ETV Bharat / health

'ওগো কাজল নয়না হরিণী...', সুন্দর চোখে কাজল ধরে রাখুন সহজপদ্ধতিতে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 9:49 PM IST

Kajal lasting in Eye: পার্টি থেকে রোজের সাজ- কিছু ব্যবহার হোক বা না হোক রূপটানে কাজল মাস্ট ৷ তবে সমস্যা একটাই ৷ বেশ কিছুক্ষণ পরেই ঘেঁটে যায় কাজল ৷ কীভাবে চোখে পারফেক্ট কাজল ধরে রাখবেন, রইল বেশ কিছু টিপস ৷ ট্রাই করে দেখুন, ফলাফল পাবেন ৷

Kajal lasting in Eye
চোখে কাজল ধরে রাখুন এইভাবে

হায়দরাবাদ: 'ওগো কাজল নয়না হরিণী...' হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে এই গান শুনলে কী মনে আসে বলুন তো? কাজলা চোখে যেন গভীর চাহনি, রূপের বাহার যেন আরও বাড়িয়ে দেয় ৷ ব্যাক টু রিয়েল ৷ চোখে বোল্ড, স্মোকি কাজলের ব্যবহার অনেক সময়ই হয়ে ওঠে মাথাব্যাথার কারণ ৷ অসাবধান হলেও চোখে কাজল ঘেঁটে ঘ ৷ ব্যাস, সুন্দর সাজের সর্বনাশ ৷ তাহলে উপায়? (Kajal Use Tricks) কীভাবে চোখের গাঢ় কাজলভাব ধরে রাখবেন, তা ঘাঁটবেও না আবার সৌন্দর্য নষ্টও করবে না, তারই কিছু সহজ সরল টিপস রোজকার জীবনে ফলো করতে পারেন ৷

  • কাজল বা চোখের মেক-আপ করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ৷ তুলোয় হালকা কোনও টোনার দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করে নিতে হবে ৷ এমনকী, মেক-আপ রিমুভার দিয়েও চোখের ময়লা পরিষ্কার করে নিতে পারেন ৷ এই পদক্ষেপ চোখে কাজল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷
  • কাজল ব্যবহারের সময় একটা কমন ভুল আমরা করে থাকি ৷ তা হল চোখে সরাসরি মেক-আপ শুরু করে দিই ৷ কিন্তু এক্সপার্টদের মতে, কাজল লাগানোর আগে চোখে একটা ফাইন্ডেশন বেস থাকা দরকার ৷ এই বেস, কাজল ধরে রাখতে সাহায্য করে ৷
  • বাজারচলতি অনেক প্রোডাক্টই সামনে আসে ৷ তবে চোখ খুব সংবেদনশীল ৷ তাই নিজের সুন্দর চোখের জন্য ভালো কাজল নিন বেছে ৷ একটু ভালো প্রোডাক্ট ব্যবহার করুন যা হবে স্মাজ-প্রুফ, ওয়াটার প্রুফ এবং লং-লাস্টিং ৷
  • কাজল ব্যবহারের আগে চোখে ও পাতায় হালকা পাউডার ট্যাব অবশ্যই করবেন ৷ পাউডার ব্যবহার করলে চোখের জায়গায় তেলাভাব আসে না ৷ ফলে কাজলকে সুন্দর চোখে দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হয় ৷
  • কাজল লাগানোর পর হালকা আইশ্যাডো ব্যবহার করুন ৷ আইশ্যাডোর ব্যবহার করলে কাজল ঘেঁটে যায় না ৷
  • আরও একটা সহজ পদ্ধতি হল, কাজল পড়ার সময় চোখের কোণটা ছেড়ে দিন ৷ অনেকেই কোণের কাছে মোটা করে কাজল পরেন ৷ বরং সেটা না করে চোখের মধ্যিখানে কাজল চওড়া করলেও কোণের কাছে রাখুন হালকা সরুভাব ৷
  • সবশেষে সতর্কীকরণ বার্তা হিসাবে বলতে হয়, মেক-আপ বা কাজল ধরে রাখার জন্য বারবার চোখে হাত দেবেন না ৷ বা ভুল করেও চোখ ঘষবেন না ৷ কিছু সমস্যা হলে রুমালের কোণ ব্যবহার করুন ৷ অথবা ট্রিকস হিসাবে ইয়ার বাড রাখতে পারেন ৷ চোখে হাত না দিয়ে ইয়ার বাডের তুলো দিয়ে আলতোভাবে চোখ মুছে নিতে পারেন ৷

