ETV Bharat / business

গত পাঁচ বছরে চারবার, বাজেটের দিন ভালো রির্টান দিয়েছে বিএসই সেনসেক্স

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 12:37 PM IST

Union Budget 2024: 2020 সাল ছাড়া গত পাঁচ বছরে চারবার বাজেটের দিন উর্দ্ধমুখী ছিল শেয়ার সূচক ৷ কেন্দ্রীয় বাজেটের দিন ভালো লেনদেন করেছেন বিনিয়োগকারীরা ৷ আজ দিনের শেষে কত লেনদেন হয় তার দিকে তাকিয়ে সকলে ৷

Sensex
বিএসই সেনসেক্স

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: গত পাঁচ বছরে চারবার কেন্দ্রীয় বাজেটের দিনে তেজি ছিল শেয়ার বাজারের সূচক ৷ বিএসই সেনসেক্স বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে ৷ বেঞ্চমার্ক 2021 সালে সবচেয়ে বেশি দিনের শেষে 5 শতাংশ বেড়েছিল । একমাত্র 2020 সালে 1 ফেব্রুয়ারি 30-শেয়ারের বিএসই বেঞ্চমার্ক 987.96 পয়েন্ট বা 2.42 শতাংশ কমে বাজার বন্ধ হয়েছিল ৷ এই বছর ছাড়া 2023, 2022, 2021 এবং 2019 সালের বাজেটের দিনে শেয়ার বাজারে ভালো লেনদেন হয়েছে ।

গত বছর বাজেটের দিনে বিএসই বেঞ্চমার্ক 158.18 পয়েন্ট বা 0.26 শতাংশ বেড়ে 59,708.08 পয়েন্টে শেষ হয়েছিল । 2022 সালে সেনসেক্স বাজেটের দিন লম্বা লাফ দিয়ে 848.4 পয়েন্ট বা 1.46 শতাংশে পৌঁছেছিল ৷ 2021 সালে বাজেট ঘোষণার পরে এটি 2,314.84 পয়েন্ট বা 5 শতাংশ বেড়েছে । 2020 সালে বিএসই বেচমার্ক 987.96 পয়েন্ট বা 2.42 শতাংশ কমেছিল এবং 2019 সালে এটি 212.74 পয়েন্ট বা 0.58 শতাংশ বৃদ্ধি পেয়েছে । বুধবার বাজেট ঘোষণার এক দিন আগে বিএসই সেনসেক্স 612.21 পয়েন্ট বা 0.86 শতাংশ লাফিয়ে 71,752.11 পয়েন্টে স্থির হয় ।

প্যারিস-ভিত্তিক হেজ ফান্ড হেডনোভারের সিআইও সুমন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমরা আশা করি যে বাজেট 2024 স্টক মার্কেট বা বিনিয়োগকারীদের পোর্টফোলিওগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না ৷ তবে শেয়ার বাজারের প্রভাবের জন্য যেকোনও বড় ঘোষণা ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই বছর শেয়ার বাজারের গতিশীলতা রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণগুলির দ্বারা প্রভাবিত হবে বলে আশা করা হচ্ছে ৷ স্বল্পমেয়াদি পপুলিস্ট ব্যবস্থার পরিবর্তে মূলধন ব্যয়ের উপর সকলের নজর থাকবে ৷"

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকৎ
  2. সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট
  3. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: গত পাঁচ বছরে চারবার কেন্দ্রীয় বাজেটের দিনে তেজি ছিল শেয়ার বাজারের সূচক ৷ বিএসই সেনসেক্স বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে ৷ বেঞ্চমার্ক 2021 সালে সবচেয়ে বেশি দিনের শেষে 5 শতাংশ বেড়েছিল । একমাত্র 2020 সালে 1 ফেব্রুয়ারি 30-শেয়ারের বিএসই বেঞ্চমার্ক 987.96 পয়েন্ট বা 2.42 শতাংশ কমে বাজার বন্ধ হয়েছিল ৷ এই বছর ছাড়া 2023, 2022, 2021 এবং 2019 সালের বাজেটের দিনে শেয়ার বাজারে ভালো লেনদেন হয়েছে ।

গত বছর বাজেটের দিনে বিএসই বেঞ্চমার্ক 158.18 পয়েন্ট বা 0.26 শতাংশ বেড়ে 59,708.08 পয়েন্টে শেষ হয়েছিল । 2022 সালে সেনসেক্স বাজেটের দিন লম্বা লাফ দিয়ে 848.4 পয়েন্ট বা 1.46 শতাংশে পৌঁছেছিল ৷ 2021 সালে বাজেট ঘোষণার পরে এটি 2,314.84 পয়েন্ট বা 5 শতাংশ বেড়েছে । 2020 সালে বিএসই বেচমার্ক 987.96 পয়েন্ট বা 2.42 শতাংশ কমেছিল এবং 2019 সালে এটি 212.74 পয়েন্ট বা 0.58 শতাংশ বৃদ্ধি পেয়েছে । বুধবার বাজেট ঘোষণার এক দিন আগে বিএসই সেনসেক্স 612.21 পয়েন্ট বা 0.86 শতাংশ লাফিয়ে 71,752.11 পয়েন্টে স্থির হয় ।

প্যারিস-ভিত্তিক হেজ ফান্ড হেডনোভারের সিআইও সুমন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমরা আশা করি যে বাজেট 2024 স্টক মার্কেট বা বিনিয়োগকারীদের পোর্টফোলিওগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না ৷ তবে শেয়ার বাজারের প্রভাবের জন্য যেকোনও বড় ঘোষণা ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই বছর শেয়ার বাজারের গতিশীলতা রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণগুলির দ্বারা প্রভাবিত হবে বলে আশা করা হচ্ছে ৷ স্বল্পমেয়াদি পপুলিস্ট ব্যবস্থার পরিবর্তে মূলধন ব্যয়ের উপর সকলের নজর থাকবে ৷"

আরও পড়ুন:

  1. অন্তর্বর্তী বাজেটে করের ক্ষেত্রে কী ঘোষণা নির্মলার ? জানুন প্রত্যক্ষ-পরোক্ষ করের হালহকিকৎ
  2. সোমে বাজার খুলতেই তেজি শেয়ার সূচক, নজরে কেন্দ্রীয় বাজেট
  3. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.