ETV Bharat / bharat

'সাইলেন্স পিরিয়ড' কী ও কেন ? প্রথম দফার ভোটের আগে একনজরে কিছু জরুরি তথ্য - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 8:51 AM IST

Updated : Apr 18, 2024, 1:52 PM IST

Lok Sabha Election 2024: বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত ৷ কোটি কোটি জনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে সরকার গড়বে ৷ আগামিকাল, 19 এপ্রিল প্রথম দফার ভোটে 21টি রাজ্যের 102টি আসনে ভোট ৷ 7 দফায় এই ভোটগ্রহণ পর্ব চলবে 1 জুন পর্যন্ত ৷ ফলাফল 4 জুন ৷

ETV Bharat
লোকসভা নির্বাচন

নয়াদিল্লি, 18 এপ্রিল: বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবের সূচনা আগামিকাল ৷ প্রায় 142 কোটি জনসংখ্যার দেশে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ 19 এপ্রিল ৷ 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে সাত দফায় এই ভোটগ্রহণ পর্ব চলবে টানা দেড় মাস ধরে ৷ শুক্রবারের পর 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং 1 জুন দেশজুড়ে ভোট হবে ৷ লোকসভার পাশাপাশি অরুণাচল, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ ফলাফল 4 জুন ৷ প্রথম দফায় শুক্রবার ভোটপর্ব রয়েছে দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা কেন্দ্রে ৷ এই দফার ভোটপ্রচার শেষ হয়েছে গতকাল ৷ রইল ভোট নিয়ে কিছু জরুরি তথ্য ৷

সাইলেন্স পিরিয়ড বা নীরবতার সময়

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট শুরুর 48 ঘণ্টা আগে থেকে এই সময় শুরু হয় ৷ কোনও রাজনৈতিক দলই কোনও প্রচার করতে পারবে না এই সাইলেন্স পিরিয়ডে ৷ কোনও জনসভা করা যাবে না ৷ বক্তৃতা, কোথাও কোনও সাক্ষাৎকারও দেওয়া যাবে না ৷ এমনকী সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া বা সোশাল মিডিয়াতেও রাজনৈতিক দলগুলি প্রচার করতে পারবে না ৷

এর উদ্দেশ্যে ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে ৷ শেষ মুহূর্তের প্রচারে তারা যেন কোনওভাবেই প্রভাবিত না-হয় ৷ 19 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য এই সময় শুরু হয়েছে 17 এপ্রিল অর্থাৎ বুধবার বিকেল 5টা থেকে ৷

  • সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট শুরুর 48 ঘণ্টা আগে থেকে এই সাইলেন্স পিরিয়ড শুরু হয় ৷
  • এই সময় মিটিং, মিছিল, জনসভা-সহ যে কোনও রকম নির্বাচনী প্রচারেই নিষেধাজ্ঞা জারি থাকে ৷
  • এই সময় মিডিয়াতেও কোনও নির্বাচন-সংক্রান্ত বিজ্ঞাপন, সাক্ষাৎকার বা বিতর্কসভার আয়োজন করা যাবে না ৷
  • এই নিষেধাজ্ঞা সোশাল মিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য ৷ রাজনৈতিক দলগুলি এবং প্রার্থীরা এই সময়ে নির্বাচন সংক্রান্ত কোনও নতুন তথ্য বা ছবি কিছুই পোস্ট করতে পারবে না ৷
  • সাইলেন্স পিরিয়ডে ভোট সংক্রান্ত প্য়ামফ্লেটস, পোস্টার বা ছাপা কোনও কিছুই বিতরণ করায় নিষেধাজ্ঞা থাকে ৷
  • ভোটাররা যাতে তাদের স্বাধীন ও নিরপেক্ষ ভাবনার মাধ্য়মে ঠিক করতে পারেন যে তাঁরা কাকে ভোট দেবেন ৷ সেটাই উদ্দেশ্য এই নীরবতার সময়ের ৷ শেষ মুহূর্তের প্রচারে যেন ভোটাররা প্রভাবিত না হয়ে যান ৷
  • তবে শুধুমাত্র নির্বাচন কমিশনের ছাড়পত্র পেলে কোনও বিশেষ ঘোষণা করা যেতে পারে ৷
  • সাইলেন্স পিরিয়ডের নিয়ম লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ করতে পারে প্রশাসন ৷ এমনকী অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে ৷
  • ভোটারদের জন্য যেমন এই সাইলেন্স পিরিয়ড গুরুত্বপূর্ণ, তেমনই প্রার্থীদের জন্যও ৷ এতে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ সুনিশ্চিত করা যায় ৷
  • এই নীরবতা পালনের সময়ের বিষয়ে যেন ভোটাররাও সচেতন থাকেন ৷ তা ভোটারদের জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ৷

প্রথম দফায় ভোট কোন কোন কেন্দ্রে ?

  • আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
  • অরুণাচলপ্রদেশ- অরুণাচল প্রদেশ পূর্ব, অরুণাচল প্রদেশ পশ্চিম
  • অসম- ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙা, লখিমপুর, সোনিতপুর
  • বিহার- অওরঙ্গাবাদ, গয়া, জামুই, নাওয়াদা
  • জম্মু ও কাশ্মীর- উধমপুর
  • ছত্তিশগড়- বস্তার
  • লাক্ষাদ্বীপ- লাক্ষাদ্বীপ
  • মধ্যপ্রদেশ- ছিন্দওয়ারা, বালাঘাট, জবলপুর, মান্ডলা, সিদ্ধি, শাদোল
  • মহারাষ্ট্র- চন্দ্রপুর, ভাণ্ডারা-গোণ্ডিয়া, গাড়চিরৌলি-চিমূর, রামটেক, নাগপুর
  • মণিপুর- ইনার মণিপুর, আউটার মণিপুর
  • রাজস্থান- গঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, কারৌলি-ঢোলপুর, দৌসা, নাগৌর
  • মেঘালয়- শিলং, তুরা
  • মিজোরাম- মিজোরাম
  • নাগাল্যান্ড- নাগাল্যান্ড
  • পুদুচেরি- পুদুচেরি
  • সিকিম- সিকিম
  • প্রথম দফায় তামিলনাড়ুর সব ক'টি লোকসভা কেন্দ্রেই ভোট
  • ত্রিপুরা- ত্রিপুরা পশ্চিম
  • উত্তরাখণ্ড- তেহরি গাঢ়ওয়াল, গাঢ়ওয়াল, আলমোরা, নৈনিতাল-উধমসিং নগর, হরিদ্বার
  • পশ্চিমবঙ্গ- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
  • উত্তরপ্রদেশ- সাহারানপুর, কৈরানা, মুজফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর, পিলিভিট

প্রথম দফার উল্লেখযোগ্য কেন্দ্র

  • অসম- ডিব্রুগড় ও সোনিতপুর
  • বিহার- জামুই
  • ছত্তিশগড়- বস্তার
  • জম্মু-কাশ্মীর- উধমপুর
  • মধ্যপ্রদেশ- ছিন্দওয়ারা
  • মণিপুর- ইনার মণিপুর ও আউটার মণিপুর
  • পুদুচেরি
  • রাজস্থান- বিকানের
  • তামিলনাড়ু- চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, কোয়েম্বাটোর
  • উত্তরপ্রদেশ- মুজফফরনগর, পিলিভিট
  • পশ্চিমবঙ্গ- কোচবিহার ও আলিপুরদুয়ার

প্রথম দফার উল্লেখযোগ্য প্রার্থী

  • উধমপুরের প্রার্থী জিতেন্দ্র সিং
  • বিহারের জামুইয়ের প্রার্থী চিরাগ পাসওয়ান
  • মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় প্রার্থী নকুল নাথ
  • তামিলনাড়ুর কোয়েম্বাটোরে প্রারথী কে আন্নামালাই
  • নীলগিরির এল মুরুগান
  • চেন্নাই দক্ষিণের প্রার্থী তামিলিসাই সৌন্দরারাজন
  • কন্যাকুমারীর প্রার্থী পোন রাধাকৃষ্ণন
  • থুথুক্কুড়ির প্রার্থী কানিমোঝি করুণানিধি
  • পুদুচেরির প্রার্তী ভি ভৈথিলিঙ্গম
  • মুজফফরপুরের প্রার্থী হরেন্দ্র সিং মালিক
  • মুজফফরপুরের আরেক প্রার্থী সঞ্জীব বলিয়ান
  • পিলিভিটের জিতিন প্রসাদ
  • আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা
  • কোচবিহারের নিশীথ প্রামাণিক
Last Updated : Apr 18, 2024, 1:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.