ETV Bharat / bharat

রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 11:54 AM IST

Updated : Jan 22, 2024, 4:58 PM IST

Etv Bharat
Etv Bharat

16:47 January 22

নয়া অধ্যায়ের সূচনা:

  • ভারতের সনাতনী ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হল । রাজসূয় যজ্ঞে সরযূর তীরে ফিরলেন শ্রীরাম ।

16:47 January 22

সনাতনী আদর্শের ধ্বজ্জা:

  • আদর্শ যজমানের মতো ঢুকলেন গর্ভগৃহে, তাঁর হাত থেকেই হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম । পদ্ম হাতে সংকল্প করলেন সনাতনী আদর্শের ধ্বজ্জা বয়ে নিয়ে যাওয়ার । পুজো শেষে মর্যাদা পুরুষোত্তমের সামনে সাষ্টাঙ্গ প্রণাম । এদিন রাম মন্দিরে যাবতীয় আলো, ক্যামেরার ঝলকানি কেড়ে নিলেন তিনি ।

16:47 January 22

নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম:

নয়া অধ্যায়ের সূচনা
  • পাঁচশো বছর পর নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম । জগাধিপতির 'ঘর ওয়াপসি'র অনুষ্ঠানের সমস্ত উপাদান মজুদ ছিল অযোধ্যায় । কিন্তু, বর্ণাঢ্য অনুষ্ঠানের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন তিনিই । সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

16:47 January 22

ডিউটি বিফোর সেলফ:

  • সনাতন ধর্ম বলে, 'ডিউটি বিফোর সেলফ' । বাংলায় যার মানে, স্বেচ্ছার আগে কর্ম। রামে বিভোর দেশও কয়েকদিন জপেছে এই এই মন্ত্রই । এদিন সেই অপেক্ষার অবসান, রাজসূয় যজ্ঞে নয়া ইতিহাসের সূচনা হল সরযূর তীরে ।

13:18 January 22

সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর:

  • রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী । এরপর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ।

13:14 January 22

অযোধ্যায় পুষ্পবৃষ্টি:

  • মন্দিরের উপর দিয়ে পুষ্পবৃষ্টি করছে বায়ুসেনার চপার ।

13:09 January 22

পুষ্পবৃষ্টি করছে বায়ুসেনার চপার
  • পঞ্চপ্রদীপে রামলালার আরাধনা করছেন প্রধানমন্ত্রী । মর্যাদা পুরুষোত্তমের পায়ে পদ্ম অর্পণ করে শ্রদ্ধা মোদির ।

12:30 January 22

রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম

  • পাঁচ শতক পর নিজের রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম ।

12:27 January 22

  • শুরু হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ।

12:14 January 22

মোদির পাশেই সঙ্ঘপ্রধান:

  • গর্ভগৃহে মোদির পাশেই সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ।

12:13 January 22

গর্ভগৃহে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি
  • গর্ভগৃহে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি ।
  • অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, টাইগার শ্রফ এবং আশা ভোঁসলের মতো বলিউড সেলিব্রিটিরাও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছেন । ফিল্ম ইন্ডাস্ট্রির আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মোহনলাল, রজনীকান্ত, চিরঞ্জীবী, সঞ্জয় লীলা বনসালি, অক্ষয় কুমার, ধনুশ, রণদীপ হুডা, অনুষ্কা শর্মা, ঋষব শেঠি, মধুর ভান্ডারকর, অজয় ​​দেবগন, জ্যাকি শ্রফ, যশ, প্রভাস এবং সানি দেওলের নামও রয়েছে তালিকায় ।

11:44 January 22

  • সোমবার সকালেই অযোধ্যায় পৌঁছন আরআরআর খ্যাত অভিনেতা রামচরণ ৷ অফ হোয়াইট কুর্তা-পাজামায় তাঁকে দেখা গিয়েছে এদিন ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,"এটা দীর্ঘ অপেক্ষা ছিল ৷ আমরা সবাই সেখানে উপস্থিত হতে পেরে খুব সম্মানিত বোধ করছি ৷"
  • রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় তারার মেলা । বিগ বি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, হেমা মালিনী, ভিকি-ক্যাটরিনা, কৈলাস খের, চিরঞ্জীবী, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, রামচরণ সকলেই রাম মন্দির উদ্বোধনে সামিল হতে অযোধ্যায় প্রত্যেকে ৷
  • রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান ও পূজার্চনা শুরু হবে বেলা 12টা 5 মিনিটে ৷ 50 মিনিট ধরে চলবে এই অনুষ্ঠান ৷ এরপর 12টা 55 মিনিটে মন্দির থেকে বেরোবেন প্রধানমন্ত্রী ৷

11:42 January 22

উন্মাদনার অবসান

রামলালার প্রাণ প্রতিষ্ঠা
  • রামরাজ্যে ফিরছেন পুরুষোত্তম । উৎসবমুখর রামনগরী অযোধ্যা ৷ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমন্ত্রিত তারকারাও ৷ লখনউতে জারি রয়েছে 144 ধারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আজ প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ সূচি মেনে ধাপে ধাপে নিজ কর্মসূচি অনুযায়ী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে এগোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ৷

