ETV Bharat / entertainment

শ্রীলা দি 'একদিন প্রতিদিন' থেকে যাবেন, অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 11:44 AM IST

Sreela Majumder Demise: ছোট বয়স থেকে অভিনয়ে হাতেখড়ি ৷ তারপর একের পর এক সিনেমা থেকে ধারাবাহিকে কাজ ৷ সেই যাত্রাপথ শেষ হয়েঠে শনিবার ৷ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ৷

Sreela Majumder Demise
অভিনেত্রী শ্রীলা মজুমদার
অভিনেত্রী শ্রীলা মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

কলকাতা, 28 জানুয়ারি: শনিবার চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। শেষবার অভিনেত্রীকে দেখতে এদিন হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতালি দাশগুপ্ত, সুদেষ্ণা রায়, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, পরিচালক আর ডি নাথ-সহ টলিউডের আরও অনেকে । তবে শেষবেলায় সকলে তাঁকে দেখতে যেতে না-পারলেও তাঁর প্রতি শ্রদ্ধা উজার করে দিয়েছেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই।

শ্রীলা মজুমদারের মতো জাত অভিনেত্রীকে নিয়ে সুদীপ্তা চক্রবর্তী বলেন, "আমি যে অনেক অনেক কাজ শ্রীলা দি'র সঙ্গে করেছি এমনটা নয়। একটা সিরিয়াল করেছি একসঙ্গে। তবে সিনেমা করা হয়ে ওঠেনি। 'চোখের বালি' ছবিতে ঐশ্বর্য রাই অভিনয় করেন, তাঁর লিপে শ্রীলা দি'র কণ্ঠ এবং আমার কণ্ঠ বসানো হয় রাইমা সেনের লিপে । ফলে ওই তখনই আমাদের মধ্যে একটা ভালোরকমের যোগস্থাপন হয় ।"

অভিনেত্রী আরও বলেন, "আমাদের বাংলা ছবিতে শ্রীলা মজুমদারকে অভিনয় করতে দেওয়া হল কোথায়? শুধু অভিনয়টাই তো আমাদের ইন্ডাস্ট্রিতে শেষ কথা নয় । সেটা আমরাও বুঝি । বড় অভিমান নিয়েই শ্রীলা দি চলে গেলেন বলে আমার মনে হয়। 'বড়বাবু' ছবির জন্য শ্রীলা দি ওয়ার্কশপ করাচ্ছিলেন । আমাদের অ্যাক্টিং কোচ ছিলেন উনি । দিদির অভিনয় দেখে অনেক কিছু শেখার চেষ্টা করেছি ।"

চৈতী ঘোষাল পরিচালিত প্রথম ছবি 'নেভারমাইন্ড'-এ অভিনয় করার কথা ছিল শ্রীলা মজুমদারের । অভিনেত্রী নিজেই চেয়েছিলেন তাঁর স্নেহভাজন চৈতীর প্রথম ছবিতে কাজ করতে। তাঁরা এতটাই কাছাকাছি ছিলেন একে অপরের। ইটিভি ভারত সেই ব্যাপারে জানতে চাইলে চৈতী ঘোষাল বলেন, "আমি ছবি বানাচ্ছি শুনে বলেছিলেন, খুব ভালো হবে দেখিস । আমাকে বলেছিলেন, আমার জন্য কী চরিত্র রাখবি সেটা ঠিক কর আগে। আমি কাস্টিং করেছিলাম শ্রীলা দি'কে । তবে তার পরেই শুনলাম দিদি অসুস্থ। ফেব্রুয়ারিতে দিদিকে নিয়ে শুটিঙের কথা ভেবে রেখেছিলাম । দিদি জানতেন আমার ছবিতে কাজ করছেন । কিন্তু অসুস্থ হওয়ার কারণে আমি ফেব্রুয়ারিতে শুটিঙের কথা আর বলিনি । তাই ফেব্রুয়ারিতে শুটিঙের কথা শ্রীলা দি জানতেন না ।"

চৈতী ঘোষালের কথায়, "একজন আর্টিস্ট যখনই কাজ করতে পারে না, তার জীবনটা তখনই শেষ হয়ে যায় । আর শ্রীলা দি যে মানের অভিনয় করে গিয়েছেন বাংলা ও হিন্দিতে, তাতে তিনি 'একদিন প্রতিদিন'ই থেকে যাবেন, 'খারিজ হবেন না কখনও । আমি প্রচুর কাজ করেছি শ্রীলা দি'র সঙ্গে । আমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন । আমার কাছে বকুনির ভয় পেতেন খুব । শ্রীলা দি'র সঙ্গে আমার অনেক স্মৃতি । অনেক কাজ একসঙ্গে করেছি আমরা । তাই স্মৃতির ডালি অনেক । যা বলে শেষ করা কঠিন ৷"

শ্রীলা মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য বলেন, "2019 সালে নেহাল দত্ত'র 'আমার চ্যালেঞ্জ' ছবিতে কাজ করেছিলাম শ্রীলা দি'র সঙ্গে । ছবিতে তিনি মা হয়েছিলেন আমার । ওটাই আমার প্রথম ছবি ছিল । আমি ভাগ্যবতী যে আমরা একসঙ্গে মেক আপ রুম শেয়ার করেছি। সেই সময়ে কত গাইড করছিলেন আমাকে । মনেই হয়নি যে প্রথম কাজ করছি এতটাই আপন করে নিয়েছিলেন। আজ বাড়ি ফেরার সময় খবরটা পেয়ে মনটা ভালো নেই ।"

আরও পড়ুন:

