ETV Bharat / international

পাকিস্তানের নির্বাচনে গণনা শেষ, জয়ী তেহরিক-এ-ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা

author img

By PTI

Published : Feb 11, 2024, 4:35 PM IST

Updated : Feb 11, 2024, 6:13 PM IST

Pakistan Elections 2024: বাজিমাত করলেন ইমরান খানের দলের তেহরিক-এ-ইনসাফ সমর্থিক নির্দল প্রার্থীরা ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির 101টি আসনে জয় পেয়েছেন এই নির্দলরা ৷

ETV BHARAT
ETV BHARAT

ইসলামাবাদ, 11 ফেব্রুয়ারি: গত বৃহস্পতিবার হওয়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করল পাকিস্তানের নির্বাচন কমিশন ৷ সেখানে বাজিমাত করলেন ইমরান খানের তেহরিক-এ-ইনসাফ সমর্থিক নির্দল প্রার্থীরা ৷ মোট 101টি আসনে জয়ী হয়েছেন নির্দলরা ৷ উল্লেখ্য, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির 265 আসনের মধ্যে 264 আসনে ফলাফল ঘোষণা হয়েছে ৷ সেখানে নওয়াজ শরিফের পিএমএল-এন 75টি আসন পেয়েছে ৷ অন্যদিকে, সরকারে থাকা বিলাবল জারদারি ভুট্টোর পিপিপি পেয়েছে 54টি আসন ৷

তবে, এদিন নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিক দেরি হয় ৷ যা নিয়ে ফের একবার পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে ৷ কোনও কোনও রাজনৈতিক দল কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় ৷ তবে, কিছুক্ষণ আগে 265টি আসনের মধ্যে 264 আসনে ফলাফল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন ৷ বাকি একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছিল ৷

অন্যদিকে, পঞ্জাব প্রদেশের খুশাবের 88টি আসনের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি ৷ সেখানে জালিয়াতির অভিযোগ উঠেছে ৷ ফলে পাকিস্তান নির্বাচন কমিশন সেই আসনগুলির ভোট গণনা স্থগিত করে দিয়েছে ৷ জালিয়াতির যে অভিযোগ উঠেছে, তা যাচাইয়ের পর সেই আসনগুলিতে ফলাফল ঘোষণা করা হবে ৷ তবে, ইমরান খানের দলের সমর্থনে নির্বাচনে লড়া নির্দল প্রার্থীরা ভালো ফল লাভ করেছেন ৷ তারা 101টি আসনে জয়ী হয়েছে ৷ অন্যদিকে, নওয়াজ শরিফের দল পিএমএল-এন 75টি আসন পেয়েছে ৷

বিলাবল জারদারি ভুট্টোর পিপিপি পেয়েছে 54টি আসন ৷ মুত্তাহিদা কুয়ামি মুভমেন্ট পাকিস্তান অর্থাৎ, দেশভাগের সময় ভারত থেকে ঊর্দূভাষী যাঁরা পাকিস্তানে গিয়েছিলেন তাঁদের নিয়ে গঠিত এই দল 17টি আসনে জিতেছে ৷ অন্যান্য ছোটখাট আঞ্চলিক দলগুলি পেয়েছে 12টি আসন ৷ তবে, পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন 133টি আসন ৷

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির দু’টি ভাগ মিলিয়ে মোট আসন সংখ্যা 336টি ৷ এক্ষেত্রে 336টির মধ্যে 169টি আসন পেলে তবেই কোনও রাজনৈতিক দল পাকিস্তানে সরকার গঠন করতে পারবে ৷ 265টি আসন মূলত সংখ্যাগুরুদের নিয়ে ৷ বাকি 71টি আসনের মধ্যে রয়েছে মহিলা ও সংখ্যালঘু সংরক্ষিত আসন ৷ এই আসনগুলির গণনা এখনও শুরু হয়নি ৷ এগুলির ফলাফল প্রকাশ হলে, কোনও দল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির দখল নেবে, তা স্পষ্ট হবে ৷

আরও পড়ুন:

  1. ভোটের সামগ্রী ছিনতাই-নষ্টের অভিযোগ, পাকিস্তানের বেশ কিছু কেন্দ্রে হবে পুনর্নির্বাচন
  2. কারচুপির অভিযোগের মধ্যে অন্যান্যদের সমর্থনে পাকিস্তানে সরকার গড়বেন শরিফ !
  3. পাকিস্তানের নির্বাচনের ফলাফল যেন এক রূপকথার গল্প, পড়ুন বিশেষজ্ঞের বিশ্লেষণ
Last Updated : Feb 11, 2024, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.