ETV Bharat / entertainment

'নাম গুম জায়েগা...', লতার কণ্ঠে মুগ্ধ আপামর দেশবাসী; মৃত্যুবার্ষিকীতে সুরসম্রাজ্ঞীকে প্রণাম

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 6:53 AM IST

Lata Mangeshkar Death Anniversary: গানের জগতে তাঁর অবদানের জন্য পেয়েছেন একাধিক নাম ৷ কেউ বলেন ভারতের নাইটেঙ্গেল আবার কেউ বলেন ভারতের সুরসম্রাজ্ঞী ৷ আদতে লতা মঙ্গেশকর ছিলেন সুরের দেবী, যাঁর কণ্ঠে যেন বাস ছিল দেবী সরস্বতীর ৷ আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে ফিরে দেখা লতা মঙ্গেশকর-মদন মোহন জুটির সেরা পাঁচটি গান ৷

Lata Mangeshkar Death Anniversary
মৃত্যুবার্ষিকীতে সুরসম্রাজ্ঞীকে প্রণাম

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: 'নাম গুম জায়েগা...' ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর ৷ 2022 সালে 92 বছরে তিনি পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে ৷ তবে রেখে গিয়েছেন গানে গানে একাধিক মুক্তা-মানিক্য । হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, নওশাদ, শঙ্কর-জয়কিষাণ, এস.ডি বর্মনের মতো একাধিক শিল্পীর সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন না-ভোলার মতো গান ৷ তেমনই তিনি সুরকার মদন মোহনের জুটি বেঁধে যে সকল গান উপহার দিয়েছেন তা আজও গুনগুন করে সকলেই ৷ আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা মদনমোহন-লতা মঙ্গেশকর জুটির সেরা কয়েকটি গানের ঝলক ৷

লগ জা গলে কে ফির ইয়ে- রাজ খোসলা পরিচালিত 1954 সালে মুক্তি পাওয়া ছবি 'ও কৌন থি' অন্যতম একটি চলচ্চিত্র ৷ মনোজ কুমার, সাধনা, হেলেন, প্রেম চোপড়া অভিনীত ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে, মদন মোহনের সুরে 'লগ জা গলে' গানটি আজও জনপ্রিয় দর্শক দরবারে ৷

মেরা সায়া সাথ হোগা- 1966 সালে মুক্তি পায় 'মেরা সায়া' ৷ সাধনা ও সুনীল দত্ত অভিনীত এই ছবিতে মিউজিক ডিরেক্টর ছিলেন মদন মোহন ৷ তাঁর সুরে ও রাজা মেহেদি আলি খানের লেখা 'মেরা সায়া' গানটি আজও চোখ বন্ধ করে অনুভব করা যায় ৷

না তুম বেওয়াফা হো- অশোক কুমার, জয় মুখোপাধ্যায় ও মীরা জোগলেকর অভিনীত 'এক কলি মুসকায়ি' ছবি যাঁরা দেখেননি, তাঁরাও জনপ্রিয় গানগুলি শুনেছেন ৷ কারণ কালজয়ী ছবির এই গানগুলি আজও মনমুগ্ধকর ৷ 1968 সালে মুক্তি পাওয়া এই ছবিতে মদন মোহনের সুরে ও লতা মঙ্গেশকরের কণ্ঠে 'না তুম বেওয়াফা হো' গানটি শুনে না থাকলে একবার শুনে নিতে পারেন ৷ ভালো লাগবে নিশ্চিত ৷

দিল ঢুন্ডতা হ্যায়- মিউজিক্যাল রোমান্টিক ছবি 'মৌসম' মুক্তি পায় 1975 সালে ৷ সঞ্জীব কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত ছবি পরিচালনা করেন গুলজার ৷ ছবি টাইটেল ট্র্যাক লেখেন খোদ পরিচালক গুলজারই ৷ মদন মোহনের সুরে গানটিতে গলা দেন লতা মঙ্গেশকর ও ভূপিন্দর সিং ৷ সেই সময়ে এই গানটি চার্ট-টপারে জায়গা করে নিয়েছিল ৷

বেতাব দিল কি তমান্না- 1973 সালে মুক্তি পায় চেতন আনন্দ পরিচালিত 'হাসতে জখম' ৷ ছবির প্রতিটি গান আজও সমান জনপ্রিয় ৷ মহম্মদ রফি ও লতা মঙ্গেশকরের কণ্ঠে মদন মোহনের একাধিক হিট গান শ্রোতা দরবারে পরিচিত ৷

আরও পড়ুন:

1. আজও ভাবি লতাদির একটা ফোন ঠিক আসবে: আশা

2. 'মিলে সুর মেরা তুমহারা...', জন্মদিনে সুরসম্রাজ্ঞীকে স্মরণ মোদি-মমতার

3. কোকিল কণ্ঠীকে হারানোর দিনে ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর মুকুটে রত্নের তালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.