ETV Bharat / bharat

অনবদ্য হিজাজি, পেনাল্টি নষ্ট ক্লেইটনের; সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 10:12 PM IST

Kalinga Super Cup: ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ জামশেদপুর এফসিকে 2-0 গোলে উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড ৷ দলের জয়ের গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল হিজাজি মাহের এবং সিভেরিওর ৷

ETV Bharat
সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর, 24 জানুয়ারি: কাপ স্পর্শ করার থেকে নব্বই মিনিট দূরে ইস্টবেঙ্গল এফসি ৷ বুধবার ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ জামশেদপুর এফসিকে 2-0 গোলে উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড ৷ দলের জয়ের গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা হিজাজি মাহের এবং সিভেরিওর ৷ 28 জানুয়ারি ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসির মধ্যে জয়ী ৷

ডুরান্ড কাপের পরে এবার সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল ৷ গত তিনবছরে যা হয়নি, চলতি মরসুমে কার্লেস কুয়াদ্রাতের অধীনে সেটাই হচ্ছে ৷ কোনও রকমে অংশগ্রহণ নয়, ট্রফির জন্য মরিয়া লড়াই এখন লাল হলুদের ফুটবলে ৷ আইএসএলে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পরে সুপার কাপে টানা চার ম্যাচে দাপুটে জয় ৷ কুয়াদ্রাত ঠিকই বলেছেন ইস্টবেঙ্গলের বদল হয়েছে ৷ সেই বদল পুরনো আগ্রাসন ফিরিয়ে নিয়ে আসার ইতিবাচক দিকে৷ ৷

তাই 82 মিনিটে ক্লেটন সিলভা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ইস্টবেঙ্গল ফোকাস হারায় না ৷ 19 মিনিটে প্রথম গোল ৷ সল ক্রেসপোর পাস থেকে গোল হিজাজি মাহেরের ৷ রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি জর্ডনের ডিফেন্ডার কুয়াদ্রাতের লুকানো অস্ত্র ৷ যার হদিশ পেতে প্রতিপক্ষ সমস্যায় পড়ে ৷ সুপার কাপে দুটো গোল করে ফেললেন হিজাজি ৷ গোল করে এগিয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল রক্ষণের খোলসে ঢুকে যায়নি ৷ ক্রেসপো, সিভেরিও নন্দকুমার শৌভিক চক্রবর্তীরা ক্রমাগত আক্রমণ শানিয়েছেন ৷ যার সামনে খালিদ জামিলের প্রতিআক্রমণ নির্ভর ফুটবল দাঁড়াতে পারেনি ৷ তার উপর স্টিভ আমরি চোট পেয়ে উঠে যাওয়াতে জামশেদপুরের সমস্যা বাড়ে ৷

ইস্টবেঙ্গলের খেলার দাপট দেখে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বিরতিতে জানান দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়বে ৷ প্রাক্তন বাঙালি স্ট্রাইকারের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করতেই যেন 47 মিনিটে সিভেরিওর গোল ৷ স্প্যানিশ স্ট্রাইকার সাম্ভাব্য বিদায় বেলায় স্কোরিং বুট খুঁজে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন ৷ এরপর সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে লাল-হলুদের দাপট ৷ তা সত্ত্বেও দু'বার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল খালিদ জামিলের ছেলেরা ৷ কিন্তু প্রোভসুখন গিলের বিশ্বস্ত হাত এবং পোস্ট লাল হলুদ জালে বল পৌঁছতে দেয়নি ৷ দুই বিদেশির গোল, ক্লেইটন সিলভার পেনাল্টি নষ্টের উজ্জ্বল সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ ফের নজরকাড়া ফুটবল উঠতি বাঙালি স্ট্রাইকারের ৷ তাঁকে ফাউল করাতেই পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল ৷ তবে দিনের শেষে জয় ৷ সুপার কাপে ফাইনালে ইস্টবেঙ্গল ৷ ডুরান্ড হাতছাড়া হয়েছিল ৷ সুপার কাপের রং কি লাল-হলুদ হবে ? উত্তর লুকিয়ে আরও নব্বই মিনিটে ৷

আরও পড়ুন:

  1. এশিয়ান কাপে হারের হ্যাটট্রিক, সিরিয়ার কাছে বিধ্বস্ত হয়ে লজ্জার বিদায় ভারতের
  2. এগারোবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নোভাক, নজরে 25 নম্বর গ্র্যান্ড স্ল্যাম
  3. বিরক্তিকর ! শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে মন্তব্য স্টোকসের, দুঃখপ্রকাশ রোহিতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.