ETV Bharat / bharat

80 কেজি ভার তুলছে প্রথম শ্রেণির পড়ুয়া, আলাপ করুন ইয়েতির সঙ্গে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 1:57 PM IST

Little Powerlifter: বয়স সবে 6 ৷ নিজের ওজন 27 কেজি ৷ কিন্তু সে তুলছে 80 কেজি ওজন ৷ পড়ুন খুদে ভারোত্তোলকের কাহিনি ৷

Etv Bharat
খুদে ভারোত্তোলক ইয়েতি জেঠওয়া
80 কেজি ভার তুলছে প্রথম শ্রেণির পড়ুয়া

সুরাত, 6 ফেব্রুয়ারি: 6 বছরের খুদে কাঁধে তুলছে 80 কেজি ভার ৷ যা দেখলে অবাক হবেন আপনিও ৷ গুজরাতের সুরাত শহরের এই ছোট্ট ভারোত্তোলক মানুষকে রীতিমতো চমকে দিয়েছে । প্রথম শ্রেণির ছাত্র ইয়েতি জেঠওয়া ৷ এই বয়সেই ভারোত্তোলনে 17টিরও বেশি পদক জিতেছে সে । তার বাবা রবি জেঠওয়া জিম প্রশিক্ষক এবং মা শিক্ষিকা ।

এত ভারী ওজন তুলতে পছন্দ করে ইয়েতি ৷ প্রতিদিন স্কুল থেকে ফিরে 2 ঘণ্টা করে অনুশীলন করে ৷ সঙ্গে মেনটেন করে ডায়েটও ৷ বড় হয়ে বিখ্যাত ভারোত্তোলক হতে চায় ইয়েতি ৷

ইয়েতির বাবা রবি জেঠওয়া বলেন, "2 বছর বয়স থেকে ইয়েতিকে জিমে নিয়ে যেতাম ৷ তখন থেকেই জিমে পড়ে থাকা ওজন তোলার সরঞ্জামগুলির প্রতি আগ্রহী হয়ে ওঠে ও । সেটা দেখেই ধীরে ধীরে ওকে ভারোত্তোলনে প্রশিক্ষণ দিতে শুরু করি । আগে জানতাম না সে এত ভালো পারফর্ম করবে । এখন ওর বয়স 6 বছর এবং ওজন 27 কেজি । কিন্তু যখনই ও টুর্নামেন্টে যায়, সেরা পাওয়ারলিফটাররা ওকে দেখে অবাক হয়ে যান । ইয়েতি এখন সহজেই 80 কেজি ওজন তুলতে পারে ।"

Power Lifter
এই বয়সেই ভারোত্তোলনে 17টিরও বেশি পদক জিতেছে ইয়েতি

ইয়েতির বাবা আরও জানিয়েছেন যে, তিনি একজন খাঁটি নিরামিষাশী । অনেকেই বলে অল্প বয়সে পাওয়ার লিফটিং করলে উচ্চতা বাড়ে না, কিন্তু বিষয়টা তা নয় । সঠিক প্রশিক্ষণ দিলে যে কোনও কিছুই সম্ভব । এই বয়সে যে বাচ্চারা পড়াশোনার বাইরে শুধু কার্টুন ও মোবাইল দেখে সময় কাটায় তাদের কাছে ইয়েতি অনুপ্রেরণা ৷

তাঁর কথায়,"আমি মনে করি আমার ছেলে বড় ভারোত্তোলক হবে । ও প্রতিদিন জিমে 2 ঘণ্টা অনুশীলন করেন ৷ বয়স অনুযায়ী, ইয়েতি এখন আন্ডার 9 ক্যাটাগরিতে পড়ে ৷ কিন্তু ওর এখনও পর্যন্ত কোনও প্রতিযোগী নেই ৷"

আরও পড়ুন :

  1. জলমুড়ি খাওয়া থেকে কমনওয়েলথে সোনা জয়, অচিন্ত্যর কীর্তিতে গর্বিত মা পূর্ণিমাদেবী
  2. দেউলপুরের ভাঙা বাড়ি থেকে কমনওয়েলথের পোডিয়াম, স্বপ্নকে সঙ্গী করেই ইতিহাসে অচিন্ত্য
  3. নিখুঁত কারুকার্যে কাগজের দুর্গা তৈরি বহরমপুরের শিল্পীর, যোগ্য সঙ্গত খুদে ছেলের

