ETV Bharat / international

হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত লড়াই চলবে, আন্তর্জাতিক আদালতের রায়ের পর বার্তা নেতানিয়াহুর

author img

By PTI

Published : Jan 28, 2024, 4:42 PM IST

Israeli Prime Minister Benjamin Netanyahu: আন্তর্জাতিক আদালতের রায় প্রসঙ্গে মুখ খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ তিনি জানান, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত লড়াই চলবে।

Benjamin Netanyahu
বেনজামিন নেতানিয়াহু

রাফাহ (গাজা স্ট্রিপ), 27 জানুয়ারি: আন্তর্জাতিক আদালতের রায়ের পর কিছুটা হলেও পিছু হটলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ আন্তর্জাতিক আদালত সেনা অভিযানে গাজায় মৃত্যু এবং ধ্বংসের হার কমিয়ে আনার পক্ষে রায় দিয়েছে ৷ এই রায়ের পরেই কিছুটা ব্যারফুটে নেতানিয়াহু ৷ তিনি ঘোষণা করেছেন, "আমাদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব এবং কাজ করব। সম্পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত গাজার উপর চাপ সৃষ্টি করে যাব ।" গাজার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, "শনিবারের শুরুতে একটি বিমান হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই ঘটনায় তিন প্যালেস্তাইনবাসীর প্রাণ গিয়েছে ৷" তবে ইজরায়েলের সেনাবাহিনী বলেছে, "দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে তারা এই হামলা চালায় ।"

ইজরায়েলের সেনাবাহিনী এখন তদন্তের অধীনে রয়েছে ৷ জাতিসংঘের শীর্ষ আদালত ইজরায়েলকে এক মাসের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে । শুক্রবার আদালত যুদ্ধবিরতির পক্ষে কোনও নির্দেশ দেয়নি ৷ তবে আদালত গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় 4 মাসের যুদ্ধে ইজরায়েলের আচরণের আংশিক তিরস্কার করেছে ।

স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের দাবি, ইজরায়েল-হামাস যুদ্ধ 26 হাজারেরও বেশি প্যালেস্তাইনীদেরকে হত্যা করা হয়েছে ৷ গাজার বিশাল অংশ ধ্বংস হয়েছে। তাছাড়া 2.3 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 85 শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন । দক্ষিণ ইজরায়েলে হামাসের হামলায় প্রায় 1 হাজার 200 জন নিহত হন। তাঁদের বেশিরভাগই সাধারণ নাগরিক। এর পাশাপাশি, প্রায় 250 জনকে বন্দি করা হয় । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত দিনে অন্তত 174 প্যালেস্তাইনী নিহত হয়েছেন ।

আরও পড়ুন:

  1. শুনানির আগেই গাজায় দখলদারি নিয়ে অনিচ্ছা প্রকাশ নেতানিয়াহুর!
  2. গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল? শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক আদালত
  3. ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা, প্রাণ গিয়েছে 16 হাজারের; দাবি রাষ্ট্রসংঘের

রাফাহ (গাজা স্ট্রিপ), 27 জানুয়ারি: আন্তর্জাতিক আদালতের রায়ের পর কিছুটা হলেও পিছু হটলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷ গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ আন্তর্জাতিক আদালত সেনা অভিযানে গাজায় মৃত্যু এবং ধ্বংসের হার কমিয়ে আনার পক্ষে রায় দিয়েছে ৷ এই রায়ের পরেই কিছুটা ব্যারফুটে নেতানিয়াহু ৷ তিনি ঘোষণা করেছেন, "আমাদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব এবং কাজ করব। সম্পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত গাজার উপর চাপ সৃষ্টি করে যাব ।" গাজার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, "শনিবারের শুরুতে একটি বিমান হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই ঘটনায় তিন প্যালেস্তাইনবাসীর প্রাণ গিয়েছে ৷" তবে ইজরায়েলের সেনাবাহিনী বলেছে, "দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে তারা এই হামলা চালায় ।"

ইজরায়েলের সেনাবাহিনী এখন তদন্তের অধীনে রয়েছে ৷ জাতিসংঘের শীর্ষ আদালত ইজরায়েলকে এক মাসের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছে । শুক্রবার আদালত যুদ্ধবিরতির পক্ষে কোনও নির্দেশ দেয়নি ৷ তবে আদালত গাজায় হামাসের বিরুদ্ধে প্রায় 4 মাসের যুদ্ধে ইজরায়েলের আচরণের আংশিক তিরস্কার করেছে ।

স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের দাবি, ইজরায়েল-হামাস যুদ্ধ 26 হাজারেরও বেশি প্যালেস্তাইনীদেরকে হত্যা করা হয়েছে ৷ গাজার বিশাল অংশ ধ্বংস হয়েছে। তাছাড়া 2.3 মিলিয়ন মানুষের মধ্যে প্রায় 85 শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন । দক্ষিণ ইজরায়েলে হামাসের হামলায় প্রায় 1 হাজার 200 জন নিহত হন। তাঁদের বেশিরভাগই সাধারণ নাগরিক। এর পাশাপাশি, প্রায় 250 জনকে বন্দি করা হয় । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত দিনে অন্তত 174 প্যালেস্তাইনী নিহত হয়েছেন ।

আরও পড়ুন:

  1. শুনানির আগেই গাজায় দখলদারি নিয়ে অনিচ্ছা প্রকাশ নেতানিয়াহুর!
  2. গাজায় গণহত্যা চালিয়েছে ইজরায়েল? শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক আদালত
  3. ইজরায়েল-হামাস যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা, প্রাণ গিয়েছে 16 হাজারের; দাবি রাষ্ট্রসংঘের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.