ETV Bharat / business

বিতর্কের মাঝে নাম পরিবর্তন, পেটিএম এখন পাই প্ল্যাটফর্মস

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 4:48 PM IST

Updated : Feb 9, 2024, 5:19 PM IST

Paytm E commerce
নতুন নাম পাই প্ল্যাটফর্মস

Paytm E-Commerce: পেটিএম পেমেন্টস ব্যাংকে লেনদেন বন্ধ করেছে আরবিআই ৷ তার মধ্যেই নাম পরিবর্তন করল সংস্থাটি ৷ পেটিএম ই-কমার্স এবার থেকে পাই প্ল্যাটফর্মস নামে পরিচিত হবে ৷

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: বিতর্কের মাঝেই নাম বদলালো পেটিএম ৷ এবার থেকে পাই প্ল্যাটফর্মস নামে পরিচিত হবে ৷ সেলার প্ল্য়াটফর্ম ওএনডিসি (ওপেন নেটওয়ার্কস ফর ডিজিটাল কমার্স)-র ব্যবসায় শেয়ার বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ৷

বিশেষ সূত্রে জানা গিয়েছে, পেটিএম প্রায় 3 মাস আগে থেকেই নাম পরিবর্তন পক্রিয়া শুরু করেছিল ৷ আইনি প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল ৷ 8 ফেব্রুয়ারি এই কোম্পানি তাদের পরিবর্তিত নামে শীলমোহর পেয়েছে ৷ বলা যায় 8 ফেব্রুয়ারি থেকে পাই প্ল্যাটফর্মস (Pai Platforms) নামে পরিচিত হয়েছে ৷

একটি বিবৃতিতেই জানানো হয়েছে, পেটিএম ই-কমার্স কোম্পানিটি এবার থেকে পাই প্ল্যাটফর্মস প্রাইভেট লিমিটেড হিসাবে পরিচিতি হয়েছে ৷ সংস্থাকে নতুন নামের একটি সার্টিফিকেটও দেওয়া হয়েছে ইতিমধ্যেই ৷ প্রসঙ্গত, এলিভেশন ক্যাপিটাল হল পেটিএম ই-কমার্সের সব থেকে বড় শেয়ারহোল্ডার। এই সংস্থায় পেটিএম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও বিজয় শেখর শর্মা, সফ্টব্যাঙ্ক এবং ইবে-র মতো সংস্থার সঙ্গে যোগ সূত্র থাকায় সংস্থাটির অবস্থার আরও উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে ৷

সংবাদ সংস্থাসূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা বিটসিলা 2020 সালে বাজারে আসে ৷ যা ইনোবিট সলিউশন প্রাইভেট লিমিটেড নামে পরিচিতি ৷ এই পাই প্ল্যাটফর্মস ওপেন নেটওয়ার্কস ফর ডিজিটাল কমার্স-প্ল্যাটফর্মে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ৷ পাশাপাশি ম্যাক ডোন্যাল্ডস, বিগ বাক্সেট মতো জনপ্রিয় ব্রান্ড সাপোর্ট করছে এই বিটসিলাকে ৷ ইতিমধ্যে সংস্থাটি বাজারে ব্যবসা বৃদ্ধিতেও নজর দিয়েছে ৷ 30টিরও বেশি শহরে প্রায় 10হাজার স্টোর রয়েছে এই সংস্থার ৷ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে জামাকাপড় সব কিছুই পাওয়া যায় ৷ এই সংস্থাটি অধিগ্রহণের কথা থাকলেও তা হচ্ছে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

আরও পড়ুন:

  1. পেটিএমের পরিবর্তে অন্য পেমেন্ট অ্যাপ বেছে নিন, ব্যবসায়ীদের পরামর্শ সংগঠনের
  2. 2020-21 অর্থবর্ষে পেটিএম-এর ক্ষতি হয়েছে 1 হাজার 704 কোটি টাকা
  3. প্রত্যেক লেনদেনে ক্যাশব্যাক করবে পেটিএম, বিস্তারিত জানতে জাস্ট একটা ক্লিক
Last Updated :Feb 9, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.