ETV Bharat / bharat

বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 10:16 PM IST

Ayodhya Ram Temple Crowd: অযোধ্যায় রামলালার দর্শনে ভক্তদের ভিড় ক্রমাগত বাড়ছে । মঙ্গলবার 5 লক্ষ ভক্ত সমাগম ঘটেছে । আজও সকাল থেকে সেই ধারা অব্যাহত ৷ তবে বিশৃঙ্খলার পর ভিড় নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর পুলিশ প্রশাসন ৷

Ayodhya Ram Temple
অযোধ্যার রাম মন্দির

আজও 5 লক্ষ ভক্ত সমাগম

অযোধ্যা, 24 জানুয়ারি: 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যার রাম মন্দিরে উপচে পড়ছে ভিড় ৷ মঙ্গলবার প্রায় 5 লক্ষ ভক্তের সমাগম ঘটেছিল মন্দিরে ৷ বুধবারও সেই ছবিতে বদল ঘটেনি ৷ এ দিন সকাল থেকে রামলালাকে দর্শন করতে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন হাজারও ভক্ত ৷ আজ রাত পর্যন্ত 5 লক্ষের বেশি পর্যটক হবে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ ৷

মঙ্গলবার ভিড়ের ঠেলায় রামনগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল ৷ তাই আজ আরও বেশি তৎপর পুলিশ প্রশাসন । পুলিশ ও প্রশাসনের অনেক উচ্চপদস্থ আধিকরিকরা ভিড় নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে রয়েছেন । গতকালের ঘটনার আজ যাতে পুনরাবৃত্তি না হয়, এর জন্য দর্শনার্থীরা সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করানো হচ্ছে ৷ আজ সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত রামলালাকে চোখের দেখা দেখতে পাবেন দর্শনার্থীরা । মাঝে ভগবানকে খাবার ও আরতি দেওয়ার জন্য দুপুর 12টায় 15 মিনিটের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে ।

Ayodhya Ram Temple
মঙ্গলবারের পর বুধেও রাম মন্দিরে উপড়ে পড়েছে ভিড়

বুধবারও রামলালার দর্শন নিয়ে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ । মঙ্গলা আরতির পর থেকে চলতে থাকে দর্শন । মুখ্যমন্ত্রীর নির্দেশে দল গঠন করে ভক্তদের দর্শনের জন্য পাঠানো হচ্ছে । ভিড় নিয়ন্ত্রণে গতকাল রাতে মজবুত স্টিলের রেলিংও বসানো হয় । প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় প্রসাদ, ডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার এবং স্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন । রামপথ থেকে জন্মভূমি পথ পর্যন্ত চারটি পৃথক লাইন নির্মাণ করা হয়েছে ।

ভক্তদের রাম জন্মভূমি কমপ্লেক্সেও দর্শনের জন্য পাঠানো হচ্ছে । প্রচণ্ড ঠাণ্ডা সত্ত্বেও লক্ষাধিক ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন । মঙ্গলবারের ভিড়ের পরিপ্রেক্ষিতে বুধবার প্রশাসনের কর্মকর্তারা সতর্ক । রাজ্য সরকারের আধিকারিকদের নেতৃত্বে নিয়মতান্ত্রিকভাবে চলছে দর্শন । আরএএফের ডেপুটি কমান্ড্যান্ট অরুণ কুমার তিওয়ারি বলেন, "গতকাল আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম আজ আমরা তা সংশোধন করার চেষ্টা করেছি । প্রায় এক হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে । আগামিদিনেও এভাবে ভিড় নিয়ন্ত্রণ হবে ।"

  • #WATCH अयोध्या के राम मंदिर में दर्शन के लिए लोगों की भारी भीड़ पहुंच रही है।

    सुरक्षा के इंतजामों पर आरएएफ डिप्टी कमांडेंट अरुण कुमार तिवारी ने बताया, "कल लोगों को जो परेशानी हुई, आज हमने उसे दुरुस्त करने की कोशिश की है। हमारे लगभग 1000 सुरक्षाकर्मियों की तैनाती की गई है। ये… pic.twitter.com/DDAWDaRYES

    — ANI_HindiNews (@AHindinews) January 24, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাণ প্রতিষ্ঠার পর থেকে রাম মন্দিরে ভক্তদের ভিড় লেগেই রয়েছে । দেশের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার দর্শনের জন্য লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছিল । এই ধারাবাহিকতা সারাদিন চলতে থাকে । এতে দিনভর বিশৃঙ্খলা সৃষ্টি হয় । সন্ধ্যা নাগাদ প্রায় 5 লক্ষ ভক্ত রামলালার দর্শন করেন । ভিড়ের অনেক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই মন্দিরে পৌঁছে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন ।

আরও পড়ুন:

  1. রাম মন্দিরে বছরে 50 মিলিয়ন পর্যটকের সমাগম হতে পারে, মত বিদেশি ব্রোকারেজ সংস্থা
  2. জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ
  3. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.