16:47 January 22

নয়া অধ্যায়ের সূচনা:

  • ভারতের সনাতনী ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হল । রাজসূয় যজ্ঞে সরযূর তীরে ফিরলেন শ্রীরাম ।

16:47 January 22

সনাতনী আদর্শের ধ্বজ্জা:

  • আদর্শ যজমানের মতো ঢুকলেন গর্ভগৃহে, তাঁর হাত থেকেই হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম । পদ্ম হাতে সংকল্প করলেন সনাতনী আদর্শের ধ্বজ্জা বয়ে নিয়ে যাওয়ার । পুজো শেষে মর্যাদা পুরুষোত্তমের সামনে সাষ্টাঙ্গ প্রণাম । এদিন রাম মন্দিরে যাবতীয় আলো, ক্যামেরার ঝলকানি কেড়ে নিলেন তিনি ।

16:47 January 22

নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম:

নয়া অধ্যায়ের সূচনা
  • পাঁচশো বছর পর নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম । জগাধিপতির 'ঘর ওয়াপসি'র অনুষ্ঠানের সমস্ত উপাদান মজুদ ছিল অযোধ্যায় । কিন্তু, বর্ণাঢ্য অনুষ্ঠানের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন তিনিই । সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

16:47 January 22

ডিউটি বিফোর সেলফ:

  • সনাতন ধর্ম বলে, 'ডিউটি বিফোর সেলফ' । বাংলায় যার মানে, স্বেচ্ছার আগে কর্ম। রামে বিভোর দেশও কয়েকদিন জপেছে এই এই মন্ত্রই । এদিন সেই অপেক্ষার অবসান, রাজসূয় যজ্ঞে নয়া ইতিহাসের সূচনা হল সরযূর তীরে ।

13:18 January 22

সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর:

  • রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী । এরপর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ।

13:14 January 22

অযোধ্যায় পুষ্পবৃষ্টি:

  • মন্দিরের উপর দিয়ে পুষ্পবৃষ্টি করছে বায়ুসেনার চপার ।

13:09 January 22

পুষ্পবৃষ্টি করছে বায়ুসেনার চপার
  • পঞ্চপ্রদীপে রামলালার আরাধনা করছেন প্রধানমন্ত্রী । মর্যাদা পুরুষোত্তমের পায়ে পদ্ম অর্পণ করে শ্রদ্ধা মোদির ।

12:30 January 22

রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম

  • পাঁচ শতক পর নিজের রাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম ।

12:27 January 22

  • শুরু হল রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ।

12:14 January 22

মোদির পাশেই সঙ্ঘপ্রধান:

  • গর্ভগৃহে মোদির পাশেই সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ।

12:13 January 22

গর্ভগৃহে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি
  • গর্ভগৃহে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি ।
  • অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, টাইগার শ্রফ এবং আশা ভোঁসলের মতো বলিউড সেলিব্রিটিরাও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছেন । ফিল্ম ইন্ডাস্ট্রির আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মোহনলাল, রজনীকান্ত, চিরঞ্জীবী, সঞ্জয় লীলা বনসালি, অক্ষয় কুমার, ধনুশ, রণদীপ হুডা, অনুষ্কা শর্মা, ঋষব শেঠি, মধুর ভান্ডারকর, অজয় ​​দেবগন, জ্যাকি শ্রফ, যশ, প্রভাস এবং সানি দেওলের নামও রয়েছে তালিকায় ।

11:44 January 22

  • সোমবার সকালেই অযোধ্যায় পৌঁছন আরআরআর খ্যাত অভিনেতা রামচরণ ৷ অফ হোয়াইট কুর্তা-পাজামায় তাঁকে দেখা গিয়েছে এদিন ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,"এটা দীর্ঘ অপেক্ষা ছিল ৷ আমরা সবাই সেখানে উপস্থিত হতে পেরে খুব সম্মানিত বোধ করছি ৷"
  • রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় তারার মেলা । বিগ বি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, হেমা মালিনী, ভিকি-ক্যাটরিনা, কৈলাস খের, চিরঞ্জীবী, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, রামচরণ সকলেই রাম মন্দির উদ্বোধনে সামিল হতে অযোধ্যায় প্রত্যেকে ৷
  • রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান ও পূজার্চনা শুরু হবে বেলা 12টা 5 মিনিটে ৷ 50 মিনিট ধরে চলবে এই অনুষ্ঠান ৷ এরপর 12টা 55 মিনিটে মন্দির থেকে বেরোবেন প্রধানমন্ত্রী ৷

11:42 January 22

উন্মাদনার অবসান

রামলালার প্রাণ প্রতিষ্ঠা
  • রামরাজ্যে ফিরছেন পুরুষোত্তম । উৎসবমুখর রামনগরী অযোধ্যা ৷ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমন্ত্রিত তারকারাও ৷ লখনউতে জারি রয়েছে 144 ধারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আজ প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৷ সূচি মেনে ধাপে ধাপে নিজ কর্মসূচি অনুযায়ী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে এগোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদি ৷
Last Updated : Jan 22, 2024, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.