80 কেজি ভার তুলছে প্রথম শ্রেণির পড়ুয়া

সুরাত, 6 ফেব্রুয়ারি: 6 বছরের খুদে কাঁধে তুলছে 80 কেজি ভার ৷ যা দেখলে অবাক হবেন আপনিও ৷ গুজরাতের সুরাত শহরের এই ছোট্ট ভারোত্তোলক মানুষকে রীতিমতো চমকে দিয়েছে । প্রথম শ্রেণির ছাত্র ইয়েতি জেঠওয়া ৷ এই বয়সেই ভারোত্তোলনে 17টিরও বেশি পদক জিতেছে সে । তার বাবা রবি জেঠওয়া জিম প্রশিক্ষক এবং মা শিক্ষিকা ।

এত ভারী ওজন তুলতে পছন্দ করে ইয়েতি ৷ প্রতিদিন স্কুল থেকে ফিরে 2 ঘণ্টা করে অনুশীলন করে ৷ সঙ্গে মেনটেন করে ডায়েটও ৷ বড় হয়ে বিখ্যাত ভারোত্তোলক হতে চায় ইয়েতি ৷

ইয়েতির বাবা রবি জেঠওয়া বলেন, "2 বছর বয়স থেকে ইয়েতিকে জিমে নিয়ে যেতাম ৷ তখন থেকেই জিমে পড়ে থাকা ওজন তোলার সরঞ্জামগুলির প্রতি আগ্রহী হয়ে ওঠে ও । সেটা দেখেই ধীরে ধীরে ওকে ভারোত্তোলনে প্রশিক্ষণ দিতে শুরু করি । আগে জানতাম না সে এত ভালো পারফর্ম করবে । এখন ওর বয়স 6 বছর এবং ওজন 27 কেজি । কিন্তু যখনই ও টুর্নামেন্টে যায়, সেরা পাওয়ারলিফটাররা ওকে দেখে অবাক হয়ে যান । ইয়েতি এখন সহজেই 80 কেজি ওজন তুলতে পারে ।"

Power Lifter
এই বয়সেই ভারোত্তোলনে 17টিরও বেশি পদক জিতেছে ইয়েতি

ইয়েতির বাবা আরও জানিয়েছেন যে, তিনি একজন খাঁটি নিরামিষাশী । অনেকেই বলে অল্প বয়সে পাওয়ার লিফটিং করলে উচ্চতা বাড়ে না, কিন্তু বিষয়টা তা নয় । সঠিক প্রশিক্ষণ দিলে যে কোনও কিছুই সম্ভব । এই বয়সে যে বাচ্চারা পড়াশোনার বাইরে শুধু কার্টুন ও মোবাইল দেখে সময় কাটায় তাদের কাছে ইয়েতি অনুপ্রেরণা ৷

তাঁর কথায়,"আমি মনে করি আমার ছেলে বড় ভারোত্তোলক হবে । ও প্রতিদিন জিমে 2 ঘণ্টা অনুশীলন করেন ৷ বয়স অনুযায়ী, ইয়েতি এখন আন্ডার 9 ক্যাটাগরিতে পড়ে ৷ কিন্তু ওর এখনও পর্যন্ত কোনও প্রতিযোগী নেই ৷"

আরও পড়ুন :

  1. জলমুড়ি খাওয়া থেকে কমনওয়েলথে সোনা জয়, অচিন্ত্যর কীর্তিতে গর্বিত মা পূর্ণিমাদেবী
  2. দেউলপুরের ভাঙা বাড়ি থেকে কমনওয়েলথের পোডিয়াম, স্বপ্নকে সঙ্গী করেই ইতিহাসে অচিন্ত্য
  3. নিখুঁত কারুকার্যে কাগজের দুর্গা তৈরি বহরমপুরের শিল্পীর, যোগ্য সঙ্গত খুদে ছেলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.