ETV Bharat / bharat

মোদি-স্তালিনের ছবিতে চিনের পতাকা জড়ানো রকেট, বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তামিলনাড়ুতে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 5:58 PM IST

Advertisement controversy: নরেন্দ্র মোদি ও এমকে স্তালিনের ছবিতে চিনের পতাকা জড়ানো রকেট ৷ এমনই এক বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে তামিলনাড়ুতে ৷

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: বিজ্ঞাপনের ছবিতে একগাল হেসে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ আর তাঁদের পেছনে একটি মহাকাশে যাওয়ার রকেট, যেখানে জড়ানো রয়েছে চিনের জাতীয় পতাকা ৷ বুধবার একটি স্থানীয় পত্রিকায় তামিলনাড়ুর মৎস্য ও পশুপালন মন্ত্রী অনিতা আর রাধাকৃষ্ণানের প্রকাশ করা এই বিজ্ঞাপন বিতর্কের জন্ম দিয়েছে ।

তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই এই বিজ্ঞাপনের জন্য একহাত নিয়েছেন ডিএমকে-কে ৷ তিনি বলেন, এটি হল "চিনের প্রতি ডিএমকে-র প্রতিশ্রুতি এবং আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের সম্পূর্ণ অবজ্ঞার প্রকাশ ।"

প্রধানমন্ত্রীও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীদের প্রতি অসম্মানের নিন্দা করেছেন এবং ডিএমকে-এর বিরুদ্ধে জনগণের তহবিল আত্মসাতের অভিযোগ এনেছেন । তুতিকোরিনে একটি সমাবেশে বক্তৃতা করার সময়, প্রধানমন্ত্রী মোদি দাবি করেন যে, ডিএমকে সরকার বিজ্ঞানীদের অবদানকে অসম্মান করছে, যাঁরা ভারতের মহাকাশ গবেষণা প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন ।

প্রধানমন্ত্রী মোদি বলেন যে, ডিএমকে ভারতের অগ্রগতি প্রত্যক্ষ করতে প্রস্তুত নয় ৷ তিনি বলেন, "তারা (ডিএমকে) ভারতের মহাকাশ খাতের উন্নয়ন দেখতে প্রস্তুত নয় । তারা ভারতীয় বিজ্ঞান এবং মহাকাশ খাতকে অপমান করেছে, যার জন্য তাদের ক্ষমা চাইতে হবে ।"

তিরুচেন্দুর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী অনিতা রাধাকৃষ্ণান স্থানীয় তামিল সংবাদপত্রের প্রথম প্রকাশের দিনে এআরএএসইউ আর্টস নামে একটি সংস্থা দ্বারা ডিজাইন করা ব্যক্তিগত বিজ্ঞাপনটি প্রকাশ করেন ।

এ দিকে, শীর্ষ ডিএমকে নেতা কে কানিমোঝি বিজ্ঞাপনটির পক্ষে সাফাই দিয়ে বলেন, কেউই কখনও চিনকে 'শত্রু দেশ' বলে অভিহিত করেনি । "এমনকি প্রধানমন্ত্রী মোদি চিনা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং মহাবলীপুরমে একটি বৈঠক করেছেন ৷"

প্রধানমন্ত্রী ডিএমকে-কে তিরস্কার করতে কোনও কসুর বাকি রাখেননি ৷ তাঁর অভিযোগ, পারফর্ম না করে মিথ্যা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে ডিএমকে ৷ তাঁর কথায়, "এই লোকেরা আমাদের স্কিমগুলিতে তাদের স্টিকার সাঁটিয়েছে । এখন তারা সীমা অতিক্রম করেছে, তারা তামিলনাড়ুতে ইসরো লঞ্চ প্যাডের কৃতিত্ব নিতে চিনের স্টিকার সাঁটিয়েছে ৷"

ভারতীয় মহাকাশ সম্প্রদায়ের কর্মকর্তাদের প্রতি ডিএমকে-এর অপমানজনক মনোভাব তুলে ধরার জন্য আন্নামালাই অতীতের একটি ঘটনার উল্লেখ করেছেন । তিনি এক্স-এ তাঁর পোস্টে বলেন, "যখন ইসরোরর প্রথম লঞ্চ প্যাডের ধারণা তৈরি করা হয়েছিল, তখন তামিলনাড়ু ছিল ইসরোর প্রথম পছন্দ । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থিরু আন্নাদুরাই তীব্র কাঁধে ব্যথার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি ৷ সে জন্য বৈঠকে তিনি তাঁর এক মন্ত্রী মাথিয়াঝাগানকে পাঠিয়েছিলেন ৷ ইসরোর আধিকারিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর অবশেষে মথিয়াঝাগান 'মদ্যপ অবস্থায়' বৈঠকে আসেন ৷ পুরো বৈঠকে তিনি ছিলেন বেমানান । 60 বছর আগে আমাদের দেশের মহাকাশ কর্মসূচি এই আচরণই পেয়েছিল ৷"

এই পোস্টটি দেখে সোশাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নেট নাগরিকরা ৷ বিজ্ঞাপনটির কঠোর সমালোচনা করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গগনযানের জন্য মনোনীত চার মহাকাশচারীর নাম ঘোষণা মোদির, তাঁরা কারা ?
  2. প্রজাতন্ত্র দিবসের ইসরোর ট্যাবলোয় চন্দ্রযান 3 থেকে আদিত্য এল-1
  3. লক্ষ্যপূরণ করে হ্যালো কক্ষপথে প্রবেশ আদিত্যর, ইসরোর সাফল্য়ে উচ্ছ্বসিত মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.