ETV Bharat / entertainment

'মাধবীদি'র মধ্যে বিস্ফোরণ লুকিয়ে', 'চারুলতা'র 82তম জন্মদিনে বললেন শীর্ষেন্দু

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 1:35 PM IST

Madhabi Mukherjee HBD: বাংলার 'চারুলতা'র আজ জন্মদিন ৷ হ্যাঁ, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের আজ 82তম জন্মবার্ষিকী ৷ আশি পেরিয়েও অভিনয়ের ইচ্ছে এতটুকু কমেনি তাঁর ৷

ETV Bharat
অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

কলকাতা, 10 ফেব্রুয়ারি: প্রেমেন্দ্র মিত্রের 'কঙ্কনতলা লাইট রেলওয়ে' দিয়ে রুপোলি পর্দায় সফর শুরু তাঁর ৷ এরপর তপন সিনহার 'টনসিল'-এ প্রথম নায়িকার ভূমিকায় ৷ তারপর একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় বাঙালি দর্শকের হৃদয় হরণ করেন যিনি, তিনি মাধবী মুখোপাধ্যায় ৷ "আজ কাল পরশু', 'মহানগর', 'চারুলতা', 'শঙ্খবেলা', 'ছদ্মবেশী', 'ছোট্ট জিজ্ঞাসা', 'বিন্দুর ছেলে' থেকে 2019-এ 'বরুণবাবুর বন্ধু', 2021 সালে 'আবেশ'-সহ অজস্র ছবিতে অভিনয় করেছেন তিনি ৷

এক বর্ষীয়ান সাংবাদিকের লেখা থেকেই জানা যায়, পূর্ণেন্দু পত্রীর পছন্দের নায়িকা ছিলেন মাধবী মুখোপাধ্যায় ৷ তিনি নাকি মাধবীকে ছাড়া নিজের ছবিতে কারওকে নায়িকা হিসেবে ভাবতেই পারতেন না ৷ একইভাবে পূর্ণেন্দু পত্রীর শিল্পকর্মকে ভালোবাসতেন মাধবী মুখোপাধ্যায় ৷ পূর্ণেন্দু পত্রীর একের পর এক ছবির নায়িকা মাধবী মুখোপাধ্যায় ৷ 'স্বপ্ন নিয়ে', 'স্ত্রীর পত্র', 'মালঞ্চ' তার মধ্যে অন্যতম ৷

এহেন মাধবী মুখোপাধ্যায়ের আজ 82তম জন্মদিন ৷ অভিনেত্রীদের নাকি বয়স নির্ণয় করতে নেই ৷ কিন্তু মাধবী মুখোপাধ্যায়ের আজ কততম জন্মদিন তা বলার একটাই কারণ, এই বয়ঃসন্ধিকালে এসেও তিনি একের পর এক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে চলেছেন ৷

তাঁকে নিয়ে বলতে গিয়ে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "মাধবীদি আমার খুব পরিচিত একজন ৷ বহু অনুষ্ঠানে দেখা হয় আমাদের ৷ হাসি ঠাট্টা হয় ৷ উনি আবার ছবি করতে চান, এটাও বলেন মাঝে মধ্যে ৷ ওঁর মধ্যে একটা বিস্ফোরণ লুকিয়ে আছে ৷ বোঝা যায় না ওঁকে দেখলে ৷ 'চারুলতা'-সহ কত ছবি করেছেন ৷ ভুলতে পারি না সেগুলো ৷ অসাধারণ অভিনেত্রী ৷ সাদামাটা খুব ৷ যে কাজ করেছেন তার জন্য তৃপ্ত হয়েছেন তবে, অহংকার তিনি আনেননি নিজের মধ্যে কখনও ৷"

মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে নানাদিকে নানা অনুষ্ঠানের জন্য যেতে হচ্ছে অভিনেত্রীকে ৷ ফলে, খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে, এখন কিছুটা সুস্থ। সম্প্রতি 'বালিঝড়' ধারাবাহিকে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি ৷ দিনকয়েক আগেই তাঁর জীবন সংবলিত একটি বই প্রকাশিত হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে ৷ বইটির নাম 'ইতি মাধবী' ৷ আজ চারুলতার জন্মদিনে ইটিভি ভারতের তরফে তাঁকে সশ্রদ্ধ প্রণাম ৷

আরও পড়ুন:

