ETV Bharat / bharat

'জল্পনা খণ্ডন করার অনুরোধ করছি', দলবদল নিয়ে নীতীশকে পরামর্শ আরজেডি সাংসদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 6:07 PM IST

Manoj Jha on Bihar CM crossing over to NDA again: বিজেপির সমর্থনে সপ্তমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। এমনও জল্পনা রয়েছে যে তিনি শুক্রবার রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন ৷ আরজেডি এবং কংগ্রেসের দিকে মুখ ফিরিয়ে এনডিএ-কে সমর্থন ঘোষণা করতে পারেন বলেও জল্পনা তীব্র হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রধান জেডিইউ মিত্র এবং বিহার সরকারের অংশ জিতন রাম মাজিও দাবি করেছেন যে, নীতীশ ফের দল বদলের জন্য প্রস্তুত।

Etv Bharat
Etv Bharat

পটনা, 26 জানুয়ারি: সমস্ত রাজনৈতিক আন্দোলনের সঙ্গে নীতীশ কুমারের আনুগত্য বদলানোর জল্পনাকে আরও একবার উড়িয়ে দিয়ে, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাংসদ মনোজ ঝা নীতীশকে সমর্থন করেছেন ৷ একই সঙ্গে, বিহারের মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব বিভ্রান্তি দূর করার জন্য অনুরোধও করেছেন মনোজ ঝা।

শুক্রবার মনোজ ঝা বলেন, "আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এই বিভ্রান্তি নিরসনের জন্য অনুরোধ করছি ৷ আরজেডি কখনও এমন 'খেলা' করেনি। আমি নিশ্চিত যে নীতীশ কুমার এই জল্পনা এবং সন্দেহকে খণ্ডন করবেন ৷" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে রসায়ন এবং কাজের নৈতিকতা প্রশংসনীয়। কিছুই পরিবর্তন হবে না এবং ইন্ডিয়া জোট বিজেপিকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলতে পারবেই ৷ এই কারণেই 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরেও, তারা (বিজেপি) জানে যে বিহারের 'বহুজন' সম্প্রদায় এখনও বিজেপিকে বিশ্বাস করে না। এই কারণেই একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। ঠিক আছে, আরজেডি এবং জেডিইউ-এর মধ্যে সব ঠিক আছে ৷"

অন্যদিকে, সূত্রের দাবি, রবিবার বিজেপির সমর্থনে সপ্তমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। এমনও জল্পনা রয়েছে যে তিনি শুক্রবার রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন ৷ আরজেডি এবং কংগ্রেসের দিকে মুখ ফিরিয়ে এনডিএ-কে সমর্থন ঘোষণা করতে পারেন বলেও জল্পনা তীব্র হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রধান জেডিইউ মিত্র এবং বিহার সরকারের অংশ জিতন রাম মাজিও দাবি করেছেন যে, নীতীশ ফের দল বদলের জন্য প্রস্তুত।

জিতনরাম বলেন, "বিহারের রাজনৈতিক পরিবেশ নিয়ে বেশি কিছু বলার নেই। আপনারা সবাই এটা দেখছেন। পরিবার কেন্দ্রীক রাজনীতি নিয়ে নীতীশ কুমারের বক্তব্য কংগ্রেস ও আরজেডির দিকে পরিচালিত হয়েছিল। এই পরিস্থিতিতে, আপনি কি মনে করেন তারা ঐক্যবদ্ধ থাকবে ?" অন্যদিকে, নীতীশের দলবদলের জল্পনার মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "আমরা আশা করি নীতীশ কুমার এনডিএতে যাবেন না। তিনি ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবেন।"

আরও পড়ুন:

সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রাজভবনে নীতীশের পাশে নেই তেজস্বী, 'দরজা সবসময় খোলা'; জল্পনা বাড়ালেন সুশীল

ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.