ETV Bharat / bharat

'আমার সঙ্গে মমতাজির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো', 'ইন্ডিয়া' জোট নিয়ে রাহুল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 8:09 PM IST

Updated : Jan 23, 2024, 8:34 PM IST

Rahul Gandhi on Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, দাবি করলেন রাহুল গান্ধি ৷ এদিকে সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কোনও ফ্যাক্টর নয় বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ৷

ETV Bharat
রাহুল গান্ধি

মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো বলে জানালেন রাহুল গান্ধি

গুয়াহাটি, 23 জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো ৷ এমনকী কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ভালো ৷ সাংবাদিকদের কাছে এমনটাই জানালেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মঙ্গলবার বিকেলে অসমের বরপেটায় একটি সাংবাদিক বৈঠকে তিনি এই কথা জানান ৷ সেখানে এক সাংবাদিক তাঁকে পশ্চিমবঙ্গে 'ইন্ডিয়া' জোটের আসন বণ্টন নিয়ে প্রশ্ন করেন ৷

তার উত্তরে রাহুল গান্ধি বলেন, "আসন নিয়ে আলোচনা হচ্ছে ৷ সেটা নিয়ে এখানে কথা বলতে চাই না ৷" এরপরই তিনি 'ইন্ডিয়া' জোটের অন্যতম মুখ্য সদস্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ৷ এমনকী দলের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে ৷" এরই সঙ্গে তিনি এও স্বীকার করে নেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব আছে ৷ রাহুল বলেন, "হ্যাঁ, কখনও তাঁর দলের কেউ কিছু বলে ৷ কখনও বা আমাদের দলের কেউ কিছু বলে ৷ এটা খুব স্বাভাবিক ব্যাপার ৷ এই বিষয়গুলি কোনওভাবেই আসন বণ্টনে ব্যাঘাত ঘটাবে না ৷"

এদিকে গত শুক্রবার তৃণমূল সুপ্রিমো কালীঘাটে মুর্শিদাবাদ সাংগঠনিক বৈঠক করেন ৷ সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে 'নো ফ্যাক্টর' বলে উল্লেখ করেন ৷ তিনি বলেন, "আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন ৷ অধীর কোনও ফ্যাক্টর নয় ৷" এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, দেশে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া' থাকলেও, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়বে শুধুই তৃণমূল ৷ এদিকে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ আর বিজেপিকে পরাস্ত করতে গঠিত 'ইন্ডিয়া' জোটের আসন বণ্টন নিয়ে স্পষ্ট কোনও বার্তা পাওয়া যাচ্ছে না ৷

ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এখন অসমে ৷ আট দিনের অসম সফরে ইতিমধ্যে কংগ্রেসের এই মহামিছিলকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুলের বিরুদ্ধে জমায়েতে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ এদিকে রাহুল গান্ধিও তাঁকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছেন ৷

রও পড়ুন:

  1. 'ব্যারিকেড ভেঙেছি, আইন নয়', রাহুলের এই মন্তব্যের পরই অভিযোগ দায়ের
  2. এদিকে ইন্ডিয়া জোটে মোহভঙ্গ মমতার ! অপমানিত হয়েছি, অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়
  3. নেতারা ঐক্যবদ্ধ হলে অধীর ফ্যাক্টর নন, মুর্শিদাবাদের জেলা নেতাদের বোঝালেন মমতা
Last Updated :Jan 23, 2024, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.