ETV Bharat / entertainment

রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে - Kartik Aaryan

Bhool Bhulaiyaa 3: ফের বড়পর্দায় আসছে মঞ্জুলিকা ৷ কার্তিক আরিয়ান-বিদ্যা বালান ফিরছেন রাজবাড়িতে সঙ্গে নিয়ে 'ভুলভুলাইয়া 3' ৷

Etv Bharat
'ভুলভুলাইয়া 3' নিয়ে ফিরছে মঞ্জুলিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : February 12, 2024 at 10:43 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: 'আমি যে তোমার, শুধু যে তোমার' 2007 সালে প্রিয়দর্শন পরিচালিত 'ভুলভুলাইয়া' দর্শক দরবারে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ বিদ্যা বালান, অক্ষয় কুমার, আমিশা প্যাটেল অভিনীত ছবির বক্সঅফিস সাফল্য দুর্দান্ত ৷ 2022 সালে 'ভুলভুলাইয়া'র সেই পথেই হাঁটেন পরিচালক আনিস বাজমি ৷ যেখানে মুখ্যভূমিকায় দেখা যায় কার্তিক আরিয়ান, টাবু, কিয়ারা আদবানিকে ৷ পর্দায় মঞ্জুলিকার সেই ভূত ফিরছে আরও একবার ৷ সাইকোলজিক্যাল হরর-কমেডি 'ভুলভুলাইয়া'র ফ্রাঞ্চাইজিতে এবার একসঙ্গে দেখা যাবে কার্তিক-বিদ্যাকে ৷ সোমবার তেমনই ইঙ্গিত দিলেন কার্তিক ৷

এদিন ইন্সটাগ্রামে কার্তিক একটি এডিটেড ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে প্রথম ছবিতে বিদ্যার মঞ্জুলিকা রূপ ও দ্বিতীয় ছবিতে নিজের মঞ্জুলিকার মতো রূপ শেয়ার করেছেন অভিনেতা ৷ ক্যাপশনে লিখেছেন , "আর এটা হতে চলেছে ৷ মঞ্জুলিকা ভুলভুলাইয়ার দুনিয়ায় আবারও ফিরছে ৷ বিদ্যা বালানকে এই টিমে পেয়ে আপ্লুত ৷ এই বছরের দিওয়ালি ক্র্যাকিং হতে চলেছে ৷ হ্যাশট্যাগ ভুলভুলাইয়া 3 ৷"

এই খবর শুনে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷ এক অনুরাগী লিখেছেন, "এই ছবি দুর্দান্ত হবে ৷ অপেক্ষায় রইলাম ৷ আবার কেউ লিখেছেন, "রুহ বাবা আর মঞ্জুলিকা ফিরছে ৷ অপেক্ষায় রইলাম ভুলভুলাইয়া 3-এর জন্য ৷" জানা গিয়েছে, এই ছবিটিও পরিচালনা করবেন আনিজ বাজমি ৷ এর আগে ছবির প্রযোজক ভূষণ কুমার জানিয়েছিলেন প্রথম থেকেই ভুলভুলাইয়া তাঁর মনের অনেক কাছের ছবি ৷ সেই ছবির ফ্রাঞ্চাইজি এগিয়ে নিয়ে যেতে পারলে তিনি খুশি হবেন ৷ জুটিতে আনিজ-কার্তিক থাকলে সেই জার্নি আরও সুন্দর হবে ৷ পরবর্তী ছবিতে শুধু বাড়বে না ভয়ের ডোজ, সঙ্গে থাকবে কমেডি ও থ্রিলার ৷ সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে কার্তিক আরিয়ান-বিদ্যা বালান অভিনীত 'ভুলভুলাইয়া 3'৷

আরও পড়ুন:

1. এক টিকিটেই ছবি দেখবেন যুগলে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনব ঘোষণা শাহিদের ছবির নির্মাতাদের

2. প্রধানমন্ত্রী ফোন করে 'বকা' দিয়েছেন, কবে ফিরবেন শুটিং ফ্লোরে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানালেন মিঠুন

