ETV Bharat / entertainment

সুরের তরী বেয়ে ফের বলিউডে পা বঙ্গতনয়ের, দরাজ প্রশংসায় সোনু-কৈলাস - Sonu Kailash praise Anurag

author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 2:44 PM IST

Updated : May 10, 2024, 3:49 PM IST

Sonu-Kailash praise Anurag: সুরের তরী বেয়ে ফের বলিউডে পা রাখছেন আরও এক বঙ্গতনয় ৷ কলকাতার ছেলে অনুরাগ হালদারের সঙ্গীত পরিচালনায় গান গাইলেন সোনু নিগম ও কৈলাশ খের ৷

ETV BHARAT
অনুরাগের প্রশংসায় সোনু ও কৈলাশ (নিজস্ব চিত্র)

ফের বলিউডে পা বঙ্গতনয়ের (ইটিভি ভারত)

কলকাতা, 10 মে: কিশোর কুমার থেকে রাহুল দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায় এমনকী কুমার শানু ৷ আছে এ রকম আরও অনেক নাম ৷ যাঁরা সুরের হাত ধরে পা রেখেছেন বলিউডে । সমৃদ্ধ করেছেন টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিকে । এ বার ফের আরেক বাংলার ছেলের বলিউড যাত্রা । কলকাতার ছেলে অনুরাগ হালদারের সুরে এ বার গান গাইলেন সোনু নিগম ও কৈলাশ খের । আপ্লুত সোনু নিগম থেকে কৈলাশ খের ।

আসছে নতুন হিন্দি ছবি 'মা কালী'। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাইমা সেন এবং অভিষেক সিংকে । পুরোপুরি ভিন্ন ধরনের গল্পে দেখা যাবে রাইমা সেনকে । আর সেখানেই বাংলার ছেলে অনুরাগ হালদারের সঙ্গীত পরিচালনায় আসছে তাবড় তাবড় শিল্পীর গান ।

কলকাতা শহরে জন্ম হলেও মুম্বইয়ের নানা প্রজেক্টে কাজ করেছেন শিল্পী অনুরাগ হালদার । 'মা কালী'-তে থাকছে তিনটি আলাদা ধরনের গান । যেখানে গান গেয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা তিনজন শিল্পী । প্রথম গান 'ভারত মা' গেয়েছেন কৈলাশ খের, দ্বিতীয় গান 'ফাগুন হাওয়ায়' গেয়েছেন সোনু নিগম ও অনুরাগ হালদার, তৃতীয় গান 'সাইয়াঁ ভে' গানটি গেয়েছেন অনুরাগ হালদার । তিনটি গানেরই সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার ।

সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার বলেন, "এই ছবিতে সোনু নিগম ও কৈলাশ খের স্যারের সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা । ছবির কনসেপ্টের সঙ্গে গানগুলো খুব মানানসই ভাবে তৈরি করা হয়েছে । আশা করছি গানগুলো খুব ভালো লাগবে দর্শকদের ৷"

শিল্পী কৈলাশ খের বলেন, "এই ফিল্মে অনুরাগ হালদারের তৈরি করা গানগুলি মানুষের মন ছুঁয়ে যাবে । দারুণ কম্পোজিশন, দারুণ সুর । ছবির সঙ্গে এই গানটা খুব ভালো মানিয়েছে ।"

শিল্পী সোনু নিগমের কথায়, "এই প্রথম কোনও সিনেমায় রবীন্দ্রসঙ্গীত গাইলাম । এটা সম্ভব হয়েছে অনুরাগ হালদারের জন্য । পুরোপুরি আলাদাভাবে উপস্থাপনা করা হয়েছে গানটা । অনুরাগ হালদার বাংলার আগামী দিনের সম্পদ ।"

উল্লেখ্য, এই ছবির প্রেক্ষাপট 1946 সালের 16 অগস্টের সাম্প্রদায়িক হিংসা । ইতিহাসে যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘1946 ক্যালকাটা কিলিংস’ নামে খ্যাত । খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে 'মা কালী'।

আরও পড়ুন:

  1. বৃষ্টির সন্ধেয় চার হাত এক আদৃত-কৌশাম্বির, তারকা জুটির বিয়েতে হাজির 'মিঠাই' পরিবার
  2. 'মৃণাল সেন না-থাকলে আমি অঞ্জন দত্ত হতাম না', 'চালচিত্র এখন' মুক্তির আগে স্বীকারোক্তি পরিচালকের
  3. রবীন্দ্রসঙ্গীত আমার 365 দিনের সঙ্গী : সোমলতা আচার্য চৌধুরী
Last Updated : May 10, 2024, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.