হায়দরাবাদ: 'ওগো কাজল নয়না হরিণী...' হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে এই গান শুনলে কী মনে আসে বলুন তো? কাজলা চোখে যেন গভীর চাহনি, রূপের বাহার যেন আরও বাড়িয়ে দেয় ৷ ব্যাক টু রিয়েল ৷ চোখে বোল্ড, স্মোকি কাজলের ব্যবহার অনেক সময়ই হয়ে ওঠে মাথাব্যাথার কারণ ৷ অসাবধান হলেও চোখে কাজল ঘেঁটে ঘ ৷ ব্যাস, সুন্দর সাজের সর্বনাশ ৷ তাহলে উপায়? (Kajal Use Tricks) কীভাবে চোখের গাঢ় কাজলভাব ধরে রাখবেন, তা ঘাঁটবেও না আবার সৌন্দর্য নষ্টও করবে না, তারই কিছু সহজ সরল টিপস রোজকার জীবনে ফলো করতে পারেন ৷

  • কাজল বা চোখের মেক-আপ করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ৷ তুলোয় হালকা কোনও টোনার দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করে নিতে হবে ৷ এমনকী, মেক-আপ রিমুভার দিয়েও চোখের ময়লা পরিষ্কার করে নিতে পারেন ৷ এই পদক্ষেপ চোখে কাজল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷
  • কাজল ব্যবহারের সময় একটা কমন ভুল আমরা করে থাকি ৷ তা হল চোখে সরাসরি মেক-আপ শুরু করে দিই ৷ কিন্তু এক্সপার্টদের মতে, কাজল লাগানোর আগে চোখে একটা ফাইন্ডেশন বেস থাকা দরকার ৷ এই বেস, কাজল ধরে রাখতে সাহায্য করে ৷
  • বাজারচলতি অনেক প্রোডাক্টই সামনে আসে ৷ তবে চোখ খুব সংবেদনশীল ৷ তাই নিজের সুন্দর চোখের জন্য ভালো কাজল নিন বেছে ৷ একটু ভালো প্রোডাক্ট ব্যবহার করুন যা হবে স্মাজ-প্রুফ, ওয়াটার প্রুফ এবং লং-লাস্টিং ৷
  • কাজল ব্যবহারের আগে চোখে ও পাতায় হালকা পাউডার ট্যাব অবশ্যই করবেন ৷ পাউডার ব্যবহার করলে চোখের জায়গায় তেলাভাব আসে না ৷ ফলে কাজলকে সুন্দর চোখে দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হয় ৷
  • কাজল লাগানোর পর হালকা আইশ্যাডো ব্যবহার করুন ৷ আইশ্যাডোর ব্যবহার করলে কাজল ঘেঁটে যায় না ৷
  • আরও একটা সহজ পদ্ধতি হল, কাজল পড়ার সময় চোখের কোণটা ছেড়ে দিন ৷ অনেকেই কোণের কাছে মোটা করে কাজল পরেন ৷ বরং সেটা না করে চোখের মধ্যিখানে কাজল চওড়া করলেও কোণের কাছে রাখুন হালকা সরুভাব ৷
  • সবশেষে সতর্কীকরণ বার্তা হিসাবে বলতে হয়, মেক-আপ বা কাজল ধরে রাখার জন্য বারবার চোখে হাত দেবেন না ৷ বা ভুল করেও চোখ ঘষবেন না ৷ কিছু সমস্যা হলে রুমালের কোণ ব্যবহার করুন ৷ অথবা ট্রিকস হিসাবে ইয়ার বাড রাখতে পারেন ৷ চোখে হাত না দিয়ে ইয়ার বাডের তুলো দিয়ে আলতোভাবে চোখ মুছে নিতে পারেন ৷

(পরামর্শগুলি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা ৷ বিশদে জানতে বিশেজ্ঞের পরামর্শ নিন)

আরও পড়ুন

  1. ঠান্ডায় জল কম খাচ্ছেন? ত্বকের ক্ষতি রক্ষা পারতে পারে বিকল্প এই পানীয়গুলি
  2. সঠিক আংটি জীবনে ইতিবাচক প্রভাব আনে, জানুন জ্যোতিষের পরামর্শ
  3. লক্ষ্মীরূপে পূজিত তুলসীকে এই দিনে ভুলেও জল নয়, জ্বালাবেন না প্রদীপও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.