ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে 'জয় ভীম, জয় ভারত' ধ্বনি, দলিত পড়ুয়াকে মারধরের অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 10:28 PM IST

Updated : Jan 27, 2024, 10:54 PM IST

Dalit Student Beaten in Sambhal: দলিত ছাত্রকে মারধরের অভিযোগ উঠল দুই কলেজ পড়ুয়ার বিরুদ্ধে ৷ ওই ছাত্রটি 'জয় ভীম, জয় ভারত' স্লোগান দিয়েছিলেন ৷ তারপরেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

ETV Bharat
দলিত পড়ুয়াকে মারধরের অভিযোগ

সম্ভল, 27 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে অনুষ্ঠান শেষে 'জয় ভীম, জয় ভারত' স্লোগান দিয়েছিলেন দলিত দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া ৷ এরপর তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্য কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ৷ শুধু মারেই ক্ষান্ত হয়নি ওই ছাত্ররা, ভবিষ্যতে এমন স্লোগান বা বক্তৃতা দিলে দলিত ছাত্রটিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়!

এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা স্থানীয় থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এরপর পুলিশ ওই দলিত ছাত্রের অভিযোগে ভিত্তিতে দুই কলেজ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ দলিত ছাত্রকে নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বানিয়াথের থানা এলাকার নারাউলি শহরে ৷

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়া এই থানা এলাকায় সরাই সিকন্দর গ্রামের বাসিন্দা ৷ তিনি নারাউলির একটি কলেজে পড়েন ৷ শুক্রবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কিশোর কলেজে বক্তৃতা দিচ্ছিলেন ৷ এফআইআরে জানানো অভিযোগ অনুযায়ী, এদিন বক্তৃতার শেষে দলিত পড়ুয়া 'জয় ভীম, জয় ভারত' স্লোগান দেন ৷ এতে দু'জন কলেজ পড়ুয়া কিশোরের উপর চটে যায় ৷ অভিযোগ, অনুষ্ঠান শেষ হলে দু'জন কলেজ পড়ুয়া দলিত ছাত্রটিকে ধরে ফেলে এবং তাঁকে বেধড়ক মারধর করতে থাকে ৷

এর প্রতিবাদ করায় ওই দলিত পড়ুয়াকে ধরে আরও মারধর করে ৷ এমনকী দলিত ছাত্রটির জাতপাত তুলেও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে ওই কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ৷ তারা কিশোরকে হুমকি দেয়, ভবিষ্যতে এরকম বক্তৃতা দিলে বা এরকম স্লোগান দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে ৷ হইচই শুনে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় ৷ দলিত ছাত্রটিকে মারধরের ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তারা স্থানীয় নারাউলি পুলিশ পোস্টে পৌঁছে পুলিশের পদক্ষেপ দাবি করে ৷

আরও পড়ুন:

  1. অন্ধ্রপ্রদেশে দলিত যুবককে গাড়িতে তুলে চার ঘণ্টা ধরে মারধর, অভিযুক্ত ছয়
  2. শ্লীলতাহানির অভিযোগ তুলে উত্তরপ্রদেশে নাবালককে মারধর, করানো হল মূত্রপান
  3. হাতজোড় করে নমস্কার করেননি, প্রৌঢ় দলিতকে 3 ঘণ্টা ধরে বেঁধে রেখে মারধর !

সম্ভল, 27 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে অনুষ্ঠান শেষে 'জয় ভীম, জয় ভারত' স্লোগান দিয়েছিলেন দলিত দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া ৷ এরপর তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্য কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ৷ শুধু মারেই ক্ষান্ত হয়নি ওই ছাত্ররা, ভবিষ্যতে এমন স্লোগান বা বক্তৃতা দিলে দলিত ছাত্রটিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়!

এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা স্থানীয় থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এরপর পুলিশ ওই দলিত ছাত্রের অভিযোগে ভিত্তিতে দুই কলেজ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ দলিত ছাত্রকে নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বানিয়াথের থানা এলাকার নারাউলি শহরে ৷

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়া এই থানা এলাকায় সরাই সিকন্দর গ্রামের বাসিন্দা ৷ তিনি নারাউলির একটি কলেজে পড়েন ৷ শুক্রবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কিশোর কলেজে বক্তৃতা দিচ্ছিলেন ৷ এফআইআরে জানানো অভিযোগ অনুযায়ী, এদিন বক্তৃতার শেষে দলিত পড়ুয়া 'জয় ভীম, জয় ভারত' স্লোগান দেন ৷ এতে দু'জন কলেজ পড়ুয়া কিশোরের উপর চটে যায় ৷ অভিযোগ, অনুষ্ঠান শেষ হলে দু'জন কলেজ পড়ুয়া দলিত ছাত্রটিকে ধরে ফেলে এবং তাঁকে বেধড়ক মারধর করতে থাকে ৷

এর প্রতিবাদ করায় ওই দলিত পড়ুয়াকে ধরে আরও মারধর করে ৷ এমনকী দলিত ছাত্রটির জাতপাত তুলেও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে ওই কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ৷ তারা কিশোরকে হুমকি দেয়, ভবিষ্যতে এরকম বক্তৃতা দিলে বা এরকম স্লোগান দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে ৷ হইচই শুনে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় ৷ দলিত ছাত্রটিকে মারধরের ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তারা স্থানীয় নারাউলি পুলিশ পোস্টে পৌঁছে পুলিশের পদক্ষেপ দাবি করে ৷

আরও পড়ুন:

  1. অন্ধ্রপ্রদেশে দলিত যুবককে গাড়িতে তুলে চার ঘণ্টা ধরে মারধর, অভিযুক্ত ছয়
  2. শ্লীলতাহানির অভিযোগ তুলে উত্তরপ্রদেশে নাবালককে মারধর, করানো হল মূত্রপান
  3. হাতজোড় করে নমস্কার করেননি, প্রৌঢ় দলিতকে 3 ঘণ্টা ধরে বেঁধে রেখে মারধর !
Last Updated : Jan 27, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.