ETV Bharat / bharat

হিমাচল প্রদেশে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 5

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 5:40 PM IST

Road Accident in Himachal: রোডশোতে অংশ নিতে যাওয়ার সময় হিমাচল প্রদেশে 600 মিটার গভীর খাদে পড়ে গেল গাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু পাঁচজনের ৷ দেহগুলি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ ৷

Road Accident in Himachal
গভীর খাদে পড়ল গাড়ি

সিমলা, 17 জানুয়ারি: হিমাচল প্রদেশে রাস্তা থেকে খাদে গাড়ি পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার হিমাচল প্রদেশের কিন্নুর জেলায় ৷ নিহতেরা সকলেই একটি রোড শো'য়ে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময় গাড়িটি 600 মিটার গভীর খাদে পড়ে যায় বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন ৷

পুলিশ জানিয়েছে, জেলার সদর দফতর রেকংপিও থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শিল্টি সড়কে দুর্ঘটনাটি ঘটে। খাদে গাড়ি পড়ে যাওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে আধিকারিকদের ৷ এখনও পর্যন্ত দু'টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গাড়িটি থেকে বাকি দেহগুলিকে বের করার চেষ্টা করা হচ্ছে ৷ উদ্ধার হওয়া দেহগুলি কাছের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলেই দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

দুর্ঘটনায় মৃতরা হলেন অরুণ সিং, অভিষেক, উপেন্দ্র, তনুজ কুমার এবং সমীর ৷ সকলেই কিন্নুর জেলার বাসিন্দা বলে খবর ৷ তাঁরা গাড়ি করে রেকংপিওর শুদারং মাহিন্দ্রা শোরুম থেকে সাংলায় রোড শো'য়ে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সবে কেনা হয়েছিল ৷ গাড়ির নম্বর এখনও পায়নি ৷ নম্বরের জন্য আবেদন করা হয়েছিল। নম্বর পাওয়ার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ ।

প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে মান্ডি জেলার কারসোগ-সিমলা সড়কের আলসিন্দির কাছে এরকমই একটি পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ ওই ঘটনায় গাড়ি খাদে পড়ে চার মহিলা-সহ পাঁচজন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন 6 জন । গাড়িটি যাত্রীদের নিয়ে জাসাল থেকে ভালিন্ডি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছিল । গাড়িতে থাকা সকলের কৃষি বিভাগ আয়োজিত একটি ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল ।

আরও পড়ুন:

  1. হিমাচল প্রদেশে 300 ফুট খাদে পড়ল বাস, চলছে উদ্ধারকাজ
  2. কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা
  3. কালিম্পংয়ে ব্রেক ফেলে করে খাদে পড়ল গাড়ি, আহত হাওড়ার 3 শ্রমিক

সিমলা, 17 জানুয়ারি: হিমাচল প্রদেশে রাস্তা থেকে খাদে গাড়ি পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার হিমাচল প্রদেশের কিন্নুর জেলায় ৷ নিহতেরা সকলেই একটি রোড শো'য়ে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেই সময় গাড়িটি 600 মিটার গভীর খাদে পড়ে যায় বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন ৷

পুলিশ জানিয়েছে, জেলার সদর দফতর রেকংপিও থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শিল্টি সড়কে দুর্ঘটনাটি ঘটে। খাদে গাড়ি পড়ে যাওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে আধিকারিকদের ৷ এখনও পর্যন্ত দু'টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং গাড়িটি থেকে বাকি দেহগুলিকে বের করার চেষ্টা করা হচ্ছে ৷ উদ্ধার হওয়া দেহগুলি কাছের হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলেই দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

দুর্ঘটনায় মৃতরা হলেন অরুণ সিং, অভিষেক, উপেন্দ্র, তনুজ কুমার এবং সমীর ৷ সকলেই কিন্নুর জেলার বাসিন্দা বলে খবর ৷ তাঁরা গাড়ি করে রেকংপিওর শুদারং মাহিন্দ্রা শোরুম থেকে সাংলায় রোড শো'য়ে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সবে কেনা হয়েছিল ৷ গাড়ির নম্বর এখনও পায়নি ৷ নম্বরের জন্য আবেদন করা হয়েছিল। নম্বর পাওয়ার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ ।

প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে মান্ডি জেলার কারসোগ-সিমলা সড়কের আলসিন্দির কাছে এরকমই একটি পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ ওই ঘটনায় গাড়ি খাদে পড়ে চার মহিলা-সহ পাঁচজন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন 6 জন । গাড়িটি যাত্রীদের নিয়ে জাসাল থেকে ভালিন্ডি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছিল । গাড়িতে থাকা সকলের কৃষি বিভাগ আয়োজিত একটি ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল ।

আরও পড়ুন:

  1. হিমাচল প্রদেশে 300 ফুট খাদে পড়ল বাস, চলছে উদ্ধারকাজ
  2. কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা
  3. কালিম্পংয়ে ব্রেক ফেলে করে খাদে পড়ল গাড়ি, আহত হাওড়ার 3 শ্রমিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.