Nitish Kumar

পটনা, 27 জানুয়ারি: কোন দিকে নীতীশ কুমার ? সরকারিভাবে তিনি এখনও ‘ইন্ডিয়া’য় রয়েছেন ৷ কিন্তু বিজেপি বিরোধী এই জোট থেকে তিনি কি মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাত মিলিয়ে তিনি কি আবার এনডিএ জোটে সামিল হতে চলেছেন ?

প্রশ্ন অনেক৷ কিন্তু উত্তর ! পুরোটাই ঢেকে আছে ধোঁয়াশার মেঘে ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ‘পালটি খাওয়া’ নিয়ে যে জল্পনা বৃহস্পতিবার বিকেলের পর থেকে ক্রমশ বাড়তে শুরু করে, তা এখনও অব্যাহত ৷ কোনও পক্ষই স্পষ্টভাবে কিছু বলতে নারাজ ৷ তবে শুক্রবারের মতো শনিবারও বিহারের রাজনীতি নিয়ে রাজনৈতিক তৎপরতা চরমে রয়েছে ৷

পটনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিহারে জেডিইউ-আরজেডি-কংগ্রেসের মহাজোট শনিবারই ভাঙছে ৷ এ দিন পটনায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ বৈঠকের পর বিধায়করা মিছিল করে রাজভবনে যাবেন ৷ সেখানেই আপাতত পূর্ণচ্ছেদ পড়তে পারে নীতীশ-লালুর সম্পর্কে ৷

এটা যদি সত্যি হয়, তাহলে কি আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে ফের বিহারের সরকার গড়ার দাবি জানাবেন নীতীশ কুমার ? সূত্রের খবর অনুযায়ী, এ দিনই সেই সম্ভাবনা কম৷ আগামিকাল, রবিবার সকাল 10টা মুখ্যমন্ত্রীর বাসভবনে দলের বিধায়কদের ডেকেছেন নীতীশ কুমার ৷ সেই বৈঠকের পর বেলা 12টা নাগাদ তিনি ইস্তফা দিতে পারেন ৷ তার পর বিকেল 4টে নাগাদ রাজভবনে নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷

নীতীশের মহাজোট ত্যাগ ও এনডিএ-তে সামিল হওয়ার বিষয়টি চূড়ান্ত যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখনও কেন ধোঁয়াশা রয়েছে ? এই প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া না গেলেও মনে করা হচ্ছে বিজেপির সমর্থনের বিষয়টি লিখিত ভাবে পাওয়ার অপেক্ষা করছেন নীতীশ কুমার ৷ সেই সমর্থন এলে তবেই তিনি জেডিইউ বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন ৷ সূত্রের খবর, আজ রাতের মধ্যেই নীতীশ কুমারের কাছে বিজেপির সমর্থনপত্র চলে যাবে ৷

তার আগে এ দিন জেডিইউ-এর শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার ৷ সেই বৈঠকে অশোক চৌধুরি, বিজয় চৌধুরি, সঞ্জয় ঝা, লালন সিং (রাজীব রঞ্জন সিং) উপস্থিত ছিলেন ৷ অন্যদিকে পটনায় কোর কমিটির বৈঠক করছে বিজেপি ৷ বিকেল চারটের সময় বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে পটনায় ৷ মনে করা হচ্ছে, সেখানেই সমর্থনপত্রের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে ৷

এখন প্রশ্ন হল, নীতীশ কুমার যেভাবে রাজনৈতিক সঙ্গী বদল করেন, তাতে বিজেপির অন্দরে তাঁর সঙ্গী হওয়া নিয়ে কোনও সব সহমত তো ? এখন যাঁরা বিজেপির জোটসঙ্গী, তাঁরা কি নীতীশকে স্বাগত জানাতে প্রস্তুত ? এর উত্তর অধরা থাকলেও বিজেপির তরফে বর্তমান শরিকদের সঙ্গে আলোচনায় তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ৷ বিহারে বিজেপি সভাপতি সম্রাট চৌধুরি এ দিনই হ্যামের নেতা জিতিন রাম মাঞ্ঝির সঙ্গে বৈঠক করেন ৷ নয়াদিল্লিতে নিজের বাসভবনে এলজেপি (রামবিলাস)-এর নেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ ৷ সেই বৈঠকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন ৷

পরে চিরাগ বলেন, "এখন বিহারে কী ঘটছে, তা জানা গুরুত্বপূর্ণ ছিল । এই ইস্যুতে, আমি আজ অমিত শাহ ও জেপি নাড্ডাজির সঙ্গে বৈঠক করেছি । বিহার নিয়ে আমি আমার উদ্বেগ তাঁদের কাছে বলেছি । তাঁরা বিভিন্ন বিষয়ে আশ্বাস দিয়েছেন । পরিস্থিতি জোটের ব্যাপারে খুবই ইতিবাচক । আগামিদিনে পরিস্থিতি আরও স্পষ্ট হবে এবং তার পরে আমাদের দল অবস্থান নেবে । আমরা এখনও এনডিএ-র অংশ ।"

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং, যিনি নীতীশের সবচেয়ে বড় সমালোচক, তিনি বলেছেন, "আমরা 2025 সালে বিহারে সরকার গঠন করব । বিহারের মানুষ 2024 সালে লোকসভায় এবং 2025 সালে বিহারে বিজেপিকে ভোট দেবেন । আমি শুধু রাজ্যে কী ঘটছে, তা পর্যবেক্ষণ করছি... ৷"

এদিকে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখেছে কংগ্রেস ৷ এই পরিস্থিতির মধ্যেই বিহারে কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কংগ্রেসও ভাঙতে পারে বলে যে জল্পনা চলছে, তার প্রেক্ষিতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যদিও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নীতীশের ‘ইন্ডিয়া’ ছাড়ার বিষয়টি অস্বীকার করেছেন ৷ তাঁর কাছে এই নিয়ে কোনও খবর নেই বলে জানিয়েছেন ৷

যদিও একটি সূত্রের খবর, আগামী 30 জানুয়ারি বিহারে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ অস্বীকার করেছেন নীতীশ ৷ তাছাড়া নীতীশের দলের সিনিয়র নেতা কেসি ত্যাগী শনিবার জানিয়েছেন, কংগ্রেসের মনোভাবের জন্যই ‘ইন্ডিয়া’ ভাঙনের মুখে চলে এসেছে ৷ তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নীতীশ কুমারের ‘ইন্ডিয়া’ ছেড়ে এনডিএ-তে যাওয়ার সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনার মাঝেই বিহারে আমলাদের রদবদল
  2. 'জল্পনা খণ্ডন করার অনুরোধ করছি', দলবদল নিয়ে নীতীশকে পরামর্শ আরজেডি সাংসদের
  3. রাজভবনে নীতীশের পাশে নেই তেজস্বী, 'দরজা সবসময় খোলা'; জল্পনা বাড়ালেন সুশীল
Last Updated : Jan 27, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.