ETV Bharat / business

হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত

author img

By PTI

Published : Jan 23, 2024, 12:13 PM IST

Stock Market: সপ্তাহের শুরুতেই হংকংকে হারিয়ে চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হল ভারত ৷ 4.33 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ভারতীয় শেয়ার ৷ এই সঙ্গে মঙ্গলবার 500 পয়েন্টের সূচক ছাড়াল বিএসই সেনসেক্স ৷ খুশির হাওয়া শেয়ার বাজারে ৷

stock market
শেয়ার বাজার

নয়াদিল্লি, 23 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেই শেয়ার বাজারে বাজিমাত ৷ হংকংকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হল ভারত ৷ জানা গিয়েছে, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত মূল্য 4.33 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ৷ যেখানে হংকংয়ের 4.29 ট্রিলিয়ন ৷ এর ফলে হংকংকে ছাড়িয়ে গিয়ে চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে ভারত ৷ ভারতের স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন 5 ডিসেম্বর 2023 সালে প্রথমবারের মতো 4 ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছিল ৷ যার প্রায় অর্ধেক গত চার বছরে এসেছে বলে জানা গিয়েছে । শীর্ষ তিনটি শেয়ার বাজার হল আমেরিকা, চিন এবং জাপান ।

বিগত এক বছরে ভারতীয় শেয়ারগুলিতে যারা টাকা বিনিয়োগ করেছে সব মিলিয়ে তাদের কাছে বছরটা দুর্দান্ত ছিল । যদিও কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ তবুও 2023 সালে বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে ভালো আর্থিক লাভ হয়েছে । ক্রমবর্ধমান ভিত্তিতে 2023 সালেই সেনসেক্স এবং নিফটি 17-18 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ । সে জায়গায় 2022 সালে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে মাত্র 3-4 শতাংশ লাভ করেছিল ।

তথ্য অনুয়ায়ী, হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাং সেং সূচক গত বছরের তুলনায় 32-33 শতাংশ কমেছে ৷ দৃঢ় জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, পরিচালনাযোগ্য স্তরে মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় সরকারের স্তরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের মুদ্রানীতি কঠোর করার মাধ্যমে ভারতের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত এঁকেছে, যা অনেক সংস্থা বলেছে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি ।

ইদানীং বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের থেকে তহবিলের শক্তিশালী প্রবাহও স্টকগুলিকে সর্বকালের উচ্চতার দিকে অগ্রসর হতে সহায়তা করেছে । উল্লেখযোগ্যভাবে, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা আবার ভারতের দিকে ফিরেছে এবং দেশের স্টক মার্কেটে নিট ক্রেতা হয়ে উঠেছে । এর ফলে ভারতীয় বেঞ্চমার্ক স্টক সূচকগুলি সম্প্রতি তাদের সর্বকালের উচ্চতায় পৌঁচ্চ্ছে । রিপোর্ট অনুযায়ী, হংকং-এ নতুন তালিকা শুকিয়ে গিয়েছে এবং এশিয়ান ফিনান্সিয়াল হাব প্রাথমিক পাবলিক অফারিং (আইপিও) এর জন্য বিশ্বের ব্যস্ততম স্থানগুলির একটি হিসাবে তার মর্যাদা হারিয়েছে ।

সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল ৷ সেই উপলক্ষে ভারতীয় শেয়ার বাজারে স্থানীয় লেনদেন বিএসই সেনসেক্স বন্ধ ছিল ৷ তবে মঙ্গলবার যেয়ার বাজার খুলতেই সেনসেক্স 500 পয়েন্টের সূচক অতিক্রম করল ৷ 561.13 পয়েন্ট বেড়ে সেনসেক্স 71 হাজার 984.78 এ পৌঁছেছে ৷ পাশাপাশি নিফটি 160.45 পয়েন্ট বেড়ে 21 হাজার 732.25-এ পৌঁছেছে । ( সংবাদ সংস্থা- এএনআই'র ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. গত সপ্তাহে রেকর্ড ব্রেকিং উত্থানের পর সোমে শেয়ার বাজারে পতন
  2. 71 হাজারে বিএসই সেনসেক্স, শেয়ার বাজারে রেকর্ডের সৌজন্য়ে লাভ ইক্যুইটি বিনিয়োগকারীদের
  3. আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি, আশা আরবিআই প্রধানের

