ETV Bharat / entertainment

মৃণাল সেনের জন্মদিনে হাজির পদাতিকের টিজার, কী বলছেন কুশীলবেরা ? - Padatik Teaser Released

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 4:22 PM IST

Padatik Teaser Released: মৃণাল সেনের 101তম জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর বায়োপিক পদাতিকের টিজার ৷ এই ছবি নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ও অন্যান্য কুশীলবরা ৷

ETV BHARAT
পদাতিকের টিজার প্রকাশ অনুষ্ঠান (নিজস্ব ছবি)

পদাতিকের টিজার প্রকাশ অনুষ্ঠান (ইটিভি ভারত)

কলকাতা, 15 মে: মৃণাল সেনের 101তম জন্মদিনে এসে গেল 'পদাতিক'-এর টিজার । টিজারে ধরা দিলেন মৃণাল সেন, গীতা সেন । এই দুটি চরিত্রে ছবিতে অভিনয় করেছেন এপার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ । কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের কলেজ জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 70 বছরের সফর উঠে এসেছে এই ছবিতে, জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । কলেজ ছাত্র মৃণাল সেন, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ মৃণাল সেন, প্রেমিক এবং স্বামী মৃণাল সেন, সর্বোপরি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জীবন উঠে এসেছে পদাতিকে ।

কেন মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী ? ইটিভি ভারতের প্রশ্নের জবাবে সৃজিত বলেন, "প্রথমত চঞ্চল অসামান্য অভিনেতা । দ্বিতীয়ত যেহেতু আমরা মৃণাল সেন নামটাই ব্যবহার করছি ছবিতে, ফলে তাঁর সঙ্গে চেহারার মিল থাকার দরকার ছিল । আর সেটা ওঁর মধ্যে পেয়েছি । তাই চঞ্চলকে নেওয়া ।"

ওদিকে চঞ্চল চৌধুরী বলেন, "মৃণাল সেন হয়ে ওঠার জন্য স্ট্রাগল ছিল । মৃণাল সেনের চরিত্র ধারণ করা তো সহজ না । ও রকম একজন মানুষের মতো হয়ে ওঠা বেশ শক্ত । সৃজিত যা বলেছেন করে গিয়েছি । তখন আমার বাবা গত হয়েছেন । মানসিক অবস্থাও আমার ভালো ছিল না । ছবিতে নিজের লুক দেখে অবাক হয়েছি ৷ আসলে আমার বাবার সঙ্গে মৃণাল সেনের চেহারার মিল ছিল । তাই হয়তো খানিকটা আমার মধ্যেও সেটা বর্তমান । পরিবারের মানুষও অবাক হয়েছে । তাঁরাও বলছেন আমাকে নাকি বাবার মতো দেখতে লাগছে ।"

গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ । তিনি বলেন, "গীতা সেনের রেফারেন্স খুব কম ছিল । ওঁর কিছু সিনেমা দেখেছি । একটা ইন্টারভিউ দেখেছি । বাকিটা নিজের মতো করেই করেছি । উনি তো খুব সাধারণ ছিলেন, তাই আলাদাভাবে কিছু করতে হয়নি ।"

কেমন ছিল চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ? মনামী বলেন, "চঞ্চলদা ভীষণ সহজ । আর সৃজিতদা খুব রাগী । কথায় আছে না ডেরায় একজনই ডন থাকে । সৃজিতদা হলেন ডন ।"

আরও পড়ুন:

  1. বিদেশি উৎসবে প্রিমিয়ার সৃজিত-চঞ্চলের 'পদাতিক' ছবির, উচ্ছ্বসিত প্রযোজক
  2. সৃজিতের ছবিতে প্রথমবার মনামী! 'পদাতিক'-এ মৃণাল সেনের স্ত্রী'র চরিত্রে 'টাপাটিনি গার্ল'
  3. প্রকাশ্যে এল সৃজিতের 'পদাতিক'-এর চরিত্রদের প্রথম ঝলক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.