ETV Bharat / international

কোনও জোটে যাবে না ইমরানের দল, সরকার গড়তে সঙ্গীর সন্ধানে নওয়াজরা

Pakistan General Election 2024: পাকিস্তানে কার সরকার হবে তা এখনও স্পষ্ট হয়নি। ফলাফল আসতে শুরু করার পর রাজনীতিতে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : February 9, 2024 at 10:31 PM IST

|

Updated : February 9, 2024 at 10:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ইসলামাবাদ, 9 ফেব্রুয়ারি: জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি শুক্রবার পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সঙ্গে জোট গঠনের কথা অস্বীকার করেছে ৷ একই সঙ্গে জানিয়েছে, দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে, সরকার গঠন করতে সঙ্গীর সন্ধান শুরু করেছেন দেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পিপিপি থেকে শুরু করে আরও কয়েকটি দলকে কাছে টানার চেষ্টা চালাচ্ছে শরিফ-শিবির।

ভোট গণনা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে। ইমরান খানের দল সমর্থিত নির্দল প্রার্থীদের অভিযোগ ফল প্রকাশ হতে অনেকটাই দেরি হচ্ছে। শুক্রবার রাতে এই খবর লেখা পর্যন্ত সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 92টি আসনে জিতেছেন ইমরান সমর্থিতরা। নওয়াজের পিএমএল এবং পিপিপি খানিকটা পিছিয়ে আছে। সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 169টি আসন প্রয়োজন। তার মধ্যে মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনও অন্তর্ভুক্ত রয়েছে।

দলের সিদ্ধান্ত প্রকাশ্যে এনে পিটিআই চেয়ারম্যান গোহর খান জিও নিউজকে বলেছেন, "আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে কোনওরকম যোগাযোগ করছি না।" তিনি দাবি করেছেন, তাঁদের দল 150টি জাতীয় পরিষদের আসনে জয়লাভ করছে ৷ পাশাপাশি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করতেও তাঁরা সক্ষম।

তিনি বলেন, "আমরা পিপিপি এবং পিএমএল-এনের সাথে জোট সরকার গঠন করতে চাই না। আমরা কেন্দ্র এবং পঞ্জাবে সরকার গঠন করব।" তাঁর দাবি, খাইবার পাখতুনখোয়াতেও পিটিআই ভালো ফল করেছে ৷ সেখানেও তারাই সরকার গঠন করবেন। গোহর খানের কথায়, "পিটিআই সংসদে থাকবে এবং তার ভূমিকা পালন করবে ৷ " তিনি জানিয়েছেন, নির্দল প্রার্থীরা পিটিআই-এর সঙ্গেই আছেন। পাশাপাশি, তাঁরা দলীয় নির্দেশের বিরুদ্ধে গিয়ে অন্য কোনও দলে যোগ দেবেন না।

নির্বাচনের ফলাফল নিয়ে জিও নিউজের সঙ্গে কথা বলেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা নওয়াজের দলের নেতা ইশাক দার। তিনি বলেন, "অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সংবিধান অনুযায়ী তাঁরা আগামী 72 ঘন্টার মধ্যে যে কোনও দলে যোগ দিতে পারেন ৷" তাঁর স্পষ্ট দাবি, পিএমএল-এন কাউকে দলে যোগ দিতে বাধ্য করতে পারে না। জয়ী প্রার্থীরা নিজেদের ইচ্ছায় কোনও দলের সঙ্গে যুক্ত হতে পারেন।

(সংবাদ সূত্র-পিটিআই)

আরও পড়ুন

পাকিস্তানের ভোটের ফল যাই হোক, ভারতে লোকসভা নির্বাচনের আগে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই

মুক্ত-সুরক্ষিত-সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সঙ্গী মালদ্বীপ: আমেরিকা

জেলবন্দি ইমরানের চমক, নওয়াজকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিল তেহরিক-ই-ইনসাফ

Last Updated : February 9, 2024 at 10:46 PM IST