ETV Bharat / entertainment

সত্যজিৎ-পৌত্র সৌরদীপের বিয়ে, নতুন বউমাকে নিয়ে খুশি ললিতা রায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 10:17 AM IST

Souradip Ray Wedding: চুপিসারে বিয়ে সেরেছেন সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায় ৷ বিয়ের খবর কেউ না জানলেও 1 মার্চ রিসেপশনে টলিপাড়ার অনেকেই উপস্থিত থাকতে চলেছেন ৷

Etv Bharat
সত্যজিৎ পৌত্র সৌরদীপের বিয়ে

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে চুপিসারে খুশির খবর ৷ বাড়িতে এসেছেন নাতবউ ৷ বিয়ে করেছেন সত্যজিৎ রায়ের নাতি, সন্দীপ রায়ের ছেলে সৌরদীপ রায়। যেখানে সেলেব্রিটি বিয়ের খবর বিনোদনের পেজ থ্রির পাতায় জায়গায় পায় সেখানে কোনও রকম আড়ম্বর ছাড়া, সামাজিক মাধ্যমকে সরিয়ে রেখে সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল রায় পরিবার ৷

সূত্রের খবর, বাড়িতেই আইনি বিয়ে সেরেছেন সন্দীপ রায় এবং ললিতা রায়ের একমাত্র পুত্র সৌরদীপ রায়। 12 বছরের প্রেম সৃজাতার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন সত্যজিৎ রায়ের নাতি। আগামী 1 মার্চ টলি ক্লাবে আত্মীয়, বন্ধু-বান্ধব, ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়ে রিসেপশনের আয়োজন করেছে রায় পরিবার। সংবাদমাধ্যমকে সৌরদীপ জানিয়েছেন, বিয়েটা একান্ত ব্যক্তিগত বিষয়। তাই সেটা ব্যক্তিগত পরিসরে রাখতে চেয়েছিলেন। আর তাই কাউকে জানাননি তাঁরা।

ছেলে-বউমার রিসেপশনের যাবতীয় ভার নাকি নিজের কাঁধে তুলে নিয়েছেন ললিতা রায়। ঠিক যে ভাবে সন্দীপ রায়ের প্রত্যেকটি ছবির খুঁটিনাটি দিক তাঁর নখদর্পণে থাকে সেভাবেই সৌরদীপ-সৃজাতার রিসেপশনের সব দিক থাকবে তাঁর নখদর্পণে। কেমন কাটছে বউমাকে নিয়ে তাঁর সময়? ললিতা রায় ইটিভি ভারতকে বলেন, "বউমা তো অনেকদিন আগেই চলে এসেছে। তাই নতুন করে কিছু বলার নেই। তবে, ভালো তো লাগছেই।" একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেননি তিনি।

জানা গিয়েছে, সৃজাতা বেহালার মেয়ে। রেডিওর একটি চ্যানেলের কাজে ইনটার্ন করার সময়ে সৃজাতাকে গবেষণায় সহযোগিতা করেন সৌরদীপ। তখন থেকেই আলাপ দু'জনের। বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তারই মধ্যে পড়াশোনা শেষ করে হিউম্যান রিসোর্স-এর সংস্থা খুলেছেন সৌরদীপ। পাশাপাশি সন্দীপ রায়কে নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি।
সৃজাতা মা-বাবার একমাত্র সন্তান। জানা যায়, সৃজাতার বাবাও উচ্চপদস্থ কর্মী। মাণিক বাবুর নাত বৌ তাঁর শাশুড়ি মা ললিতা রায়ের মতো ছবির কাজে হাত লাগাবেন কি না, তা সময় বলবে। আপাতত বিশপ লেফ্রয় রোডের বাড়িতে বিয়ের আবহে মেতে রায় পরিবার ।

আরও পড়ুন

1. স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা

2. সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়

3. জিতু এখন অতীত, আইনি বিচ্ছেদের পর সব ভুলে কাজে ডুব নবনীতার

কলকাতা, 23 ফেব্রুয়ারি: সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে চুপিসারে খুশির খবর ৷ বাড়িতে এসেছেন নাতবউ ৷ বিয়ে করেছেন সত্যজিৎ রায়ের নাতি, সন্দীপ রায়ের ছেলে সৌরদীপ রায়। যেখানে সেলেব্রিটি বিয়ের খবর বিনোদনের পেজ থ্রির পাতায় জায়গায় পায় সেখানে কোনও রকম আড়ম্বর ছাড়া, সামাজিক মাধ্যমকে সরিয়ে রেখে সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল রায় পরিবার ৷

সূত্রের খবর, বাড়িতেই আইনি বিয়ে সেরেছেন সন্দীপ রায় এবং ললিতা রায়ের একমাত্র পুত্র সৌরদীপ রায়। 12 বছরের প্রেম সৃজাতার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন সত্যজিৎ রায়ের নাতি। আগামী 1 মার্চ টলি ক্লাবে আত্মীয়, বন্ধু-বান্ধব, ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়ে রিসেপশনের আয়োজন করেছে রায় পরিবার। সংবাদমাধ্যমকে সৌরদীপ জানিয়েছেন, বিয়েটা একান্ত ব্যক্তিগত বিষয়। তাই সেটা ব্যক্তিগত পরিসরে রাখতে চেয়েছিলেন। আর তাই কাউকে জানাননি তাঁরা।

ছেলে-বউমার রিসেপশনের যাবতীয় ভার নাকি নিজের কাঁধে তুলে নিয়েছেন ললিতা রায়। ঠিক যে ভাবে সন্দীপ রায়ের প্রত্যেকটি ছবির খুঁটিনাটি দিক তাঁর নখদর্পণে থাকে সেভাবেই সৌরদীপ-সৃজাতার রিসেপশনের সব দিক থাকবে তাঁর নখদর্পণে। কেমন কাটছে বউমাকে নিয়ে তাঁর সময়? ললিতা রায় ইটিভি ভারতকে বলেন, "বউমা তো অনেকদিন আগেই চলে এসেছে। তাই নতুন করে কিছু বলার নেই। তবে, ভালো তো লাগছেই।" একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেননি তিনি।

জানা গিয়েছে, সৃজাতা বেহালার মেয়ে। রেডিওর একটি চ্যানেলের কাজে ইনটার্ন করার সময়ে সৃজাতাকে গবেষণায় সহযোগিতা করেন সৌরদীপ। তখন থেকেই আলাপ দু'জনের। বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তারই মধ্যে পড়াশোনা শেষ করে হিউম্যান রিসোর্স-এর সংস্থা খুলেছেন সৌরদীপ। পাশাপাশি সন্দীপ রায়কে নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি।
সৃজাতা মা-বাবার একমাত্র সন্তান। জানা যায়, সৃজাতার বাবাও উচ্চপদস্থ কর্মী। মাণিক বাবুর নাত বৌ তাঁর শাশুড়ি মা ললিতা রায়ের মতো ছবির কাজে হাত লাগাবেন কি না, তা সময় বলবে। আপাতত বিশপ লেফ্রয় রোডের বাড়িতে বিয়ের আবহে মেতে রায় পরিবার ।

আরও পড়ুন

1. স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা

2. সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়

3. জিতু এখন অতীত, আইনি বিচ্ছেদের পর সব ভুলে কাজে ডুব নবনীতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.