ETV Bharat / politics

বিরোধী শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ কেজরিওয়ালের

author img

By PTI

Published : Feb 8, 2024, 4:06 PM IST

Arvind Kejriwal
Arvind Kejriwal

Arvind Kejriwal: দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রের বিরুদ্ধে ধরনা দেয় কেরালা সরকার ৷ সেখানে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই সমাবেশ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন আম আদমি পার্টির আহ্বায়ক ৷ তাঁর অভিযোগ, বিরোধী শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: বিরোধী দলের সরকারগুলির বিরুদ্ধে যুদ্ধ করছে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর অভিযোগ, "বিরোধী দলগুলির নেতৃত্বাধীন সরকারগুলি দেশের 70 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে ৷ বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে ৷ তারা আমাদের সঙ্গে ভারত-পাকিস্তান পরিস্থিতি তৈরি করেছে ৷ কেন্দ্র বিরোধীদের হয়রানি করার সমস্ত কৌশল ব্যবহার করছে ৷"

বৃহস্পতিবার কেরালার এলডিএফ সরকারের তরফে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ সভা করা হয় ৷ সেই প্রতিবাদ সভায় হাজির ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ সেখানে হাজির হয়ে কেন্দ্রকে নিশানা করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর আরও অভিযোগ, কেন্দ্র-রাজ্য সরকারগুলিকে টাকা দিচ্ছে না ৷ রাজ্য সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করার জন্য রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নরদের ব্যবহার করছে ৷

তিনি আরও বলেন, "আমি এখানে দুই কোটি মানুষের অধিকার চাইতে এসেছি । আপনারা আমাদের ফান্ড না দিলে আমরা রাস্তাঘাট বানাব কিভাবে, বিদ্যুৎ দেব কিভাবে, উন্নয়নের কাজ করব কিভাবে ? জনগণের অধিকার কিভাবে ছিনিয়ে নেবেন ?" একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে তাঁরা মানুষের টাকা চাইছেন ৷ নিজেদের পরিবারের সদস্যদের জন্য কিছু চাইছেন না ৷

পঞ্জাবের উদাহরণ টেনে তিনি দাবি করেন, গ্রামীণ উন্নয়নের টাকার জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে ৷ শুনানির দিন ধার্য হতেই কেন্দ্রীয় সরকারের তরফে আলোচনায় বসার প্রস্তাব আসে ৷ দিল্লির মানুষ বছরে 2 লক্ষ কোটি টাকার কর দেন ৷ অথচ দিল্লির জন্য বরাদ্দ মাত্র 325 কোটি টাকা ৷ এই নিয়ে কেজরিওয়ালের কটাক্ষ, ‘‘100 বছরে ব্রিটিশরাও দেশকে এভাবে লুট করেনি ।’’

কেজরিওয়ালের আরও অভিযোগ, বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে । ইডি এখন কেন্দ্রীয় সরকারের নতুন অস্ত্র বলে তাঁর দাবি ৷ তিনি হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রসঙ্গ টেনে আনেন ৷ পিনারাই বিজয়ন বা এমকে স্ট্যালিনের সরকার ফেলতে তাঁদেরও গ্রেফতার করা হতে পারে ৷

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমি বিজেপিকে বলতে চাই অহংকারী না হতে । সময় বদলে যেতে পারে । একটা সময় আসতে পারে, যখন আমরা ক্ষমতায় থাকব এবং আপনি থাকবেন বিরোধী দলে এবং একই আইন আপনাকে বিরক্ত করতে পারে ।" ওই প্রতিবাদ কর্মসূচিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত ছিলেন ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে তাঁকে গ্রেফতার করতে চায় বিজেপি, দাবি কেজরির
  2. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল
  3. 'চব্বিশের নির্বাচনে বিজেপিকে হারানো দেশপ্রেমের কাজ', মন্তব্য কেজরিওয়ালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.