নয়াদিল্লি, 23 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেই শেয়ার বাজারে বাজিমাত ৷ হংকংকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হল ভারত ৷ জানা গিয়েছে, ভারতীয় এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারের সম্মিলিত মূল্য 4.33 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ৷ যেখানে হংকংয়ের 4.29 ট্রিলিয়ন ৷ এর ফলে হংকংকে ছাড়িয়ে গিয়ে চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে ভারত ৷ ভারতের স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন 5 ডিসেম্বর 2023 সালে প্রথমবারের মতো 4 ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছিল ৷ যার প্রায় অর্ধেক গত চার বছরে এসেছে বলে জানা গিয়েছে । শীর্ষ তিনটি শেয়ার বাজার হল আমেরিকা, চিন এবং জাপান ।

বিগত এক বছরে ভারতীয় শেয়ারগুলিতে যারা টাকা বিনিয়োগ করেছে সব মিলিয়ে তাদের কাছে বছরটা দুর্দান্ত ছিল । যদিও কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ তবুও 2023 সালে বিনিয়োগকারীদের শেয়ার বাজার থেকে ভালো আর্থিক লাভ হয়েছে । ক্রমবর্ধমান ভিত্তিতে 2023 সালেই সেনসেক্স এবং নিফটি 17-18 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ । সে জায়গায় 2022 সালে বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে মাত্র 3-4 শতাংশ লাভ করেছিল ।

তথ্য অনুয়ায়ী, হংকংয়ের বেঞ্চমার্ক হ্যাং সেং সূচক গত বছরের তুলনায় 32-33 শতাংশ কমেছে ৷ দৃঢ় জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, পরিচালনাযোগ্য স্তরে মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় সরকারের স্তরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সারা বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের মুদ্রানীতি কঠোর করার মাধ্যমে ভারতের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত এঁকেছে, যা অনেক সংস্থা বলেছে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি ।

ইদানীং বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের থেকে তহবিলের শক্তিশালী প্রবাহও স্টকগুলিকে সর্বকালের উচ্চতার দিকে অগ্রসর হতে সহায়তা করেছে । উল্লেখযোগ্যভাবে, বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা আবার ভারতের দিকে ফিরেছে এবং দেশের স্টক মার্কেটে নিট ক্রেতা হয়ে উঠেছে । এর ফলে ভারতীয় বেঞ্চমার্ক স্টক সূচকগুলি সম্প্রতি তাদের সর্বকালের উচ্চতায় পৌঁচ্চ্ছে । রিপোর্ট অনুযায়ী, হংকং-এ নতুন তালিকা শুকিয়ে গিয়েছে এবং এশিয়ান ফিনান্সিয়াল হাব প্রাথমিক পাবলিক অফারিং (আইপিও) এর জন্য বিশ্বের ব্যস্ততম স্থানগুলির একটি হিসাবে তার মর্যাদা হারিয়েছে ।

সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল ৷ সেই উপলক্ষে ভারতীয় শেয়ার বাজারে স্থানীয় লেনদেন বিএসই সেনসেক্স বন্ধ ছিল ৷ তবে মঙ্গলবার যেয়ার বাজার খুলতেই সেনসেক্স 500 পয়েন্টের সূচক অতিক্রম করল ৷ 561.13 পয়েন্ট বেড়ে সেনসেক্স 71 হাজার 984.78 এ পৌঁছেছে ৷ পাশাপাশি নিফটি 160.45 পয়েন্ট বেড়ে 21 হাজার 732.25-এ পৌঁছেছে । ( সংবাদ সংস্থা- এএনআই'র ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. গত সপ্তাহে রেকর্ড ব্রেকিং উত্থানের পর সোমে শেয়ার বাজারে পতন
  2. 71 হাজারে বিএসই সেনসেক্স, শেয়ার বাজারে রেকর্ডের সৌজন্য়ে লাভ ইক্যুইটি বিনিয়োগকারীদের
  3. আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি, আশা আরবিআই প্রধানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.