ETV Bharat / international

সোমালিয়ায় জলদস্যুদের কবলে জাহাজ ! 19 পাকিস্তানি নাগরিককে উদ্ধার ভারতীয় নৌসেনার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 10:53 AM IST

Updated : Jan 30, 2024, 11:56 AM IST

Indian Navy rescue Pakistani nationals: সোমালিয়ায় জলদস্যুরা একটি মাছ ধরার জাহাজে হামলা চালায় ৷ তারা জাহাজের কর্মীদের পণবন্দিও করে ৷ এর মধ্যে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল ভারতীয় নৌসেনা ৷

ETV BHarat
সোমালিয়া জলদস্যুদের হাত থেকে পাকিস্তানি নাগরিকদের উদ্ধার করল ভারতীয় নৌসেনা

নয়াদিল্লি, 30 জানুয়ারি: জলদস্যুদের হাত থেকে পাকিস্তানি নাগরিকদের উদ্ধার করল ভারত ৷ সোমালিয়ার পূর্ব উপকূলে একটি জাহাজ দখলের চেষ্টা করে জলদস্যুরা ৷ ওই জাহাজটিতে ইরানের পতাকা লাগানো ছিল ৷ ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সোমালিয়ার পূর্ব উপকূল থেকে আল নাইমি নামের ওই জাহাজটিকে সোমবার উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী ৷ 24 ঘণ্টার মধ্যে এটি ভারতীয় নৌসেনার দ্বিতীয় সফল উদ্ধার অভিযান ৷

ওই জাহাজটি মাছ ধরার জন্য ব্যবহৃত হয় ৷ জাহাজে 19 জন কর্মী ছিলেন ৷ তাঁরা সবাই পাকিস্তানি নাগরিক ৷ সবাইকে সফলভাবে উদ্ধার করা হয়েছে ৷ জাহাজটি ভারতের কেরলের কোচি উপকূল থেকে 800 মাইল দূরে ছিল বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ৷

এর আগে আরও একটি ইরানি জাহাজকে দস্যুদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় নৌসেনার আইএনএস সুমিত্রা ৷ আল নাইমিকে উদ্ধারের আগে এফভি ইমন নামের আরেকটি জাহাজে দস্যু-দমন অভিযান চালায় ভারতীয় নৌসেনা ৷ এই জাহাজটিতেও সোমালিয়া দস্যুরা কবজা করার চেষ্টা করছিল ৷ এতে 17 জন ইরানি নাগরিক ছিল ৷ তাদের সবাইকে উদ্ধার করেছে নৌবাহিনী ৷ এই জাহাজটি কোচি থেকে 700 নটিকাল মাইল পশ্চিমে আরব সাগরে অবস্থান করছিল ৷ ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে দু'টি ঘটনাই জানানো হয়েছে ৷

Somalia pirates captivate vessel
সোমালিয়ায় জলদস্যুদের কবলে ইরানি জাহাজ

এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে লাইবেরিয়ার একটি জাহাজকে রক্ষা করে ভারতীয় নৌবাহিনী ৷ এমভি লীলা নরফককে উদ্ধার করে ভারতীয় নৌসেনা ৷ সোমালিয়া উপকূল জলদস্যুপ্রবণ এলাকা বলেই পরিচিত ৷ 18 জানুয়ারি ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনমও একটি জাহাজ উদ্ধার অভিযানে নামে ৷

আরও পড়ুন:

  1. আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ হাইজ্যাকের চেষ্টা, ঘটনাস্থলে পৌঁছে লড়াই শুরু ভারতীয় নৌসেনার
  2. আন্তর্জাতিক জল-সীমানায় তামিলনাড়ুর 6 মৎসজীবীকে আটক শ্রীলঙ্কার নৌবাহিনীর, চলতি বছরে গ্রেফতার 220
  3. সোমালিয়ায় অপহৃত মালবাহী জাহাজে 15 ভারতীয়, নজর রাখছে নৌসেনা
Last Updated : Jan 30, 2024, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.