ETV Bharat / entertainment

সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 1:22 PM IST

50 years of Sonar Kella: সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল থুড়ি কুশল চক্রবর্তী ৷ তাঁর সঙ্গে ছিল তোপসে অর্থাৎ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 22 ফেব্রুয়ারি: 1974 সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত 'সোনার কেল্লা'। সেই সূত্রে এ বছর 'সোনার কেল্লা'র 50 বছর । আর সেই উপলক্ষে 50 বছর পর আবার নিজের পাড়ায় ফিরল মুকুল ৷ ফেলুদা না থাকলেও তার সঙ্গে ছিল তোপসে ৷ আর ছিলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় ।

বিষয়টা ঠিক কী ?

ব্যাপারটা খোলসা করে বলা যাক । 'সোনার কেল্লা'য় মুকুলের বাড়ি হিসেবে যেই বাড়িটি দেখানো হয়েছিল, সেটি আসলে ভবানীপুরের পদ্মপুকুরে ৷ সত্যজিৎ রায়ের এই সৃষ্টির 50 বছর পর সেই পাড়াতেই আবার মিলিত হলেন 'সোনার কেল্লা'র মুকুল কুশল চক্রবর্তী এবং তপেশরঞ্জন অর্থাৎ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় । তবে, শূন্যাতা ছিল একটা জায়গায় । আজ আর নেই গল্পের আসল চালিকাশক্তি স্বয়ং ফেলুদা, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় । 'সোনার কেল্লা 50' নামে একটি ক্যালেন্ডার প্রকাশ পেয়েছে সম্প্রতি । ওই পাড়াতেই প্রকাশিত হয় ক্যালেন্ডারটি ।

1974 সালে বইয়ের ফেলুদাকে প্রথমবার বড় পর্দায় দেখা যায় সত্যজিৎ রায়ের পরিচালনায় । এই ছবিতে ফেলুদা, তোপসে, লালমোহন গাঙ্গুলি ছাড়াও দেখা গিয়েছে সিধু জ্যাঠা আর ছোট্ট মুকুলকে । এক জাতিস্মর শিশুর পূর্ব জন্মের কথা মনে পড়ে যাওয়ায় তার উপর কী, কী বিপদ নেমে আসে, কীভাবে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন ফেলুদা, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ ফেলুদা তাঁর তীক্ষ্ণ মগজাস্ত্রের সাহায্যে সব রহস্যের সমাধান করে ফেলেন ।

50 years of Sonar Kella
'সোনার কেল্লা 50' ক্যালেন্ডার প্রকাশিত

ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে অনেকগুলি ক্ষেত্রে পুরষ্কৃত হয় । সেরা বাংলা চলচ্চিত্র, সেরা পরিচালক, চিত্রনাট্য, সেরা শিশুশিল্পী, সিনেমাটোগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পায় ছবিটি । দেশের বাইরে তেহরানেও সেরা শিশু এবং কিশোরদের ছবি হিসেবে পুরস্কার পায় । ছবির শুটিং হয়েছিল কলকাতার ইন্দ্রপুরী স্টুডিয়োতে । তাছাড়াও জয়সলমীরের পাশাপাশি ভবানীপুরের পদ্মপুকুর অঞ্চলেও হয়েছিল শুটিং। যে পাড়াটা আজও মুকুলের পাড়া বলেই পরিচিত ।

'সোনার কেল্লা 50'-এর মূল ভাবনা সুদীপ্ত চন্দের । ক্যালেন্ডারে বিশিষ্ট সত্যজিৎ বিষয়ক সংগ্রাহক দেবাশিস মুখোপাধ্যায়ের সংগ্রহ থেকে থাকছে ছবির শুটিংয়ের ছবি, লবি কার্ড, বুকলেট, সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা ছবির টাইটেল কার্ড, ফেলুদার ঘরের নক্সা, আর সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ-সহ আরও অনেক কিছু ।

সুদীপ্ত চন্দ বললেন, "সোনার কেল্লা এমন একটা ছবি, যা সব বয়সের দর্শকের প্রিয় । একটা মনমুগ্ধকর মেকিং । ছবির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মুকুল তার পুরনো পাড়ায় ফিরল । এমন‌ একটা মুহূর্ত যা চিরস্মরণীয় হয়ে থেকে যাবে ।"

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন দেবাশিস বসু । পাতায় পাতায় 'সোনার কেল্লা'র নস্ট্যালজিয়া দেখে খুশি মুকুল থেকে তোপসে । খুশি সন্দীপ রায়ও ।

আরও পড়ুন:

  1. শিশু শিল্পীদের সঙ্গে শিশু হয়ে যেতেন মাণিক জেঠু, স্মৃতিচারণায় মুকুল এবং ডিঙ্গো
  2. সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের ছবি আমার অনুপ্রেরণা: মধুর ভান্ডারকার
  3. সত্যজিৎ রায় উৎকর্ষ সম্মান পাচ্ছেন হলিউড তারকা মাইকেল ডগলাস

কলকাতা, 22 ফেব্রুয়ারি: 1974 সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত 'সোনার কেল্লা'। সেই সূত্রে এ বছর 'সোনার কেল্লা'র 50 বছর । আর সেই উপলক্ষে 50 বছর পর আবার নিজের পাড়ায় ফিরল মুকুল ৷ ফেলুদা না থাকলেও তার সঙ্গে ছিল তোপসে ৷ আর ছিলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় ।

বিষয়টা ঠিক কী ?

