ETV Bharat / bharat

রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 6:45 AM IST

Shri Ram Lalla ornaments and attire: রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আধ্যাত্ম রামায়ণ, শ্রীবাল্মীকি রামায়ণ, শ্রী রামচরিতমানস এবং আলবান্দার স্তোত্রের বর্ণনা অনুযায়ী এবং শ্রীরামের শাস্ত্র-ভিত্তিক সৌন্দর্য অনুসারে এই দিব্য অলঙ্কারগুলি তৈরি করা হয়েছে।

Etv Bharat
Etv Bharat

অযোধ্য়া, 22 জানুয়ারি: শ্রীরামলালা নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন ৷ প্রাণ প্রতিষ্ঠার সঙ্গেই দৈব অলঙ্কার এবং বস্ত্রেও সজ্জিত হয়েছেন রামলালা ৷ গর্ভগৃহে 51 ইঞ্চির তুঙ্গভদ্রার কালো গ্রানাইট পাথরে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে ৷ মূর্তির চালচিত্রে বিষ্ণুর দশাবতার, স্বস্তিক, সূর্য, ওম-এর চিত্র খোদিত হয়েছে ৷ তেমনই মূর্তির দু'পাশে রয়েছে হনুমান, গরুড়ের মূর্তি ৷ এরপর সোমবার প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে অভিষেক করা হয় রামলালার ৷ সাজ-পোশাকেও দেখা যায় অভিনবত্ব ৷

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আধ্যাত্ম রামায়ণ, শ্রীবাল্মীকি রামায়ণ, শ্রী রামচরিতমানস এবং আলবান্দার স্তোত্রের বর্ণনা অনুযায়ী এবং শ্রীরামের শাস্ত্র-ভিত্তিক সৌন্দর্য অনুসারে এই দিব্য অলঙ্কারগুলি তৈরি করা হয়েছে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, যতীন্দ্র মিশ্রের ধারণা এবং নির্দেশনায় এই গয়নাগুলি অঙ্কুর আনন্দের সংস্থা লখনউয়ে তৈরি করা হয়েছে।

বেনারসি কাপড়ের হলুদ ধুতি এবং লাল রঙের অঙ্গবস্ত্রে ভগবান শোভিত হয়েছেন। এই পোশাকগুলিতে খাঁটি সোনার জরি এবং সুতোর কাজ করা হয়েছে ৷ পোশাকে বৈষ্ণব ধর্মে বর্ণিত শুভ চিহ্নগুলি, যেমন- শঙ্খ, পদ্ম, চক্র এবং ময়ূর খোদাই করা হয়েছে। এই পোশাকগুলি শ্রী অযোধ্যাধামে থাকার সময় দিল্লির টেক্সটাইল ডিজাইনার মনীশ ত্রিপাঠী তৈরি করেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কী গয়না এবং পোশাকে সেজেছেন রামলালা-

মাথায় রয়েছে মুকুট: উত্তরভারতীয় পরম্পরা মেনে সোনার মুকুট রয়েছে রামলালার মাথায় ৷ মুকুটে বসানো হয়েছে চুনি, পান্না এবং হিরে ৷ মুকুটের ঠিক মাঝখানে সূর্য আঙ্কিত আছে ৷

কানের কুণ্ডল: মুকুটের ডিজাইন অনুযায়ীই সোনার কানের আভূষণ বানানো হয়েছে ৷ এতে ময়ূর আঁকা রয়েছে ৷ এতেও হিরে, পান্না, মানিক খোচিত আছে ৷

কণ্ঠা বা গলার আভূষণ: রামলালার গলায় অর্ধচন্দ্রাকৃতি রত্নের কণ্ঠহার রয়েছে ৷ সোনার সেই কণ্ঠহারেও পান্না, হিরে-সহ মূল্যবান রত্ন রয়েছে ৷ কম্টার নীচে পান্নার ঝালড়ও রয়েছে ৷

ভগবানের হৃদয় আভূষণ: রামলালার বক্ষমাঝে কৌস্তুভ মণি বসানো হয়েছে ৷ বিষ্ণুর সপ্তম অবতার মনে করা হয় রামকে ৷ আর সে কারণেই এই কৌস্তুভ মণিও দেওয়া হয়েছে ৷

বৈজয়ন্তী বা বিজয়মাল্য: এটি ভগবানের সবচেয়ে বড় এবং তৃতীয় কণ্ঠহার ৷ সোনার সেই হার বিজয়ের প্রতীক রূপে শোভা পাবে রামলালার কণ্ঠে ৷ হারে সূদর্শন চক্র, পদ্ম, শঙ্খ, মঙ্গল কলশ খোদিত আচে ৷ পাঁচ দেবতার প্রিয় ফুলও এতে খোদিত হয়েছে ৷ পদ্ম, চাঁপা, পারিজাত ও কুন্দ রয়েছে ৷

কোমরবন্ধ: রামলালার কোমরে যে কোমরবন্ধ দেওয়া হয়েছে সেটিও সোনার ৷ এটিতে অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে ৷

বাহুবন্ধ: দুই হাতেই সোনার বাজুবন্ধ পড়ানো হয়েছে ৷

কঙ্কন: দুই হাতেই রত্ন খচিত কঙ্কন পড়ানো হয়েছে ৷

পায়ের মল: দুই পায়ে সোলার মল পড়ানো হয়েছে৷

রামলালার বা হাতে সোনার ধনুক রয়েছে ৷ একইভাবে ডান হাতে সোনার বান ধরে রয়েছেন তিনি ৷ অন্যদিকে, রামলালার কপালে যে তিলক শোভা পাচ্ছে তাতেও হিরে আর চুনি বসানো হয়েছে ৷ মাথার উপরে রয়েছে সোনার ছাতা ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  3. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর

অযোধ্য়া, 22 জানুয়ারি: শ্রীরামলালা নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন ৷ প্রাণ প্রতিষ্ঠার সঙ্গেই দৈব অলঙ্কার এবং বস্ত্রেও সজ্জিত হয়েছেন রামলালা ৷ গর্ভগৃহে 51 ইঞ্চির তুঙ্গভদ্রার কালো গ্রানাইট পাথরে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে ৷ মূর্তির চালচিত্রে বিষ্ণুর দশাবতার, স্বস্তিক, সূর্য, ওম-এর চিত্র খোদিত হয়েছে ৷ তেমনই মূর্তির দু'পাশে রয়েছে হনুমান, গরুড়ের মূর্তি ৷ এরপর সোমবার প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে অভিষেক করা হয় রামলালার ৷ সাজ-পোশাকেও দেখা যায় অভিনবত্ব ৷

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আধ্যাত্ম রামায়ণ, শ্রীবাল্মীকি রামায়ণ, শ্রী রামচরিতমানস এবং আলবান্দার স্তোত্রের বর্ণনা অনুযায়ী এবং শ্রীরামের শাস্ত্র-ভিত্তিক সৌন্দর্য অনুসারে এই দিব্য অলঙ্কারগুলি তৈরি করা হয়েছে। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, যতীন্দ্র মিশ্রের ধারণা এবং নির্দেশনায় এই গয়নাগুলি অঙ্কুর আনন্দের সংস্থা লখনউয়ে তৈরি করা হয়েছে।

বেনারসি কাপড়ের হলুদ ধুতি এবং লাল রঙের অঙ্গবস্ত্রে ভগবান শোভিত হয়েছেন। এই পোশাকগুলিতে খাঁটি সোনার জরি এবং সুতোর কাজ করা হয়েছে ৷ পোশাকে বৈষ্ণব ধর্মে বর্ণিত শুভ চিহ্নগুলি, যেমন- শঙ্খ, পদ্ম, চক্র এবং ময়ূর খোদাই করা হয়েছে। এই পোশাকগুলি শ্রী অযোধ্যাধামে থাকার সময় দিল্লির টেক্সটাইল ডিজাইনার মনীশ ত্রিপাঠী তৈরি করেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কী গয়না এবং পোশাকে সেজেছেন রামলালা-

মাথায় রয়েছে মুকুট: উত্তরভারতীয় পরম্পরা মেনে সোনার মুকুট রয়েছে রামলালার মাথায় ৷ মুকুটে বসানো হয়েছে চুনি, পান্না এবং হিরে ৷ মুকুটের ঠিক মাঝখানে সূর্য আঙ্কিত আছে ৷

কানের কুণ্ডল: মুকুটের ডিজাইন অনুযায়ীই সোনার কানের আভূষণ বানানো হয়েছে ৷ এতে ময়ূর আঁকা রয়েছে ৷ এতেও হিরে, পান্না, মানিক খোচিত আছে ৷

কণ্ঠা বা গলার আভূষণ: রামলালার গলায় অর্ধচন্দ্রাকৃতি রত্নের কণ্ঠহার রয়েছে ৷ সোনার সেই কণ্ঠহারেও পান্না, হিরে-সহ মূল্যবান রত্ন রয়েছে ৷ কম্টার নীচে পান্নার ঝালড়ও রয়েছে ৷

ভগবানের হৃদয় আভূষণ: রামলালার বক্ষমাঝে কৌস্তুভ মণি বসানো হয়েছে ৷ বিষ্ণুর সপ্তম অবতার মনে করা হয় রামকে ৷ আর সে কারণেই এই কৌস্তুভ মণিও দেওয়া হয়েছে ৷

বৈজয়ন্তী বা বিজয়মাল্য: এটি ভগবানের সবচেয়ে বড় এবং তৃতীয় কণ্ঠহার ৷ সোনার সেই হার বিজয়ের প্রতীক রূপে শোভা পাবে রামলালার কণ্ঠে ৷ হারে সূদর্শন চক্র, পদ্ম, শঙ্খ, মঙ্গল কলশ খোদিত আচে ৷ পাঁচ দেবতার প্রিয় ফুলও এতে খোদিত হয়েছে ৷ পদ্ম, চাঁপা, পারিজাত ও কুন্দ রয়েছে ৷

কোমরবন্ধ: রামলালার কোমরে যে কোমরবন্ধ দেওয়া হয়েছে সেটিও সোনার ৷ এটিতে অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে ৷

বাহুবন্ধ: দুই হাতেই সোনার বাজুবন্ধ পড়ানো হয়েছে ৷

কঙ্কন: দুই হাতেই রত্ন খচিত কঙ্কন পড়ানো হয়েছে ৷

পায়ের মল: দুই পায়ে সোলার মল পড়ানো হয়েছে৷

রামলালার বা হাতে সোনার ধনুক রয়েছে ৷ একইভাবে ডান হাতে সোনার বান ধরে রয়েছেন তিনি ৷ অন্যদিকে, রামলালার কপালে যে তিলক শোভা পাচ্ছে তাতেও হিরে আর চুনি বসানো হয়েছে ৷ মাথার উপরে রয়েছে সোনার ছাতা ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  3. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.