  1. শুটিং চলাকালীন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি মিঠুন, অবস্থা সংকটজনক
  2. রিচা-আলির পরিবারে আসছে নতুন সদস্য, অভিনন্দন অনুরাগীদের
  3. ঋত্বিক ঘটককে সেদিন 'না' বলতে পারেননি নার্গিস, অবসরের পরেও করেন 'দুর্বার গতি পদ্মা': বিশ্বজিৎ

কলকাতা, 10 ফেব্রুয়ারি: প্রেমেন্দ্র মিত্রের 'কঙ্কনতলা লাইট রেলওয়ে' দিয়ে রুপোলি পর্দায় সফর শুরু তাঁর ৷ এরপর তপন সিনহার 'টনসিল'-এ প্রথম নায়িকার ভূমিকায় ৷ তারপর একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় বাঙালি দর্শকের হৃদয় হরণ করেন যিনি, তিনি মাধবী মুখোপাধ্যায় ৷ "আজ কাল পরশু', 'মহানগর', 'চারুলতা', 'শঙ্খবেলা', 'ছদ্মবেশী', 'ছোট্ট জিজ্ঞাসা', 'বিন্দুর ছেলে' থেকে 2019-এ 'বরুণবাবুর বন্ধু', 2021 সালে 'আবেশ'-সহ অজস্র ছবিতে অভিনয় করেছেন তিনি ৷

এক বর্ষীয়ান সাংবাদিকের লেখা থেকেই জানা যায়, পূর্ণেন্দু পত্রীর পছন্দের নায়িকা ছিলেন মাধবী মুখোপাধ্যায় ৷ তিনি নাকি মাধবীকে ছাড়া নিজের ছবিতে কারওকে নায়িকা হিসেবে ভাবতেই পারতেন না ৷ একইভাবে পূর্ণেন্দু পত্রীর শিল্পকর্মকে ভালোবাসতেন মাধবী মুখোপাধ্যায় ৷ পূর্ণেন্দু পত্রীর একের পর এক ছবির নায়িকা মাধবী মুখোপাধ্যায় ৷ 'স্বপ্ন নিয়ে', 'স্ত্রীর পত্র', 'মালঞ্চ' তার মধ্যে অন্যতম ৷

এহেন মাধবী মুখোপাধ্যায়ের আজ 82তম জন্মদিন ৷ অভিনেত্রীদের নাকি বয়স নির্ণয় করতে নেই ৷ কিন্তু মাধবী মুখোপাধ্যায়ের আজ কততম জন্মদিন তা বলার একটাই কারণ, এই বয়ঃসন্ধিকালে এসেও তিনি একের পর এক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে চলেছেন ৷

তাঁকে নিয়ে বলতে গিয়ে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "মাধবীদি আমার খুব পরিচিত একজন ৷ বহু অনুষ্ঠানে দেখা হয় আমাদের ৷ হাসি ঠাট্টা হয় ৷ উনি আবার ছবি করতে চান, এটাও বলেন মাঝে মধ্যে ৷ ওঁর মধ্যে একটা বিস্ফোরণ লুকিয়ে আছে ৷ বোঝা যায় না ওঁকে দেখলে ৷ 'চারুলতা'-সহ কত ছবি করেছেন ৷ ভুলতে পারি না সেগুলো ৷ অসাধারণ অভিনেত্রী ৷ সাদামাটা খুব ৷ যে কাজ করেছেন তার জন্য তৃপ্ত হয়েছেন তবে, অহংকার তিনি আনেননি নিজের মধ্যে কখনও ৷"

মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে নানাদিকে নানা অনুষ্ঠানের জন্য যেতে হচ্ছে অভিনেত্রীকে ৷ ফলে, খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে, এখন কিছুটা সুস্থ। সম্প্রতি 'বালিঝড়' ধারাবাহিকে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি ৷ দিনকয়েক আগেই তাঁর জীবন সংবলিত একটি বই প্রকাশিত হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে ৷ বইটির নাম 'ইতি মাধবী' ৷ আজ চারুলতার জন্মদিনে ইটিভি ভারতের তরফে তাঁকে সশ্রদ্ধ প্রণাম ৷

আরও পড়ুন:

  1. শুটিং চলাকালীন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি মিঠুন, অবস্থা সংকটজনক
  2. রিচা-আলির পরিবারে আসছে নতুন সদস্য, অভিনন্দন অনুরাগীদের
  3. ঋত্বিক ঘটককে সেদিন 'না' বলতে পারেননি নার্গিস, অবসরের পরেও করেন 'দুর্বার গতি পদ্মা': বিশ্বজিৎ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.