ETV Bharat / bharat

বিয়ের মাত্র দু'মাসেই ভাঙল সংসার ! পুলিশের বাড়ির বাইরে আত্মঘাতী স্বামী

author img

By PTI

Published : Feb 11, 2024, 12:28 PM IST

Man died by suicide outside Cop's house: প্রদীপ আর ঈশার বিয়ে হয়েছে মাত্র 2 মাস ৷ এর মধ্যেই স্বামী পুলিশের বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন ৷

ETV Bharat
বিয়ের মাস দুয়েকের মধ্যে আত্মঘাতী স্বামী

পিলভিট (উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: পুলিশ আধিকারিকের বাড়ির সামনে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ৷ শনিবার উত্তরপ্রদেশের পিলভিটে ঘটনাটি ঘটেছে ৷ তিনি পুলিশের কাছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ সেই অভিযোগ দায়ের করতে রাজি হয়নি ৷ তারপরই ওই ব্যক্তি এসপির বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছে, কয়েক দিন আগে ওই ব্যক্তির স্ত্রী গার্হ্যস্থ হিংসার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ এরপর তিনি পুলিশের কাছে গিয়ে জানান, তাঁর স্ত্রী তাঁকে হয়রান করছেন ৷ আর এই অভিযোগে থানায় মামলা দায়ের করতে চান তিনি ৷ তবে পুলিশ তাঁর অভিযোগ অনুযায়ী স্ত্রীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করতে রাজি হয়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী প্রদীপ ও ঈশা মাত্র দু'মাস আগে বিয়ে হয় ৷ অভিযোগ, ঈশা প্রদীপের থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিল ৷ শনিবার সকালে প্রদীপ পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে গিয়েছিলেন ৷ স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল ৷ পরিবার সূত্রে খবর, সেই সময় এসপি তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন না ৷ তাই প্রদীপ এসপির বাড়ি চলে যান ৷ সেখানে তাঁর বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মহত্যা করেন ৷

এসপি অতুল শর্মা বলেন, "সংগ্রাহি থানা এলাকার বাসিন্দা প্রদীপ ৷ তিনি বিষ খেয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷" এরপর আরেক পুলিশ আধিকারিক দীপক চতুর্বেদী সাংবাদিকদের জানান, প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় বারেলি জেলার কাছে পথেই তাঁর মৃত্যু হয় ৷ সেখানেই প্রদীপের দেহের ময়নাতদন্ত হবে ৷ এরপর প্রদীপের পরিবারের সদস্যরা অভিযোগ করলে সেই ভিত্তিতে পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. 18 বছরের তরুণীর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
  2. কনস্টেবলের আত্মহত্যা, প্রশ্নের মুখে সার্ভিস রিভলবারের ব্যবহার নিয়ে নগরপালের নির্দেশ
  3. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা

পিলভিট (উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: পুলিশ আধিকারিকের বাড়ির সামনে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ৷ শনিবার উত্তরপ্রদেশের পিলভিটে ঘটনাটি ঘটেছে ৷ তিনি পুলিশের কাছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু পুলিশ সেই অভিযোগ দায়ের করতে রাজি হয়নি ৷ তারপরই ওই ব্যক্তি এসপির বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে ৷

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছে, কয়েক দিন আগে ওই ব্যক্তির স্ত্রী গার্হ্যস্থ হিংসার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ এরপর তিনি পুলিশের কাছে গিয়ে জানান, তাঁর স্ত্রী তাঁকে হয়রান করছেন ৷ আর এই অভিযোগে থানায় মামলা দায়ের করতে চান তিনি ৷ তবে পুলিশ তাঁর অভিযোগ অনুযায়ী স্ত্রীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করতে রাজি হয়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী প্রদীপ ও ঈশা মাত্র দু'মাস আগে বিয়ে হয় ৷ অভিযোগ, ঈশা প্রদীপের থেকে 5 লক্ষ টাকা দাবি করেছিল ৷ শনিবার সকালে প্রদীপ পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে গিয়েছিলেন ৷ স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ছিল ৷ পরিবার সূত্রে খবর, সেই সময় এসপি তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন না ৷ তাই প্রদীপ এসপির বাড়ি চলে যান ৷ সেখানে তাঁর বাড়ির বাইরে বিষ খেয়ে আত্মহত্যা করেন ৷

এসপি অতুল শর্মা বলেন, "সংগ্রাহি থানা এলাকার বাসিন্দা প্রদীপ ৷ তিনি বিষ খেয়েছেন ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷" এরপর আরেক পুলিশ আধিকারিক দীপক চতুর্বেদী সাংবাদিকদের জানান, প্রদীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় বারেলি জেলার কাছে পথেই তাঁর মৃত্যু হয় ৷ সেখানেই প্রদীপের দেহের ময়নাতদন্ত হবে ৷ এরপর প্রদীপের পরিবারের সদস্যরা অভিযোগ করলে সেই ভিত্তিতে পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন:

  1. 18 বছরের তরুণীর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
  2. কনস্টেবলের আত্মহত্যা, প্রশ্নের মুখে সার্ভিস রিভলবারের ব্যবহার নিয়ে নগরপালের নির্দেশ
  3. স্কুলশিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সুইসাইড নোট লিখে আত্মঘাতী নাবালিকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.