kolkata Cooch behar Flight: মাত্র 999 টাকায় বিমানে কলকাতা টু কোচবিহার

By

Published : Feb 21, 2023, 8:53 PM IST

thumbnail

চালু হল কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবা (kolkata Cooch behar Flight Ticket only 999)। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে নয়টি আসন বিশিষ্ট একটি ছোট বিমান কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে । এদিন বিমানে যাত্রী ছিলেন কোচবিহারের 5 বিজেপি বিধায়ক যথাক্রমে সুকুমার রায়, সুশীল বর্মন, মালতি রাভা রায়, নিখিল রঞ্জন দে ও মিহির গোস্বামী।

কোচবিহার বিমানবন্দরে তাদের স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা কোচবিহার বিমান পরিষেবা । 9 আসন বিশিষ্ট বিমানটি সকাল 11:33 মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় । আপাতত নয় আসনের এই ছোট বিমান চলাচল করবে ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার রুটে । ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি বিমান সংস্থা এই বিমান চালাছে । 

শুরুতে ভাড়া 999টাকা ধার্য করা হলেও আগামিদিনে নিয়মানুয়ায়ী ভাড়া ধার্য হবে । সপ্তাহের সাত দিনই এই রুটে বিমান চলাচল করবে বলে জানা গিয়েছে । কলকাতা থেকে সকাল 10 টা 10 মিনিটে বিমানের সফর শুরু হবে। মাত্র দু'ঘন্টা বাদেই দুপুর 12টা 10 মিনিটে কোচবিহারে নামবে। পাশাপাশি, কোচবিহার থেকে ফের দুপুর সাড়ে 12 টায় কলকাতার উদ্দেশ্যে সফর শুরু করবে ৷ বিমানটি কলকাতায় পৌঁছবে দুপুর 2টো 25 মিনিটে । তবে এর ফলে কোচবিহারবাসীর দীর্ঘদিনের আশাপূরণ হল । অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্য সরকার সবধরনের সহযোগিতা করবে এই বিমান পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.