ETV Bharat / sports

এশিয়ান কাপে হারের হ্যাটট্রিক, সিরিয়ার কাছে বিধ্বস্ত হয়ে লজ্জার বিদায় ভারতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 8:32 PM IST

Hat-trick of defeats in Asian Cup for India: হারের হ্যাটট্রিকে এশিয়ান কাপ অভিযান শেষ হল ভারতের ৷ সিরিয়ার বিরুদ্ধে 1-0 গোলে হারে কদর্য দেখাল ভারতীয় ফুটবলারদের ৷ ছন্নছাড়া ফুটবল এবং নির্বিষ আক্রমণে কোনও চ্যালেঞ্জই দিতে পারলেন না সুনীল ছেত্রীরা ৷

ETV BHARAT File
ETV BHARAT File

দোহা/কলকাতা, 23 জানুয়ারি: হারের হ্যাটট্রিকের লজ্জা নিয়ে এশিয়ান কাপ থেকে ফিরছে ভারত ৷ দোহাতে ইগর স্টিমাচের ভারতীয় দল 1-0 ব্যবধানে সিরিয়ার বিরুদ্ধে পরাজিত ৷ অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের কাছে হারের পরেও পরের পর্বে যাওয়ার ক্ষীণ আশা ছিল সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানদের কাছে ৷ হয়তো সেই অঙ্কটা কঠিন ও জটিল ছিল ৷ ছ’টি গ্রুপের সেরা তৃতীয় দল পরের পর্বে যাবে ৷ সেই জন্য ভারতকে বড় ব্যবধানে সিরিয়াকে হারাতে হত ৷ তার বদলে গুরপ্রীত সিং, মহেশ নাওরেম সিংরা পরাজিত ৷

ফিফা ক্রমপর্যায়ে একানব্বই নম্বরে থাকা সিরিয়ার বিরুদ্ধে ভারতীয় দল শুরুটা আশা জাগিয়েই করেছিল ৷ কিন্তু, 76 মিনিটে খিরবিনের গোল ভারতের আশায় জল ঢেলে দেয় ৷ ম্যাচের আগে ইগর স্টিমাচ ভাগ্যের সহায়তা চেয়েছিলেন ৷ পরিসংখ্যান বলছে পুরো নব্বই মিনিটে সিরিয়াকে বলের দখল, পাসিং ও গোল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রে ভারত টেক্কা দিতে পারেনি ৷ মোট কুড়িটি শট সিরিয়ান ফুটবলাররা নিয়েছেন ৷ ভারতীয় ফুটবলাররা সেখানে নিয়েছেন সাতটি শট ৷

মাত্র একবারই ছাড়া সুনীলদের শট সিরিয়ার গোলরক্ষকের পরীক্ষা নিয়েছিল ৷ 53 শতাংশ বলের দখল রেখে সিরিয়া যখন নিয়ন্ত্রক, তখন ভারতের পায়ে বলের দখল মাত্র 47 শতাংশ ৷ সুনীল ছেত্রী পুরো ম্যাচে দু’টো শট গোল লক্ষ্য করে নিয়েছেন ৷ ছাঙতে, নওরেম মহেশ সিং এবং সাহাল আব্দুল সামাদ নিয়েছেন একটি করে শট ৷ যা প্রমাণ করে ভারতীয় দল সিরিয়ার বিরুদ্ধে সেভাবে মেলে ধরতে পারেনি নিজেদের ৷

তিন হারে এশিয়ান কাপে ব্যর্থতা, যা ভারতীয় ফুটবলকে অনেকগুলি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল ৷ ইন্ডিপেনডেন্স কাপে সিরিয়ার সঙ্গে ড্র করেছিল ভারত ৷ সেই ম্যাচের লড়াকু পারফরম্যান্স দোহাতে দেখা যায়নি ৷ এশিয়ান কাপের জন্য প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ তা সত্ত্বেও এশিয়ান কাপে হারের হ্যাটট্রিক ভারতীয় দলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ ফলাফল ৷ সব মিলিয়ে দোহাতে ভরাডুবি ভারতীয় ফুটবলের ৷

আরও পড়ুন:

  1. মাত্রাতিরিক্ত মদ্যপান করে সংজ্ঞাহীন ম্যাডম্যাক্স, যেতে হল হাসপাতালে
  2. অশ্বিন-জাদেজার সামনে কেএল নন, বিশেষজ্ঞ উইকেটরক্ষক খেলবেন: দ্রাবিড়
  3. এগারোবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নোভাক, নজরে 25 নম্বর গ্র্যান্ড স্ল্যাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.