3. 179 বার বদলেছে চিত্রনাট্য, 'টুয়েলভথ ফেল' ছবির সংলাপ মনে রাখাই চ্যালেঞ্জ ছিল বিক্রান্তের

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: 'আমি যে তোমার, শুধু যে তোমার' 2007 সালে প্রিয়দর্শন পরিচালিত 'ভুলভুলাইয়া' দর্শক দরবারে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ বিদ্যা বালান, অক্ষয় কুমার, আমিশা প্যাটেল অভিনীত ছবির বক্সঅফিস সাফল্য দুর্দান্ত ৷ 2022 সালে 'ভুলভুলাইয়া'র সেই পথেই হাঁটেন পরিচালক আনিস বাজমি ৷ যেখানে মুখ্যভূমিকায় দেখা যায় কার্তিক আরিয়ান, টাবু, কিয়ারা আদবানিকে ৷ পর্দায় মঞ্জুলিকার সেই ভূত ফিরছে আরও একবার ৷ সাইকোলজিক্যাল হরর-কমেডি 'ভুলভুলাইয়া'র ফ্রাঞ্চাইজিতে এবার একসঙ্গে দেখা যাবে কার্তিক-বিদ্যাকে ৷ সোমবার তেমনই ইঙ্গিত দিলেন কার্তিক ৷

এদিন ইন্সটাগ্রামে কার্তিক একটি এডিটেড ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে প্রথম ছবিতে বিদ্যার মঞ্জুলিকা রূপ ও দ্বিতীয় ছবিতে নিজের মঞ্জুলিকার মতো রূপ শেয়ার করেছেন অভিনেতা ৷ ক্যাপশনে লিখেছেন , "আর এটা হতে চলেছে ৷ মঞ্জুলিকা ভুলভুলাইয়ার দুনিয়ায় আবারও ফিরছে ৷ বিদ্যা বালানকে এই টিমে পেয়ে আপ্লুত ৷ এই বছরের দিওয়ালি ক্র্যাকিং হতে চলেছে ৷ হ্যাশট্যাগ ভুলভুলাইয়া 3 ৷"

এই খবর শুনে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷ এক অনুরাগী লিখেছেন, "এই ছবি দুর্দান্ত হবে ৷ অপেক্ষায় রইলাম ৷ আবার কেউ লিখেছেন, "রুহ বাবা আর মঞ্জুলিকা ফিরছে ৷ অপেক্ষায় রইলাম ভুলভুলাইয়া 3-এর জন্য ৷" জানা গিয়েছে, এই ছবিটিও পরিচালনা করবেন আনিজ বাজমি ৷ এর আগে ছবির প্রযোজক ভূষণ কুমার জানিয়েছিলেন প্রথম থেকেই ভুলভুলাইয়া তাঁর মনের অনেক কাছের ছবি ৷ সেই ছবির ফ্রাঞ্চাইজি এগিয়ে নিয়ে যেতে পারলে তিনি খুশি হবেন ৷ জুটিতে আনিজ-কার্তিক থাকলে সেই জার্নি আরও সুন্দর হবে ৷ পরবর্তী ছবিতে শুধু বাড়বে না ভয়ের ডোজ, সঙ্গে থাকবে কমেডি ও থ্রিলার ৷ সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে কার্তিক আরিয়ান-বিদ্যা বালান অভিনীত 'ভুলভুলাইয়া 3'৷

আরও পড়ুন:

1. এক টিকিটেই ছবি দেখবেন যুগলে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনব ঘোষণা শাহিদের ছবির নির্মাতাদের

2. প্রধানমন্ত্রী ফোন করে 'বকা' দিয়েছেন, কবে ফিরবেন শুটিং ফ্লোরে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জানালেন মিঠুন

3. 179 বার বদলেছে চিত্রনাট্য, 'টুয়েলভথ ফেল' ছবির সংলাপ মনে রাখাই চ্যালেঞ্জ ছিল বিক্রান্তের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.