ব্যাপারটা খোলসা করে বলা যাক । 'সোনার কেল্লা'য় মুকুলের বাড়ি হিসেবে যেই বাড়িটি দেখানো হয়েছিল, সেটি আসলে ভবানীপুরের পদ্মপুকুরে ৷ সত্যজিৎ রায়ের এই সৃষ্টির 50 বছর পর সেই পাড়াতেই আবার মিলিত হলেন 'সোনার কেল্লা'র মুকুল কুশল চক্রবর্তী এবং তপেশরঞ্জন অর্থাৎ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় । তবে, শূন্যাতা ছিল একটা জায়গায় । আজ আর নেই গল্পের আসল চালিকাশক্তি স্বয়ং ফেলুদা, অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় । 'সোনার কেল্লা 50' নামে একটি ক্যালেন্ডার প্রকাশ পেয়েছে সম্প্রতি । ওই পাড়াতেই প্রকাশিত হয় ক্যালেন্ডারটি ।

1974 সালে বইয়ের ফেলুদাকে প্রথমবার বড় পর্দায় দেখা যায় সত্যজিৎ রায়ের পরিচালনায় । এই ছবিতে ফেলুদা, তোপসে, লালমোহন গাঙ্গুলি ছাড়াও দেখা গিয়েছে সিধু জ্যাঠা আর ছোট্ট মুকুলকে । এক জাতিস্মর শিশুর পূর্ব জন্মের কথা মনে পড়ে যাওয়ায় তার উপর কী, কী বিপদ নেমে আসে, কীভাবে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন ফেলুদা, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ ফেলুদা তাঁর তীক্ষ্ণ মগজাস্ত্রের সাহায্যে সব রহস্যের সমাধান করে ফেলেন ।

50 years of Sonar Kella
'সোনার কেল্লা 50' ক্যালেন্ডার প্রকাশিত

ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে অনেকগুলি ক্ষেত্রে পুরষ্কৃত হয় । সেরা বাংলা চলচ্চিত্র, সেরা পরিচালক, চিত্রনাট্য, সেরা শিশুশিল্পী, সিনেমাটোগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পায় ছবিটি । দেশের বাইরে তেহরানেও সেরা শিশু এবং কিশোরদের ছবি হিসেবে পুরস্কার পায় । ছবির শুটিং হয়েছিল কলকাতার ইন্দ্রপুরী স্টুডিয়োতে । তাছাড়াও জয়সলমীরের পাশাপাশি ভবানীপুরের পদ্মপুকুর অঞ্চলেও হয়েছিল শুটিং। যে পাড়াটা আজও মুকুলের পাড়া বলেই পরিচিত ।

'সোনার কেল্লা 50'-এর মূল ভাবনা সুদীপ্ত চন্দের । ক্যালেন্ডারে বিশিষ্ট সত্যজিৎ বিষয়ক সংগ্রাহক দেবাশিস মুখোপাধ্যায়ের সংগ্রহ থেকে থাকছে ছবির শুটিংয়ের ছবি, লবি কার্ড, বুকলেট, সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা ছবির টাইটেল কার্ড, ফেলুদার ঘরের নক্সা, আর সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ-সহ আরও অনেক কিছু ।

সুদীপ্ত চন্দ বললেন, "সোনার কেল্লা এমন একটা ছবি, যা সব বয়সের দর্শকের প্রিয় । একটা মনমুগ্ধকর মেকিং । ছবির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মুকুল তার পুরনো পাড়ায় ফিরল । এমন‌ একটা মুহূর্ত যা চিরস্মরণীয় হয়ে থেকে যাবে ।"

সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন দেবাশিস বসু । পাতায় পাতায় 'সোনার কেল্লা'র নস্ট্যালজিয়া দেখে খুশি মুকুল থেকে তোপসে । খুশি সন্দীপ রায়ও ।

আরও পড়ুন:

  1. শিশু শিল্পীদের সঙ্গে শিশু হয়ে যেতেন মাণিক জেঠু, স্মৃতিচারণায় মুকুল এবং ডিঙ্গো
  2. সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের ছবি আমার অনুপ্রেরণা: মধুর ভান্ডারকার
  3. সত্যজিৎ রায় উৎকর্ষ সম্মান পাচ্ছেন হলিউড তারকা মাইকেল ডগলাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.