ETV Bharat / international

কাবুলে তালিবান সরকারের আঞ্চলিক সহযোগিতার সম্মেলন, যোগ দিল ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 2:13 PM IST

Taliban in Kabul: আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত ৷ এদিকে কাবুলে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক একটি সম্মেলনে যোগ দিলেন ভারতীয় কূটনীতিক ৷

ETV Bharat
আফগানিস্তানের কাবুলে আয়োজিত সম্মেলনে ভারত

নয়াদিল্লি, 30 জানুয়ারি: আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে একটি সম্মেলন আয়োজন করেছিল তালিবান প্রশাসন ৷ তাতে 10টি দেশ অংশ নেয় ৷ আফগান মিডিয়া সূত্রে খবর, সেই দেশগুলির মধ্য়ে অন্যতম ছিল ভারত ৷ রিজিওনাল কোঅপারেশন ইনিশিয়েটিভ শীর্ষক এই সম্মেলনে তালিবান প্রশাসনের পক্ষ থেকে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি উপস্থিত ছিলেন ৷

2021 সালের 15 অগস্ট কাবুল দখল করে তালিবানরা ৷ পরে আফগানিস্তানে তালিবান সরকার গঠিত হয় ৷ তবে ভারত-সহ বেশ কিছু দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়নি ৷ এমনকী ভারত সরকারের সঙ্গে তালিবান প্রশাসনের সম্পর্কও তলানিতে ঠেকেছে বলেই জানা যায় ৷ এর ফলে গত বছরের অক্টোবরে ভারতে আফগানিস্তানের দূতাবাসটিও বন্ধ হয়ে গিয়েছে ৷

এর মধ্যে সোমবার তালিবানের ডাকা সম্মেলনে ভারতের যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ৷ আফগানিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত ছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিল কাজাখস্তান, তুর্কি, রাশিয়া, চিন, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইন্দোনেশিয়া এবং কিরগিজস্তান ৷ তালিবান সরকারের আঞ্চলিক সহযোগিতার সম্মেলনে রাশিয়ার তরফে উপস্থিত ছিলেন জামির কাবুলভ ৷

তালিবান বিদেশ মন্ত্রকের তরফে মন্ত্রী মুত্তাকি একটি বিবৃতি জারি করে জানান, আফগানিস্তানের সঙ্গে এই দেশগুলি আঞ্চলিক বিষয়ে আলোচনায় বসুক, যাতে আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক আরও সদর্থক হয়ে ওঠে ৷ তবে ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷

26 জানুয়ারি আরব আমির শাহির আবু ধাবিতে সাধারণতন্ত্র দিবসের উদযাপনী অনুষ্ঠান ছিল ৷ সেখানে আরব আমির শাহির ভারতীয় দূতাবাসের তরফে উপসাগরীয় দেশগুলির দায়িত্বে থাকা আফিগানিস্তানের শীর্ষ কূটনীতিক বদরুদ্দিন হাক্কানিকে আমন্ত্রণ জানানো হয় ৷ বিদেশমন্ত্রী মুত্তাকি জানান, আঞ্চলিক সহযোগিতার ফলে আফগানিস্তানের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেগুলি তুলে নেওয়া হতে পারে ৷

আরও পড়ুন:

  1. আফগানিস্তানে 6 যাত্রী-সহ রুশ বিমান ভেঙে পড়ল, দুর্ঘটনার কারণ নিয়ে সংশয়
  2. সত্যি হল জল্পনা! কূটনৈতিক সমর্থনের অভাবে বন্ধ ভারতে আফগানিস্তানের দূতাবাস
  3. 95 শতাংশ কমেছে আফিম চাষ, ধাক্কা খাবে অর্থনীতি; অনুমান রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি, 30 জানুয়ারি: আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে একটি সম্মেলন আয়োজন করেছিল তালিবান প্রশাসন ৷ তাতে 10টি দেশ অংশ নেয় ৷ আফগান মিডিয়া সূত্রে খবর, সেই দেশগুলির মধ্য়ে অন্যতম ছিল ভারত ৷ রিজিওনাল কোঅপারেশন ইনিশিয়েটিভ শীর্ষক এই সম্মেলনে তালিবান প্রশাসনের পক্ষ থেকে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি উপস্থিত ছিলেন ৷

2021 সালের 15 অগস্ট কাবুল দখল করে তালিবানরা ৷ পরে আফগানিস্তানে তালিবান সরকার গঠিত হয় ৷ তবে ভারত-সহ বেশ কিছু দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়নি ৷ এমনকী ভারত সরকারের সঙ্গে তালিবান প্রশাসনের সম্পর্কও তলানিতে ঠেকেছে বলেই জানা যায় ৷ এর ফলে গত বছরের অক্টোবরে ভারতে আফগানিস্তানের দূতাবাসটিও বন্ধ হয়ে গিয়েছে ৷

এর মধ্যে সোমবার তালিবানের ডাকা সম্মেলনে ভারতের যোগ দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ৷ আফগানিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত ছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিল কাজাখস্তান, তুর্কি, রাশিয়া, চিন, ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইন্দোনেশিয়া এবং কিরগিজস্তান ৷ তালিবান সরকারের আঞ্চলিক সহযোগিতার সম্মেলনে রাশিয়ার তরফে উপস্থিত ছিলেন জামির কাবুলভ ৷

তালিবান বিদেশ মন্ত্রকের তরফে মন্ত্রী মুত্তাকি একটি বিবৃতি জারি করে জানান, আফগানিস্তানের সঙ্গে এই দেশগুলি আঞ্চলিক বিষয়ে আলোচনায় বসুক, যাতে আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক আরও সদর্থক হয়ে ওঠে ৷ তবে ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷

26 জানুয়ারি আরব আমির শাহির আবু ধাবিতে সাধারণতন্ত্র দিবসের উদযাপনী অনুষ্ঠান ছিল ৷ সেখানে আরব আমির শাহির ভারতীয় দূতাবাসের তরফে উপসাগরীয় দেশগুলির দায়িত্বে থাকা আফিগানিস্তানের শীর্ষ কূটনীতিক বদরুদ্দিন হাক্কানিকে আমন্ত্রণ জানানো হয় ৷ বিদেশমন্ত্রী মুত্তাকি জানান, আঞ্চলিক সহযোগিতার ফলে আফগানিস্তানের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেগুলি তুলে নেওয়া হতে পারে ৷

আরও পড়ুন:

  1. আফগানিস্তানে 6 যাত্রী-সহ রুশ বিমান ভেঙে পড়ল, দুর্ঘটনার কারণ নিয়ে সংশয়
  2. সত্যি হল জল্পনা! কূটনৈতিক সমর্থনের অভাবে বন্ধ ভারতে আফগানিস্তানের দূতাবাস
  3. 95 শতাংশ কমেছে আফিম চাষ, ধাক্কা খাবে অর্থনীতি; অনুমান রাষ্ট্রসঙ্ঘের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.