ETV Bharat / international

অযোধ্যার আগেই মেক্সিকোতে প্রথম রাম মন্দিরের উদ্বোধন

author img

By ANI

Published : Jan 22, 2024, 2:07 PM IST

First Ram Temple in Mexico: অযোধ্যার আগেই মেক্সিকোতে প্রথম রাম মন্দিরের উদ্বোধন হল রবিবার ৷ এর আগে এখানে রয়েছে ভগবান হনুমানের মন্দিরও ৷ ভারতে থেকে এসেছে রাম মন্দিরের মূর্তিগুলি ৷ এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু প্রবাসী ভারতীয় ৷

ETV Bharat
ইটিভি ভারত

মেক্সিকো সিটি (মেক্সিকো), 22 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ৷ তার আগে ভগবান রামের প্রথমে মন্দির পেল মেক্সিকোও ৷ স্থানীয় সময় রবিবার মেক্সিকোর কুয়েরেতারোয় প্রাণ প্রতিষ্ঠার পরে রাম মন্দিরটির উদ্বোধন করা হয় । একজন মেক্সিকান হোস্টের সঙ্গে আমেরিকান পুরোহিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন । ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে রাম মন্দিরের মূর্তিগুলি ৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা ৷ তাঁদের মুখে স্তোত্র ও গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ৷ মেক্সিকোতে থাকা ভারতীয় দূতাবাস এক্সে এই মন্দির নিয়ে বলেছে, "মেক্সিকোতে প্রথম ভগবান রামের মন্দির হল ৷ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে মেক্সিকোর কুয়েরেতারো শহর প্রথম প্রভু রামের মন্দির পেল । মেক্সিকোর কুয়েরতারোতে প্রথম ভগবান হনুমানের মন্দিরও তৈরি হয়েছে । রাম মন্দিরে মূর্তিগুলির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি করেন আমেরিকান পুরোহিত ৷ সঙ্গে ছিলেন মেক্সিকান হোস্ট ৷ ভারত থেকে আনা হয়েছে মূর্তিগুলি । পুরো হল মুখরিত হয়েছে প্রবাসী ভারতীয়দের গাওয়া স্তোত্র ও গানে ।"

এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যে আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সাধু-সন্ত এবং বিশিষ্ট অতিথিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রবিবার ঘোষণা করেছিল, মঙ্গলধ্বনি ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যার পাশাপাশি সেজে উঠেছে লখনউ ৷ ভগবান রামের পোস্টার এবং পতাকা লাগানো হয়েছে শহরের চারিদিকে ৷ শুধু উত্তরপ্রদেশ নয়, সারাদেশের বিভিন্ন শহরগুলি আলো, ভগবান রামের বিশাল কাটআউট এবং ভগবান রামের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় স্লোগান সম্বলিত পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে । কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার সমস্ত অফিসে 22 জানুয়ারি অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে ৷ উত্তরপ্রদেশ পুলিশ অযোধ্যার মেগা ইভেন্টকে ঘিরে 13 হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে ।

আরও পড়ুন:

  1. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  2. রূপান্তরকামীরাও 14 বছর বনবাসে কাটিয়েছিলেন ! আশীর্বাদে ভগবান রামের থেকে কী পেয়েছিলেন ?
  3. সরাসরি: রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর

মেক্সিকো সিটি (মেক্সিকো), 22 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ৷ তার আগে ভগবান রামের প্রথমে মন্দির পেল মেক্সিকোও ৷ স্থানীয় সময় রবিবার মেক্সিকোর কুয়েরেতারোয় প্রাণ প্রতিষ্ঠার পরে রাম মন্দিরটির উদ্বোধন করা হয় । একজন মেক্সিকান হোস্টের সঙ্গে আমেরিকান পুরোহিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন । ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে রাম মন্দিরের মূর্তিগুলি ৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা ৷ তাঁদের মুখে স্তোত্র ও গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ৷ মেক্সিকোতে থাকা ভারতীয় দূতাবাস এক্সে এই মন্দির নিয়ে বলেছে, "মেক্সিকোতে প্রথম ভগবান রামের মন্দির হল ৷ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে মেক্সিকোর কুয়েরেতারো শহর প্রথম প্রভু রামের মন্দির পেল । মেক্সিকোর কুয়েরতারোতে প্রথম ভগবান হনুমানের মন্দিরও তৈরি হয়েছে । রাম মন্দিরে মূর্তিগুলির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি করেন আমেরিকান পুরোহিত ৷ সঙ্গে ছিলেন মেক্সিকান হোস্ট ৷ ভারত থেকে আনা হয়েছে মূর্তিগুলি । পুরো হল মুখরিত হয়েছে প্রবাসী ভারতীয়দের গাওয়া স্তোত্র ও গানে ।"

এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যে আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সাধু-সন্ত এবং বিশিষ্ট অতিথিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রবিবার ঘোষণা করেছিল, মঙ্গলধ্বনি ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ।

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যার পাশাপাশি সেজে উঠেছে লখনউ ৷ ভগবান রামের পোস্টার এবং পতাকা লাগানো হয়েছে শহরের চারিদিকে ৷ শুধু উত্তরপ্রদেশ নয়, সারাদেশের বিভিন্ন শহরগুলি আলো, ভগবান রামের বিশাল কাটআউট এবং ভগবান রামের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় স্লোগান সম্বলিত পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে । কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার সমস্ত অফিসে 22 জানুয়ারি অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে ৷ উত্তরপ্রদেশ পুলিশ অযোধ্যার মেগা ইভেন্টকে ঘিরে 13 হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে ।

আরও পড়ুন:

  1. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  2. রূপান্তরকামীরাও 14 বছর বনবাসে কাটিয়েছিলেন ! আশীর্বাদে ভগবান রামের থেকে কী পেয়েছিলেন ?
  3. সরাসরি: রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.