ETV Bharat / state

ইন্ডিয়া জোটে মোহভঙ্গ মমতার ! অপমানিত হয়েছি, অভিযোগ মুখ্যমন্ত্রীর গলায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 8:20 PM IST

Mamata Banerjee on India alliance: 22 জানুয়ারি সমস্ত ধর্মগুরুদের সঙ্গে নিয়ে রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজরা থেকে পার্কসার্কাস ময়দান পর্যন্ত মিছিল করেন তিনি। সঙ্গে এদিন হেঁটেছেন বিভিন্ন ধর্মের গুরুরা। সেখান থেকে বিজেপি বা সাম্প্রদায়িক শক্তিকে আক্রমণ করবেন মমতা এটাই তো স্বাভাবিক। কিন্তু এদিন এই সভা থেকেই তাৎপর্যপূর্ণভাবে মমতার গলায় উঠে এল সিপিএম এবং কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের জোট বন্ধুদের নিয়ে আক্রমণ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 22 জানুয়ারি: সংহতি মিছিলে এসে 'ইন্ডিয়া' জোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। সরাসরি জোটে অপমানিত হওয়ার অভিযোগ তুললেন তিনি ৷ ইন্ডিয়া জোটের নামকরণ তাঁর কথামতো হওয়ার পরেও সিপিএমকে কংগ্রেস বাড়তি গুরুত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি গত কয়েকদিন ধরে ইন্ডিয়া জোট নিয়ে যে আলোচনা চলছিল সেটাই এবার সত্যি হতে চলেছে ? তবে কি ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতার ?

প্রসঙ্গত, সোমবার ৃ সমস্ত ধর্মগুরুদের সঙ্গে নিয়ে রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজরা থেকে পার্কসার্কাস ময়দান পর্যন্ত মিছিল করেন তিনি। সঙ্গে এদিন হেঁটেছেন বিভিন্ন ধর্মের গুরুরা। সেখান থেকে বিজেপিকে আক্রমণ করবেন মমতা । এটাই তো স্বাভাবিক। কিন্তু এদিন এই সভা থেকেই তাৎপর্যপূর্ণভাবে মমতার গলায় উঠে এল সিপিএম এবং কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের জোট বন্ধদের নিয়ে আক্রমণ। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সভা-সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটকে ভোট দেওয়ার কথা বলেছেন। তবে রাজ্য স্তরে একা লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে রীতিমতো জাতীয় ক্ষেত্রেও জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল।

সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে কিছুটা উস্মার সুর শোনা গিয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গীদের নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "বিরোধী জোটের নাম ইন্ডিয়া আমি দিয়েছি। কিন্তু, আমার খুব দুঃখ হয় যখন জোটের বৈঠকে গিয়ে দেখি সিপিএম বৈঠকটা নিয়ন্ত্রণ করছে। ওই দলের সঙ্গে 34 বছর আমি লড়াই করেছি। আমরা তাদের কোন পরামর্শ মানব না। বৈঠকে যোগ্য সম্মান পাই না। "

তিনি বলেন, " 300 আসনে কংগ্রেস লড়াই করুক তাদের আমরা সাহায্য করব। ওরা বলছে আমাদের যা ইচ্ছা তাই আমরা করব। একটা কথা মনে রাখবেন, এমন কিছু করবেন না যাতে বিজেপিকে সাহায্য করা হয়। যদি বিজেপিকে আপনারা সাহায্য করেন তাহলে দেশের মানুষ আপনাদের মাফ করবে না।"

এখানেই শেষ নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় রাহুলের মন্দির যাত্রা নিয়েও কটাক্ষ শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার শক্তি আছে, তাই আমি আজকে এই মিছিল করেছি। কতগুলি রাজনৈতিক দলের এই শক্তি আছে আজকে মিছিল করার। একটি মন্দিরে গেলেই যদি সব হয়ে যেত তাহলে তো হত। সেই জন্য তো আমি মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ সব জায়গায় গিয়েছি।" প্রশ্ন উঠছে এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন শুধু জোটকে আক্রমণ করেননি, কটাক্ষ করছেন রাহুল গান্ধিকেও। তাহলে কি ইন্ডিয়া জোট নিয়ে মোহভঙ্গ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর!

আরও পড়ুন

মন্দির-মসজিদ-চার্চ হয়ে হাজরা থেকে পার্ক সার্কাস সংহতি যাত্রা মমতার

জল্পনার অবসান ! সংহতি মিছিলে মমতার পাশেই হাঁটবেন অভিষেক

রাম মন্দির উদ্বোধনের দিন সহনশীল হওয়ার আবেদন রাজ্যপাল বোসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.