ETV Bharat / bharat

চলন্ত বাসে হার্ট অ্যাটাক চালকের, অসীম সাহসে মৃত্যুর আগে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে গেলেন 60 যাত্রীকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 8:12 PM IST

Bus Driver suffers Heart Attack: ওড়িশার বালাসোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাসচালকের ৷ তবে মৃত্যুর আগে অসীম সাহস আর উপস্থিত বুদ্ধির জোরে তিনি বাঁচিয়ে গেলেন বাসের 60 জন যাত্রীকে ৷

Bus Driver Heart Attack
প্রতীকী ছবি

বালাসোর, 30 জানুয়ারি: বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল চালকের ৷ তবে তাঁর অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে বাসটি দুর্ঘটনার কবলে পড়া থেকে রক্ষা পেয়েছে ৷ মৃত্যুর মুখে ঢলে পড়ার আদগে 60 জন যাত্রীকে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন তিনি ৷ মঙ্গলবার বালাসোর জেলার নীলগিরি থানার অন্তর্গত পাতাপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে ৷

পুলিশ সূত্রে খবর, বাসটি একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির ৷ এ দিন কলকাতা থেকে বালাসোরের পাঁচ লিঙ্গেশ্বরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি ৷ গন্তব্য থেকে যখন বাসটি মাত্র কয়েক কিলোমিটার দূরে, তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷ মনে করা হচ্ছে যে, সেই সময়ই হঠাৎ বাসচালক বুকে ব্যাথা অনুভব করেন ৷ শরীর বেগতিক দেখে আগেই দুর্ঘটনার কবল থেকে বাসটিতে বাঁচানোর কথা মাথায় আসে তাঁর ৷ বাসের যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন তিনি ৷ তার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা ৷ তবে প্রাণে বাঁচেননি বাসচালক ৷ বাস থামিয়েই তিনি হঠাৎ জ্ঞান হারান ৷

বেশ কিছুক্ষণ বাস থেমে থাকায় চিন্তায় পড়েন যাত্রীরা ৷ চালকের কেবিনে উঁকি দিতেই তাঁরা চমকে ওঠেন ৷ দেখেন চালক জ্ঞান হারিয়েছেন ৷ যাত্রীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা ঘোষণা করেন যে, চালকের মৃত্যু হয়েছে ৷ প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাসচালকের ৷ তাঁর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্য়ুর প্রকৃত কারণ জানা যাবে ৷

আরও পড়ুন:

  1. সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার সংঘর্ষে প্রাণ গেল ছ'জনের
  2. ওড়িশায় দু'টি পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে 7, আহত 17
  3. হিমাচল প্রদেশে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 5

বালাসোর, 30 জানুয়ারি: বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল চালকের ৷ তবে তাঁর অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে বাসটি দুর্ঘটনার কবলে পড়া থেকে রক্ষা পেয়েছে ৷ মৃত্যুর মুখে ঢলে পড়ার আদগে 60 জন যাত্রীকে বাঁচিয়ে দিয়ে গিয়েছেন তিনি ৷ মঙ্গলবার বালাসোর জেলার নীলগিরি থানার অন্তর্গত পাতাপুরা এলাকায় এই ঘটনা ঘটেছে ৷

পুলিশ সূত্রে খবর, বাসটি একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির ৷ এ দিন কলকাতা থেকে বালাসোরের পাঁচ লিঙ্গেশ্বরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি ৷ গন্তব্য থেকে যখন বাসটি মাত্র কয়েক কিলোমিটার দূরে, তখনই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷ মনে করা হচ্ছে যে, সেই সময়ই হঠাৎ বাসচালক বুকে ব্যাথা অনুভব করেন ৷ শরীর বেগতিক দেখে আগেই দুর্ঘটনার কবল থেকে বাসটিতে বাঁচানোর কথা মাথায় আসে তাঁর ৷ বাসের যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন তিনি ৷ তার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা ৷ তবে প্রাণে বাঁচেননি বাসচালক ৷ বাস থামিয়েই তিনি হঠাৎ জ্ঞান হারান ৷

বেশ কিছুক্ষণ বাস থেমে থাকায় চিন্তায় পড়েন যাত্রীরা ৷ চালকের কেবিনে উঁকি দিতেই তাঁরা চমকে ওঠেন ৷ দেখেন চালক জ্ঞান হারিয়েছেন ৷ যাত্রীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা ঘোষণা করেন যে, চালকের মৃত্যু হয়েছে ৷ প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাসচালকের ৷ তাঁর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্য়ুর প্রকৃত কারণ জানা যাবে ৷

আরও পড়ুন:

  1. সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার সংঘর্ষে প্রাণ গেল ছ'জনের
  2. ওড়িশায় দু'টি পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে 7, আহত 17
  3. হিমাচল প্রদেশে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 5
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.