  1. নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
  2. তাপস দা’র সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল : শ্রীলা মজুমদার
  3. বাংলায় নেতিবাচক চরিত্রে ঋষি কৌশিক! দর্শকদের মন রেখে স্পষ্ট বার্তা লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের

অভিনেত্রী শ্রীলা মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

কলকাতা, 28 জানুয়ারি: শনিবার চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। শেষবার অভিনেত্রীকে দেখতে এদিন হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতালি দাশগুপ্ত, সুদেষ্ণা রায়, সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, পরিচালক আর ডি নাথ-সহ টলিউডের আরও অনেকে । তবে শেষবেলায় সকলে তাঁকে দেখতে যেতে না-পারলেও তাঁর প্রতি শ্রদ্ধা উজার করে দিয়েছেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই।

শ্রীলা মজুমদারের মতো জাত অভিনেত্রীকে নিয়ে সুদীপ্তা চক্রবর্তী বলেন, "আমি যে অনেক অনেক কাজ শ্রীলা দি'র সঙ্গে করেছি এমনটা নয়। একটা সিরিয়াল করেছি একসঙ্গে। তবে সিনেমা করা হয়ে ওঠেনি। 'চোখের বালি' ছবিতে ঐশ্বর্য রাই অভিনয় করেন, তাঁর লিপে শ্রীলা দি'র কণ্ঠ এবং আমার কণ্ঠ বসানো হয় রাইমা সেনের লিপে । ফলে ওই তখনই আমাদের মধ্যে একটা ভালোরকমের যোগস্থাপন হয় ।"

অভিনেত্রী আরও বলেন, "আমাদের বাংলা ছবিতে শ্রীলা মজুমদারকে অভিনয় করতে দেওয়া হল কোথায়? শুধু অভিনয়টাই তো আমাদের ইন্ডাস্ট্রিতে শেষ কথা নয় । সেটা আমরাও বুঝি । বড় অভিমান নিয়েই শ্রীলা দি চলে গেলেন বলে আমার মনে হয়। 'বড়বাবু' ছবির জন্য শ্রীলা দি ওয়ার্কশপ করাচ্ছিলেন । আমাদের অ্যাক্টিং কোচ ছিলেন উনি । দিদির অভিনয় দেখে অনেক কিছু শেখার চেষ্টা করেছি ।"

চৈতী ঘোষাল পরিচালিত প্রথম ছবি 'নেভারমাইন্ড'-এ অভিনয় করার কথা ছিল শ্রীলা মজুমদারের । অভিনেত্রী নিজেই চেয়েছিলেন তাঁর স্নেহভাজন চৈতীর প্রথম ছবিতে কাজ করতে। তাঁরা এতটাই কাছাকাছি ছিলেন একে অপরের। ইটিভি ভারত সেই ব্যাপারে জানতে চাইলে চৈতী ঘোষাল বলেন, "আমি ছবি বানাচ্ছি শুনে বলেছিলেন, খুব ভালো হবে দেখিস । আমাকে বলেছিলেন, আমার জন্য কী চরিত্র রাখবি সেটা ঠিক কর আগে। আমি কাস্টিং করেছিলাম শ্রীলা দি'কে । তবে তার পরেই শুনলাম দিদি অসুস্থ। ফেব্রুয়ারিতে দিদিকে নিয়ে শুটিঙের কথা ভেবে রেখেছিলাম । দিদি জানতেন আমার ছবিতে কাজ করছেন । কিন্তু অসুস্থ হওয়ার কারণে আমি ফেব্রুয়ারিতে শুটিঙের কথা আর বলিনি । তাই ফেব্রুয়ারিতে শুটিঙের কথা শ্রীলা দি জানতেন না ।"

চৈতী ঘোষালের কথায়, "একজন আর্টিস্ট যখনই কাজ করতে পারে না, তার জীবনটা তখনই শেষ হয়ে যায় । আর শ্রীলা দি যে মানের অভিনয় করে গিয়েছেন বাংলা ও হিন্দিতে, তাতে তিনি 'একদিন প্রতিদিন'ই থেকে যাবেন, 'খারিজ হবেন না কখনও । আমি প্রচুর কাজ করেছি শ্রীলা দি'র সঙ্গে । আমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন । আমার কাছে বকুনির ভয় পেতেন খুব । শ্রীলা দি'র সঙ্গে আমার অনেক স্মৃতি । অনেক কাজ একসঙ্গে করেছি আমরা । তাই স্মৃতির ডালি অনেক । যা বলে শেষ করা কঠিন ৷"

শ্রীলা মজুমদারকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য বলেন, "2019 সালে নেহাল দত্ত'র 'আমার চ্যালেঞ্জ' ছবিতে কাজ করেছিলাম শ্রীলা দি'র সঙ্গে । ছবিতে তিনি মা হয়েছিলেন আমার । ওটাই আমার প্রথম ছবি ছিল । আমি ভাগ্যবতী যে আমরা একসঙ্গে মেক আপ রুম শেয়ার করেছি। সেই সময়ে কত গাইড করছিলেন আমাকে । মনেই হয়নি যে প্রথম কাজ করছি এতটাই আপন করে নিয়েছিলেন। আজ বাড়ি ফেরার সময় খবরটা পেয়ে মনটা ভালো নেই ।"

আরও পড়ুন:

  1. নেই একদিন প্রতিদিনের 'মিনু', প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
  2. তাপস দা’র সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল : শ্রীলা মজুমদার
  3. বাংলায় নেতিবাচক চরিত্রে ঋষি কৌশিক! দর্শকদের মন রেখে স্পষ্ট বার্তা লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.