ETV Bharat / bharat

গগনযানের জন্য মনোনীত চার মহাকাশচারীর নাম ঘোষণা মোদির, তাঁরা কারা ?

Astronaut-designates for Gaganyaan: গগনযান মিশনের জন্য মনোনীত চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ কারা তাঁরা, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 12:47 PM IST

Updated : Feb 27, 2024, 9:13 PM IST

ETV BHARAT
ETV BHARAT

তিরুবনন্তপুরম, 27 ফেব্রুয়ারি: গগনযান মিশনের জন্য মনোনীত চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মঙ্গলবার জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার থুম্বাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ইসরোর 3টি বড় মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন ৷ প্রধানমন্ত্রী তাঁর এই সফরের সময় ইসরোর গগনযান মানব মহাকাশযাত্রা কর্মসূচিরও পর্যালোচনা করেন । সেখানে এ দিন মোদি বলেন, "আমি আনন্দিত যে আজ আমি এই মহাকাশচারীদের সঙ্গে দেখা করার এবং দেশের সামনে তাঁদের উপস্থাপন করার সুযোগ পেয়েছি । আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাতে চাই...আপনারা আজকের ভারতের গর্ব ।"

প্রধানমন্ত্রী এ দিন বলেন, "একবিংশ শতাব্দীর ভারত আজ তার সম্ভাবনায় বিশ্বকে চমকে দিচ্ছে । গত 10 বছরে আমরা প্রায় 400টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, যেখানে 10 বছর আগে মাত্র 33টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল...৷" মোদির কথায়, "অমৃতকালের এই সময়ে ভারতীয় মহাকাশচারী আমাদের নিজস্ব রকেটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন...৷"

এ দিন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ আজ ইসরোর বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় ৷ যে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়, তা মহাকাশ সেক্টরের জন্য বিশ্বমানের প্রযুক্তিগত সুবিধা প্রদান করবে ৷ এর জন্য প্রায় 1,800 কোটি টাকা খরচ হয়েছে ।

আরও পড়ুন:

  1. গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  2. গগনযানের টিভি-ডি1 উৎক্ষেপণ সফল, ভিডিয়ো প্রকাশ ইসরোর
  3. মিশন গগনযানের পরীক্ষামূলর উৎক্ষেপণ সফল, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তিরুবনন্তপুরম, 27 ফেব্রুয়ারি: গগনযান মিশনের জন্য মনোনীত চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মঙ্গলবার জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্লা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার থুম্বাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ইসরোর 3টি বড় মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন ৷ প্রধানমন্ত্রী তাঁর এই সফরের সময় ইসরোর গগনযান মানব মহাকাশযাত্রা কর্মসূচিরও পর্যালোচনা করেন । সেখানে এ দিন মোদি বলেন, "আমি আনন্দিত যে আজ আমি এই মহাকাশচারীদের সঙ্গে দেখা করার এবং দেশের সামনে তাঁদের উপস্থাপন করার সুযোগ পেয়েছি । আমি সমগ্র দেশের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাতে চাই...আপনারা আজকের ভারতের গর্ব ।"

প্রধানমন্ত্রী এ দিন বলেন, "একবিংশ শতাব্দীর ভারত আজ তার সম্ভাবনায় বিশ্বকে চমকে দিচ্ছে । গত 10 বছরে আমরা প্রায় 400টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, যেখানে 10 বছর আগে মাত্র 33টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল...৷" মোদির কথায়, "অমৃতকালের এই সময়ে ভারতীয় মহাকাশচারী আমাদের নিজস্ব রকেটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন...৷"

এ দিন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ আজ ইসরোর বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় ৷ যে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়, তা মহাকাশ সেক্টরের জন্য বিশ্বমানের প্রযুক্তিগত সুবিধা প্রদান করবে ৷ এর জন্য প্রায় 1,800 কোটি টাকা খরচ হয়েছে ।

আরও পড়ুন:

  1. গগনযানে মানুষ পাঠিয়ে সুস্থভাবে তাঁকে পৃথিবীতে ফেরানোই মূল লক্ষ্য, রাজভবনে বললেন ইসরো চেয়ারম্যান
  2. গগনযানের টিভি-ডি1 উৎক্ষেপণ সফল, ভিডিয়ো প্রকাশ ইসরোর
  3. মিশন গগনযানের পরীক্ষামূলর উৎক্ষেপণ সফল, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Last Updated : Feb 27, 2024, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.